ভাবনা গুলো
ভাবি আধার ভেঙ্গে রাতের শেষে তোমায় দেখতে পাব,
ভাবি দিনের আলোয় হাঁটবো যখন তোমায় পাশে নিব।
ভাবি স্বপ্নলোকে জাবার আগে তোমায় দেখে যাবো,
হিয়ার মাঝে তোমায় রেখে দুনিয়াটাকে দেখব।
দিন কেটে যায় রাত কেটে যায় ভাবনা কাটে না,
তোমায় ফেলে হারিয়ে যেতে মনতো মানেনা।
ভাবি আমি, ভাবনা গুলও ভাবে আমার সাথে,
হাতটা আমার রাখবে তুমি কবে তোমার হাতে।
ভাবনা গুলো এলোমেলো ভাবে তোমায় নিয়ে,
জ্বালায় আরও বেশি আমায়, তোমার কথা দিয়ে।
ভাবি, চোখের আলয় তাঁরা করে রাখব নয়ন মাঝে,
কাজল হয়ে থাকব আমি তোমার কাজল চোখে।
Thought the
I think you will see at the end of the night, broken container,I think when you next take hamtabo daylight.I'll see you before sbapnaloke replies,Here you often see in the world.
The night was spent days thinking does not chew,Manato gives up behind you to be lost.I think, with my thoughts gulao,When you put your hand in my hand.
The random thoughts of you,More pain to me, with your words.I think they will make the abode of the eye between the eyes,I Kajol Kajol will be seen.
অক্ষর
আল্লাহ্ জপ মন
ভাবি আধার ভেঙ্গে রাতের শেষে তোমায় দেখতে পাব,
ভাবি দিনের আলোয় হাঁটবো যখন তোমায় পাশে নিব।
ভাবি স্বপ্নলোকে জাবার আগে তোমায় দেখে যাবো,
হিয়ার মাঝে তোমায় রেখে দুনিয়াটাকে দেখব।
দিন কেটে যায় রাত কেটে যায় ভাবনা কাটে না,
তোমায় ফেলে হারিয়ে যেতে মনতো মানেনা।
ভাবি আমি, ভাবনা গুলও ভাবে আমার সাথে,
হাতটা আমার রাখবে তুমি কবে তোমার হাতে।
ভাবনা গুলো এলোমেলো ভাবে তোমায় নিয়ে,
জ্বালায় আরও বেশি আমায়, তোমার কথা দিয়ে।
ভাবি, চোখের আলয় তাঁরা করে রাখব নয়ন মাঝে,
কাজল হয়ে থাকব আমি তোমার কাজল চোখে।
Thought the
I think you will see at the end of the night, broken container,I think when you next take hamtabo daylight.I'll see you before sbapnaloke replies,Here you often see in the world.
The night was spent days thinking does not chew,Manato gives up behind you to be lost.I think, with my thoughts gulao,When you put your hand in my hand.
The random thoughts of you,More pain to me, with your words.I think they will make the abode of the eye between the eyes,I Kajol Kajol will be seen.
অক্ষর
অক্ষররা এখনো হাঁটি হাঁটি পা পা করে
মাটির কাছে আসার জন্য হামাগুড়ি দেয় এখনো।
অক্ষররা এখনো পাশাপাশি বসতে শিখেনি
এলোমেলো ভাবেই নতুন শব্দ তৈরি করে,
নিজেদের মত।
অক্ষররা এখনো উড়তে শিখেনি তবে ডানা ঝাঁপটে
বেড়ায়
একোল থেকে ওকোল জানা অজানা কত তারামনবিবির
ছায়।
অক্ষররা এখনো আলপনা আঁকতে শিখেনি,
অক্ষররা এখনো স্বাধীনতার স্বাদ নিতে
শিখেনি
তবে স্বাধীন ভাবে আলপনা নিয়ে খেলতে
শিখেছে।
সে দিন আর বেসি দূরে নয়, যে দিন
অক্ষররা বর্ণের সাথে লুকোচুরি খেলবে,
তাদের পাশাপাশি বসিয়ে রক্তিম পতাকা উড়াবে।
সে দিন ডানা দিয়ে আগলে রাখবে এই মানচিত্র,
আঁকবে স্বাদহীন স্বাধীনতার আলপনা ।
হাতের মুঠোয় আনবে লাল সূর্যটাকে ।
******************************
আল্লাহ্ জপ মন
আল্লাহ্ আল্লাহ্ কর বান্দা
আল্লাহ্ জপ সারাক্ষণ,
মনের ময়লা দূর করিলে
পাইবা তাহার দরশন।
নবী
মহাম্মদ মোস্তফা
দেখায়েছেন
দিকের দশ,
ভালকাজে
ভালো ফল
মন্দ
কাজে শুধুই মাকাল।
ডাকো তারে সবে ডাকো
দিয়া মন ও প্রাণ,
দুখির বাসলে ভালো
পায়বা তাহার দরশন।
মালিক
তিনি একজনা
দ্বীন-দুনিয়ার,
খালিক
তিনি একজনা
দ্বীন-দুনিয়ার।
স্রষ্টা সকল সৃষ্টির তিনি
তিনি এক জনা,
আল্লাহ্ জপ সারাক্ষণ
পায়বা তাহার দরশন।
শপত
আসুন,
ভালকে ভালো আর মন্দকে মন্দ বলি
পাছে যে যায় যাক, যেথা যায় চলি।
আসুন,
করি শপত সুজন হয়ে চলি স্বপথে
সু-দিনের বাতাস বইবে ধরায়, থাকি যদি সুপথে।
আসুন,
গায় সাম্যের গান জীবনের মতো করে
ভেঙ্গে দেই সব ব্যবধান, তুচ্ছমনে করে।
আসুন,
আরো অনুপ্রানীত করি বেঁচে থাকা সব প্রাণ
মাথা উচ করে বাঁচতে শিখি, ছরিয়ে শততার ঘ্রাণ।
আসুন,
করি যা মন দিয়ে করি দেখাবার তরে নয়
দেশের জন্য আমি শ্রেষ্ঠ সৈনিক, আমি অকুত ভয়।
মিথ্যের ভীরে
তোমায় কষ্ট দিতেও আমার ভয় হয়
তুমি কষ্ট পাবে এটা ভেবে নয়,
আমি জানি, কষ্টগুলোকেও তুমি-
কষ্ট দিতে ছারবেনা।
আচ্ছা, তোমরা এমন কেন হও।
তোমায় ভালবাসতেও আমার কষ্ট হয়,
তুমি ভালবাসতে পারনা এটা ভেবে নয়,
বাহারি রঙ্গের মন তোমার-
যেথায় পাহাড়ি ফুলের সমাহার ।
সর্বশ দিয়ে যে তোমায় পেতে চায়
তাকেই বল নিঃস্ব।
আচ্ছা, তোমরা এমন কেন হও।
তোমার দু-চোখের ভাষা, দুরকম ।
দুই হাতের স্পর্শও তাই,
কথাগুলো কেমন অগোছালো ভাবে, গোছাল।
মুখে একটা অন্তরে হাজারটা ,
তাই বলতে গিয়েও থেমে যাও।
আচ্ছা, তোমরা কত সত্তার মানুষ বলতো।
তোমার এতসব মিথ্যের ভীরে,
রহশ্যে ঘেরা হাসির আড়ালে,
আমি আছি কি নাই তা জানিনা!
তবুও ভাললাগে,
এ এক অন্য রকম ভাললাগা।
তুমি বুজবেনা,
সে মন তোমার নেই।
বিনিময়
আকাশটা তোমায় দিলাম আত্ত রঙ
মেঘ কালো আধার না হয় আমায় দিও
ফুলগুলো তোমায় দিলাম, দিলাম সুরভি
কাতা না হয়আমায় দিও
দুশন মুক্ত বায়ু দিলাম,দিলাম ভালবাসা
আন্যটা না হয় থাকলো পরে আম্র আশায়
নদি দিলাম পাখি দিলাম,দিলাম সব সৌন্দর্য
কলতান আরও কল কাকলি
বনিনিময়ে দিও শুধু
মিষ্টি মধুর তাচ্ছিল্ল হীন হাসি
জেতা ভুলিয়ে দেবে সব
মনে হবে ভালবাসি ভালবাসি
*****************
বন্ধি পরিবেষে মুক্ত
----------------------
তমরা মেঘের গর্জন শুনেছ
বৃষ্টির কান্না দেখেছ
দেখেছ পথিকের পথচলা।
নদীর বয়ে যাওয়া।
দেখেছ কাশের বনে অবাদ্ধ বাতাশের খেলা
আর রৌদ্র ছায়ার ছুটছুটি।
কখন কান পেতে শুনতে চাওনি,
দেখতে চাওনি কোন চখে
হাঁ হাকারের বসত হৃদয় জুড়ে।
আমি উড়তে চেয়েছিলাম গাং চিলের মত
ভাসতে চেয়েছিলাম মেঘেদের দেশে,
পারিনি।
আমায় বলা হয়েছে আমি স্বাধীন, আমি মুক্ত,
মিথ্যের জালে সব বন্ধি।
অদৃশ্য একটা শিকল দ্বারা শৃংলিত।
আমি বন্ধি পরিবেষে মুক্ত।
শৃংলিত আমার হাত-পা,
মনের পাখাটাও।
বাঁধা আমার পদে পদে ।
*****************
তোমায় ভেবে
তোমায় ভেবে ভেবে যার সময় কাটে
সে আমি,
তোমায় দেখে দেখে যার দিন কাটে
সে ও আমি।
তোমার কথা গুলো আজো আমার-
কানে বাজে,
সব অস্পষ্ট বোঝা জাইনা কিছুই।
যে হৃদয় তোমার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল
সে ও আজ স্তব্দ।
চায়না পৃথিবীর আলোবাতাস
*****************
কথাছিল
আমার ভালবাসা হারিয়ে গেছে
হারিয়ে গেছে স্বপ্ন
আমি হারিয়ে ফেলেছি তোমার স্পর্শ
শুধু অনুভুতি গুলোয় সঙ্গি এখন।
তুমি হাত ধরেয় স্পর্শ করতে আমার হৃদয়
তুমি চুমু দিয়েই অবগহন করতে আমাতে
তোমার মিথ্যে ভালবাসায় হারিয়েছি আমি,
হারায়েছে আমার স্বপ্ন।
আমি জানি ভালবাসা সত্য তোমার,
আমদের ভালবাসা পবিত্র
কথাছিল বেঁচে থাকার মরণেও এক সাথে।
*****************
সুখ পাখি
তুমি
সুখ পাখি,
করো
দুখের ডাকাডাকি।
তোল
মাতন যখন যেমন,
মৃদু
হাসিতেয় করো বিশ্ব জয়
খনিকেই
তোল ঝড়।
তোমার
এক হাতে গড় বিশ্ব নিখিল
অন্য
হাতে নাশ।
নির্বাক
বসে তায় বন্ধ করে আখি,
তুমি
বল সুখ পাখি
আমি
বলি,
কেন
এত ডাকাডাকি।
*****************
বহুদুর
আমি ভালবাসি ফেলে
আসা দিন গুলো
আমি পুষে রাখি ফেলে
আসা স্মৃতিগুল,
আমার আমিতে যখন থাকি
স্মৃতি গুলো কোলাহলে
করে মাতামাতি
উকি দেয় বারেবারে
ফেলে আসা দিন।
আমি ভালবাসি মেঠপথ
পাহার-নদী
আমি পুষে রাখি তাদের
ডাক হৃদয়ে গভীর,
আমার আমিতে যখন থাকি ।
আনমনে ডেকে যায় ছেলেবেলা,
জ্বলছবি করে আঁকাআকি।
আমি ভালবাসি প্রকৃতি
মাতৃভূমির
আমি পুষে রাখি ঘ্রান
মা মাটির,
আমার আমিতে যখন থাকি
হাঁহাঁকার করে হৃদয়
পেতে শীতল ছায়া,
মাটির স্পর্শ মায়ের
ছোঁয়া।
নতুনেরে ভালবেসে
ফিরে যেতে চায়
আমি যেতে চাই আমার
ধুলিমাখা গায়
আমি যেতে চায় আমার
অস্তিস্তে
ছেড়ে দাও চেনা শহর,
পাহাড়-নদী যেতে হবে
দূর আমায়
বহুদুর।
*****************
সন্ধি বিচ্ছেদে
তোমায় ভালবেসে নিঃস্ব হয়েছিলাম,
পূর্ণ হলাম চলে যাওয়ায়।
তোমায় ভালবেসে ভুলেছিলাম বিশ্ব সংসার,
চিনতে হল নতুন করে তোমার চলে যাওয়ায়।
তুমি গড়ার স্বপ্ন দেখিয়ে ভেঙ্গে দিলে হৃদয়,
জাগরণের কথা বলেই ঘুমিয়ে রেখেছিলে আমায়।
বুঝতে পারিনি কিছুই-বোঝার চেষ্টাও করিনি,
শুধু চেয়েছিলাম তোমায়।
আপন ভাবনী, বুঝতে দাওনি,
মিথ্যে আশার বানী।
ভালোবাসে সে যারে জতই,
লাগে সন্ধি বিচ্ছেদের মতই।
**********************
কাজল চোখে কাজল এঁকে
রং মেখেছে ঠোঁটে,
বক্র রেখা করছে খেলা
সান্ত এলো কেশে।
একটু হেসেই বৃত্ত বসে
জায়গা কোরে গালে,
ঈদের চাঁদটা ওঠে যেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন