News


নিখোঁজ শিশু সুমাইয়া, ২৪/০৪/২০১৭ তারিখের সুমাইয়াকে কি আর পাওয়া যাবে না? এমন শিরনামে প্রতিবেদন ছাপা হয় প্রথম আলোর প্রথম পেজে। ২২ দিন পার হয়ে গেলেও মেলেনি কোন খোঁজ। সুমাইয়ার বাবা-মা’র ( জাকির হসেন- মুনিয়া বেগম) কথা মতে পুলিশ, র‍্যাব কিংবা জনপ্রতিনিধিরা তেমন আমলে নেয়নি বিষয়টি। ২ এপ্রিল বিকেলে কামরাঙ্গীরচেরর বড়গ্রামে বাসার সামনে থেকে নিখোঁজ হয় সুমাইয়া। বাসার পাশের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কালো বোরকা পরা এক নারীর হাত ধরে এগিয়ে জাচ্ছে। তবে ফুটেজে ঐ নারীর মুখ দেখা না গেলেও সুমাইয়ার বাবা-মা সহ এলাকা বাসির সকলের ধারনা তিনি পূর্বের প্রতিবেশী নাম ‘অথৈ আক্তার বৃষ্টি’ বর্তমানে মোবাইল নাম্বার বন্ধ। নাম, মোবাইল নাম্বার আর ভিডিও ফুটজ থাকা স্ততেও সুমাইয়া ফেরেনি এখনো বাবা-মা’র কোলে। সুরাইয়ার বাবা-মা ধর্না ধরছেন গণকের কাছে। আর আমরা জারা আছি সোশ্যাল মিডিয়াই তারা চেষ্টা করছি খবর টি শেয়ার করে ছরিয়ে দিতে, ফিরিয়ে দিতে সুমাইয়াকে বাবা-মা’র কোলে।



Eight-foot-by-ten-foot fence house. Polythene tents. At least 34 Rohingyas are living at home. 7 of them were women, 17 children. The imprisonment of cold cuts arrest.
There is no warm clothes to wear, such as a severe winter. There is no food. Three sick children should not stop crying. Ukhia upazila in Cox's Bazar, the makeshift temporary (unregistered) Rohingya camps Block 1 Number sheds can be seen at the scene on Friday.
Rakhine State from Bangladesh, Teknaf and Ukhia upazilas infiltrators crossed the Naf River, about eight jhuparigharei the imprisonment of thousands of refugees now live.
34 Rohingya are in the room, the owner of the Rohingya Keramat Ullah. He lived here for three years, and homestead.
Karamat Ullah (5), three years ago, the kingdom of Arakan (now Rakhine State) from Maungdaw district entrance, he took refuge in the camp. With his wife and five children. The two rooms sedagharera Rohingya intruders have recently had a room for three days.
The living room with two daughters and six sons in Rakhine village khoyakhali nachima Khatun (48). He bounced the children sit on the ground in one corner of the cell tissue.
Asked why the tiny room crammed nachima Khatun, they also have no way. Due to the same community before the Rohingyas from the position given to them. Now, if someone does not have food and accommodation, all will die.
Nachima children arrived by boat in Teknaf unacipram area early Tuesday. The brokers raised their auto-rickshaw to reach the camp. Cash in hand, which was, of all the brokers. Now the fierce winter warm coats sick children can not afford to buy.
Asked where her husband became nachima exclaimed. "The proud," her husband shot and killed Abdul Amin.
Two children in the same room humaira (3) and ramijake (1) of the Rohingya is a housewife Asia Begum (18). Rameez tears of anguish fever and heavy winds. Nothing mother could not stop crying. Asia gaducharaya Home Rakhine state.
Asia Begum, 18, the night of November 'magasenara Their house was set on fire. The exit of the two children, but her husband Ziaur Rahman did not escape. He was killed in the fire. A policeman tried to molest him. The children fled the district.
It is seen in almost every home in the camp of Rohingya infiltrators are just one or two. As far as food jutache, are shared by everyone. But how long this? Rohingya living in camps in the government or the private sector do not get support. Day labor outside the camp, on the coast cinripona extracting livelihood.
President Abdul Hafiz said Kutupalong unregistered Rohingya camp, before the camp was almost 57 thousand refugees. In the past few days, seven thousand refugees have taken shelter here. They are crammed with other Rohingya families. They have no ability to create new homes.
Leather Teknaf refugee camps in the same scene. About half of the refugees have taken shelter there. Visiting the camp on Friday afternoon, more than a hundred trees in the garden of the forest department in a temporary room is being made.
In this camp, said Rohingya leader Dudu Miah, new to the suffering of thousands of Rohingya. So this house is being built.
Naf river floating Rohingya
Wednesday due to disruptions from the Rohingyas and Teknaf border district can not come. The border guards, coast guard and police guard. A lot of people in a boat floating on the river Naf Myanmar border.
BGB and police sources said on Thursday midnight (Friday) to infiltrate the boat in Teknaf BGB members arrested 38 Rohingyas. Later, they were sent back. At the same time the entrance Ukhiya gumadhuma border guards detained three Rohingya back to Myanmar returns.
34 Battalion Commander Lt. Cox. Colonel Imran Ullah Sarker, 63 km river Naf border guards are under strict security. Rohingyas are being caught and sent back to the entrance.
Abu Morshed Chowdhury, President of Bangladesh Human Rights Commission of the Cox's Bazar district, said two days off, but hundreds of Rohingya infiltration of Rohingya floating in the river Naf. They can not go back to Burma as well as not being able to enter Bangladesh.
BGB Director General Border Inspection
Spidabote Naf river yesterday morning visited the Border Guard Bangladesh (BGB) Director General Major General Abul Hossain.
Teknaf land port at 1 pm at the bungalow, he highlighted the situation of local journalists.
BGB director general of the Rohingya intrusion events with some points. So far, however, many Rohingya penetration of its accounts do not have the BGB.
Director General of the Border patrolling is not the point, some of the areas where agents are active. Their cooperation is Rohingas. Now, the point is Rohingas, there will BGB patrol. We need cooperation to prevent infiltration by the people, he said.

BGB Chittagong in the south-eastern region of the press conference was attended by Brigadier General Khandaker Farid Hassan, BGB sector commander Col MM Rahman Bazar, Teknaf Battalion Commander Lt. II. Abuja Colonel Al Zahid, Teknaf Upazila Executive Officer (UNO) Md. Shafiul Alam.


মেয়েরা বারীতেও নিরাপদ নয়
বাবা-মা ই হলেন ছেলেমেয়েদের সবচেয়ে বড় বন্ধু  আর এই বাবামা যখন তাদের সন্তানের বন্ধু হতে পারে না, তখনি ঘটে যত বিপত্তি। যদি ছেলেমেয়েরা তাদের বাবা-মায়ের সাথে সবকিছু ভাগাভাগি করতে না পারে অথবা বাবা-মা তাদের সন্তানদের বিশ্বাস না করে কিংবা একজন কে বেশি আর অন্যজন কে কম ভালবাসা বা বিশ্বাস করা হয়। এরকম আরও অনেক কারনেই ঘরেবাহিরে প্রায় সব খানেই প্রতিনিয়ত ঘটছে ইভটিজিং বা যৌন হয়রানির মতো জঘন্যতম অপরাধ।

আমার চেনা একজন মেয়ের জিবনের গল্প অনেক ছোট করেই বলছি, মেয়েটা বাড়ির ছোট মেয়ে বাবা-মা আর বড়বোনের সংসার তাদের। বড় বনের কথায় যেন বাড়িতে সব। কোন কথার ভালমন্দের বিচার নেই এখানে ছোট মেয়েটা বঞ্চিত। সে পরিবারে অতটা মুল্য পায়না যতটা তার বড় বোনকে দেওয়া হয়। পড়িবারের কৃত্রিম বা প্রাকৃতিক যেকোনো ঝড়ই হোক না কেন সেটার খেসারত তাকেই দিতে হয়। কারন বড়রা বড়। বড়বোন বলেই খালাস তাই মায়ের সাথে সব কাজে তাকেই নামতে হয়। আর কাজ করতে গেলে একটু ভুল হতে পারে, হতে পারে দেরি। শুনতে হয় আরও কিছু কথাবড়রা সবসময় ছটদের দিয়ে অনেক কাজ করিয়ে নেই এট যেমন সত্য তারা মনে করে এদের কোন কাজ নাই এটাও সত্যকিন্তু তাদেরকে তাদের মত থাকতে দেওয়া হয়না কখনই। তারা হয়ত কখন ভেবে দেখেনা একটা পরিবারে যদি ছয়জন মানুষ থাকেন, আর প্রত্যেকে ৫ টা করে হুকুম করেন তাহলে কাজের স্নগখ্যা দাঁড়ায় প্রায় ৩০টা, এর পরে সে নিজে। এখন একটা বাচ্ছা হয়েছে। বাচ্ছার ময়লা পরিষ্কার করার দায়িত্ব ও যেন তার।

বড় বোনের বিয়ে হল, নিজেদের কোন ছেলে না থাকায় জামায়ের কদর তো বুজতেই পারছেনজামায় এখন সব, মা-বাবা আর বোনের কাছে সে যেন অমুল্য ধন। অন্ধ বিশ্বাস করেন সবায় তাকে। আর এই বিশ্বাস কাল হয়ে দারিয়েছে ঐ বাড়ির ছোট মেয়ের জীবনেকি করবে এখন সে, কথায় যাবে। কার সাথে শেয়ার করবে তার কষ্টের কথা। বাবা মা বোন, কেউতো মুল্য দিবেনা তার কতার। কাকে বোঝাবে তার দুলাভাই তাকে রক্ষিতা করে পেতে চায়, সুযোগ পেলেই শুনিয়ে দেয় নানা রকম অশ্লীল কথা, আর চেষ্টা করে গায়ে হাত দেওয়ার দুলাভাইয়ের ৩বেলায় খাওয়ানো, সকালে বিছানা পরিস্কার, কাথা বালিস গোছান আবার রাতে বিছানা পরিস্কার, কাথা বালিস মশারী কয়েল সবকিছু ঠিক করে তার বিশ্রামআর এই সুযোগ গুলো নেয় তার দুলাভাই এ রকম আরও অনেক কারনে ঘড়ের ভিতরে সবার সামনে সবসয় যৌনহয়রানির স্বীকার হচ্ছে মেয়েটি।  জানিনা এ যুদ্ধে মেয়েটি কতদিন টিকে থাকবে।   

মেয়েটির কান্না শোনার মতো কেউ নেই। বাবাকে  মেয়েটি বেশ কয়েকবার বলেছিল ২-৪ দিনের জন্য বেরাতে যাওয়ার কথা, বাবা তার কোন কথায় গুরুতব দেয় নায়এক দিন মেয়েটি বাড়িতে কিছু না বলে চলে যায়। আশ্রয় নেয় বাসা থেকে অনেক দূরে মামার বাসায়। মেয়েটি কেন বাসা থেকে বেরিয়ে এলো, কেনই বা মামা বাড়িতে এলো এ নিয়ে কারো মাথা ব্যাথা নাই। মেয়েমানুষ  তো সব দোষ তার। ছরিয়ে পরলো নানা রকম গুজবআল্লাহ্‌ পাকের ও খেলা। মেয়েটিকে তার মামার বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য, মেয়েটির বাবা-মা তার দুলা ভাইকেই পাঠালেনমামা বাড়ির লকেরা ইনডিরেক্টলি বুঝানোর চেষ্ঠা করেও কোন কাজ হয়নি। মামা বাড়ির সকলের এবং মেয়েটির অনিচ্ছাস্ততেও দুলা ভাইয়ের সাথে পাঠাতে হয় মেয়েটিকে। মেয়েটির আর্তনাত আজ হইত কারো হৃদয় স্পর্শ করেনি। তার গুমরিয়ে কান্নার শব্দ আজ কারো কানে পউছেনি। বাচার জন্য তার যে আকুতি সে চোখের ভাষা কেউ বুঝার চেষ্টা করেনি।

সম্প্রতি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “ বড় আব্বুদের কাছে  নিরাপদে নায়” প্রায় এরকমই একটি শিরোনামে উঠে আসে ৫বছর বয়সী একটি মেয়ে শিশু রক্ষাপায়নি তার বড় আব্বুদের কাছ থেকে। সারা রাত তার উপরে শুধু যৌন-অত্তাচার-ই করে খান্ত হন নি শরীরের বিভিন্ন জাগায় সিগারেটের ছ্যাকাও দিয়েছেন। যা দেখে কর্তব্যরত ডাক্তারাও শিউরে উঠছেন প্রতিনিয়ত। সোহাগি জাহান তনু, নিতু মণ্ডল, সুরাইয়া আক্তার রিসা, খাদিজাদের তালিকায় যেকোনো সময় পরে যেতে পারে তার নাম। এটা হইত আমার বা আমাদের কারো কাম্ম্য নয়। তার না বলা ভাসাগুলো বুঝতে হবে। তার কান্নার শব্দ গুলো শুনতে হবে। তাকে তার মতো করে বেরেউঠতে দিতে হবে। তাকে সময় দিতে হবে। তা না হলে এর জন্য দায়ি আমি, আপনি, পরিবার গোটা সমাজ।

Girls are not safe in his house
The greatest friend of the parents of the children. And when the parents can not be friends with their children, then the hazard occurs. If the children do not want to share everything with their parents or parents do not believe their children or loved one who is more or less, and the other who is believed to be. That's why so many desolate constantly happening all around gharebahire heinous crimes like eve teasing or sexual harassment.

I knew a girl life story without a lot of younger guys, the girl's parents and younger daughter barabonera their family. The forest is home to all the big words. There are no words good and bad judgment deprived of the little girl. The family has not received as much value was given her big sister. Paribarera jharai any artificial or natural, whether it is to pay him damages. Because of Adults. Barabona ball is cleared off the mother of all the work himself. And when you might be a little wrong, may be too late. To listen to something else. Adults do not always put a lot of work with chatadera It is true, as they think it is also true that there is no work for them. But they are not allowed to stay in the coolest way. Six people are thinking when they do not see if you're a family, and then work down snagakhya 5 pm each had about 30, and then himself. Now has a baby. Kid and his responsibility to clean dirt.

Older sister got married, no children of their own lack of appreciation of the shirt can bujatei. Now the coat, parents and sister as she invaluable treasure. Sabaya blind trust him. This belief has never been a time in the house, a small woman's life. What will you do now, would be words. Who will share his suffering. Father, mother and sister, he will not let nobody katara price. Who wants to tell her that kept him in law, the opportunity to hear different kinds of pornography, and the body tries. 3 dulabhaiyera the feeding, cleaning the bed, mat balisa clear relevance to bed at night, if everything goes well, the rest of the coil mat balisa masari. And he took the opportunity in law so on the inside of the room in front of everyone, she is admitted sabasaya yaunahayaranira. I do not know how long she will survive the war.

There is no one to hear her cry. She told him several times to go sightseeing for 24 days, that's not the father of any of the words Critical. One day she goes home, do not say anything. And took refuge in my uncle's home away from home. She came out of the house, why, why headache is one of the uncle came home. Woman all her fault. Various rumors suddenly moving. The Holy One, and play. His uncle to take her home, her parents sent her swing bhaikei. Inadirektali lakera uncle's house without trying to understand what did not work. And all of her uncle's house to send her brother anicchastateo oscillate. Today artanata girl's heart was touched. Today, no one heard his cries paucheni Gumariye. The desire to rise to her eyes, she did not try to understand one language.


The first light of the recently published "Big abbudera's not in the safe," such a title comes up almost 5-year-old daughter, his oldest child raksapayani from abbudera. Only on the night of her sexual-attacara was khanta same cigarette burned body has created a stir. Doctors on duty at the moment is in shock. Sohagi Jahan rarefied, Neetu collar, Suraiya Akhter risa, khadijadera go after his name on the list at any time. It would have been me or one of us is kammya. Bhasagulo told her not to be understood. To listen to the sound of her crying. Bereuthate to be like him. To give him time. Otherwise, I am responsible for you, the whole society is the family.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন