শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

প্রায় ৬০০ জন প্রাণ হারায় গত..............

 
প্রায় ৬০০ জন প্রাণ হারায় গত বছর ফেব্রুয়ারী মাসে, এবার সংখ্যাটা আরও বাড়বে। এমনটায় পড়ছিলাম ০৩ মার্চ ২০১৭ ইং তারিখে প্রকাশিত প্রথম আলোর প্রথম পেজে। এখানে আরো উল্লেখ্য যে গত ২১ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় কমপক্ষে ২১৩ জন। জনসংখ্যা কমানোর মতো বিশাল দায়িত্ব যেন তাদের দেওয়া হয়েছে। তাদের বলতে কাদের? না নিদৃষ্ট করে কিছু বলছি না। কিন্তু মানতে হবে এ পরিস্থির জন্য আমরা সবায় দায়ী।
১. আমাদের পর্যাপ্ত পরিমাণে সড়ক নেই।
২. ভারসাম্যহীন/ অদক্ষ্য চালক।
৩. পারাপারের ব্যাস্ততা।
৪. আইনের প্রতি অশ্রদ্ধা/ অবমাননা।
৫. রাস্তা পারাপারে অসাবধানতা
৬. রাস্তায় প্রতিযোগিতা কমাতে হবে এবং
৭. সচেতনতা।
১. আমরা সবাই জানি মোট আয়তনের প্রায় ১২ শতাংশ সড়ক পথের দরকার। আমাদের দেশে যা নেই। আর এ কারনে গাড়ি গুলো সড়কে দেখা যায় পিঁপড়ার সাড়ির মতো। প্রথমত পর্যাপ্ত পরিমাণে সড়ক নেই আবার সড়কের তুলনায় যানবাহন বেশি। আরও মজার কথা হল পানির লাইন, গ্যাসের লাইন, রাস্তা রিপিয়ার, চওড়া কিংবা ড্রেন করার জন্য রাস্তার দুপাশ কেটে রাস্তা যেমন সরু করা হয় তেমনি গভির খনন করে তৈরি করা হয় মৃত্যু ফাঁদ।
২. একজন চালক ভারসাম্যহীন হতেপারে বিভিন্ন কারনে, জ্যামে বসে থেকে ধৈর্য হারা হতে পারে, অতিরিক্ত শব্দের কারণে, নেশার কারনে আবার গাড়িতে অবস্থান রত যাত্রীদের কারনে চালক তার ভারসাম্য হারাতে পারেন। আর অদক্ষ্য চালক নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য হোক আর
চালককে বিশ্রাম দেওয়ার জন্যই হোক..................।
৩. পারাপারের ব্যাস্ততা যেমন যাত্রীদের থাকে, তেমনি চালকেরও কম থাকেনা। নিদিষ্ট সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে না নিতে পারলে পরের চালান(টিপ) মিছ হয়ে যাবে। মালিক তো স্টাফ কে এমনে এমনে ছেড়ে দিবেন্না। আর সেটা যদি কাঁচা মাল হয় তাহলে তো আরেক বিপদ। পচে যেতে পারে সব এ ক্ষেত্রে জলপথ বিপদটা একটু বেশিই থাকে।
৪. আইনের প্রতি অশ্রদ্ধা/ অবমাননা এটা আমাদের দেশে নতুন কিছু না। মন্ত্রি গুলি/বুলি ছুড়বে, র‍্যাব গুম করবে, পুলিশ চাদা তুলবে ক্ষমতাসিন দলের ছেলেরা তাদের ক্ষমতা দেখাবে। আর আইন তার তো চোখ বাধা। কেন বললাম? হাইওয়েতে সিএঞ্জি, ভটভটি, নসিমন, করিমন, অটো এই ধরনের যানবাহন গুলো চলাচল নিষেধ তারপরেও চলে। কেন চলে? কি ভাবে চলে?
৫. অসাবধানতা যেকোনো দুর্ঘটনার মতো সড়ক দুর্ঘটনার অন্যতম কারন। সাবধানে থাকেতে হবে প্রতিটা সময়। বিশেষ করে রাস্তা পারাপারের সময়। দেখে, শুনে, বুঝে সময় নিয়ে সাবধানে রাস্তা পার হতে হবে। ফুট ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং প্রয়জনে ট্রাফিক পুলিশের সাহাজ্য নিতে পারেন। চলাফেরা করা অবস্থার মোবাইল ব্যাবহারে সাবধানতা অবলম্বন করুন।
৬. রাস্তায় প্রতিযোগিতা কমাতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। কে কতটা দুর্ঘটনা এড়াতে পারে এ প্রতিযোগিতা বাড়াতে হবে। সবসময় মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি।
৭. সচেতনতাই পারে যেকোনো দুর্ঘটনা এড়াতে। এক্ষেত্রে সচেতন হতে হবে সকলকে। রাস্তা পার হব এপাশে ১ মিনিট থাকতে রাজিনা কিন্তু ওপাশে ১ ঘন্টা আড্ডা দিতে পারবো এমনটা যেন না হয়। তাই আসুন আমরা সবাই মিলে এই মৃত্যুর মিছিল কে থামিয়ে দিই। সবায় সবার জাগা থেকে সচেতন হয়।  

Nearly 600 people were killed in February last year, the number will increase further. Published on 03 March 017 AD emanataya reading the first page of the first light. The note also that at least 13 people were killed in road accidents in the last 1 days. It has given them a huge responsibility to reduce the population. Who say to them? Do not say anything particular. We are responsible for paristhira sabaya but will accept.
1. Our roads are not enough.
II. Unbalanced / adaksya driver.
3. Crossing movement.
4. Disrespect for the law / contempt.
5. Inattention and crossing the road
6. Awareness.
1. We all know that the total volume to about 1 percent of the road. There is in our country. And the car can be seen in the streets like ants hedges. First of all, there is enough road traffic than the road again. More interesting is the water lines, gas lines, roads repaired, or wide on either side of the road in order to drain off the road is narrow, so as to dig deep to create a death trap.
II. A driver maybe unbalanced for many reasons, may be losing patience with sitting in traffic, due to excessive noise, due to a strong position to engage the passengers in the car again, the driver can lose his balance. Let yourself go over to the driver and adaksya
Let rest for the driver ...................
3. For example, crossing the movement of passengers, so there is less calakerao. From one end to the other end, if not specified at the time of the next run (TIP) will be micha. Who is the owner of the staff leave good with feelings dibenna good with feelings. And if that happens, then another danger is the raw material. Can be decomposed in the case of the waterway is too much danger.
4. Disrespect for the law / contempt, it is not something new in our country. Minister s / phrase throws, that the disappearance of RAB, police charges ksamatasina The boys will show their ability. The law prevents her eyes. Why? Sienji highway, human hauler, road, Karim, Otto these vehicles are still not allowed to operate. Why leave? How come?
5. One of the reasons of the accident, carelessness, such as a road accident. Each time thakete carefully. Especially when crossing the road. See, hear, understand, take the time to be careful crossing the road. Foot over the bridge, zebra crossing, traffic police helps prayajane can take. Be careful to walk in the mobile use.
6. That awareness to avoid any accidents. However, everyone should be aware. But the other side of the road will cross rajina epase 1 minute to 1 hour chat that can not happen. So let us together stop this death march. Sabaya everyone is aware of the place.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন