শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

আমাদের পরিচয় আমরা বাঙালি, বাংলাতেই(We have our identity Bengali, born )

আমাদের পরিচয় আমরা বাঙালি, বাংলাতেই আমাদের জন্ম তাই আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা তাই আমরা বাঙালি, কিন্তু বাংলাকে ভালবেসে বাঙালি হতে পারিনাই। মনেপ্রাণে ধারন করতে পারিনাই। কথারফুলঝুরি নিএ বসে থাকলেও শুধু বাংলা বা শুদ্ধ বাংলাই বলতে বা লিখতেও পারিনা। আমরা ইংরেজি শিখি, কোচিং করে, বাসায় প্রায়ভেট পরে। যেমন করেই হোক শিখি শিখতে হবে। গ্রামার এর হাজারো  নিয়ম মুখস্ত করতে পারি। চ্যানেল দেখে হিন্দি ভাষা রপ্ত করতে পারি। শুধু নিজের বেলাতাই গড়মিল। পৈত্রিক সম্পত্তির উপর লোভ

থাকলেও যেমন খুব বেশি দরদ থাকেনা ঠিক তেমনটাই আমাদের অবস্তান বাংলাভাষার উপরে। আমাদের দোষ বলেন আর আমাদের ভাষাটারই দোষ বলেন, দোষ একটাই আর তা হল চর্চা না করাআমরা আমাদের ভাষাটাকে চর্চা করিনা, বলতে পারেন সময়দেই নাআর বর্তমান সময়ে সফটওয়্যারের বদউলতে আমরা যা লিখি..............!

মোবাইলে এসএমএস, ফেসবুকে কমেন্ট, আর ম্যাসেঞ্জার চ্যাঁট, বাংলাভাষার কি দুরবস্থা এগুলোর দিকে তাকালে বোঝাযায়। আমি নিজেই আজ লিখছি অভ্র দিয়ে। আমি বাংলা লিখলে সাধারনত বিজয় ব্যবহার করি। আর আজ অভ্র ব্যবহার করার কারন সফটওয়্যারটা কাজ করছেনা।

থামেন! অনেকতো হলো । কখনো কি ভেবে দেখেছেন এভাবে চলতেথাকলে অনাগত প্রজন্ম কথায় গিয়ে দাঁড়াবেতারা যদি কোনো প্রশ্ন করে, জবাব কি দিবেন। সময় আর নায়, আমাদের ছাড়তে হবে বাংলিশ আর বান্দি ভাষায় কথাবলা। আমাদের শিখতে হবে স্বরবর্ণে থাকা দুইটি করে ‘ ই’, ‘ঈ’ এবং এদের ‘ি’ ও ‘ী’, কার ‘উ’, ‘ঊ'এবং ‘ু’ও ‘ূ’-কার এদের কার এর ব্যবহার। ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণের ব্যবহারওএখানে আছে ‘জ’, ‘য’, ‘ন’, ‘ণ’, ‘শ’, ‘স’, ‘ষ’, ‘র’, ‘ঢ়’, ‘ড়’, ‘ৎ’, ‘ত’, ‘ঙ’, ‘ং’, ‘য়’, ‘ই’,আর এদের সাথে চন্দ্রবিন্দুর ব্যবহারটাও। এছারা বিভিন্ন ধরনের ফলা  আর বিরামচিংহের ব্যবহারতো আছেই। তাহলেই আমরা বাঙালি জাতী বলে গর্ভ করতে পারব, গর্ভ করতে পারব ১৯৫২সালের ভাষাআন্দলন নিয়ে, আমরা গর্ভ করতে পারব আমাদের ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের নিয়েগর্ভ করতে পারবো আমাদে মুক্তিযুদ্ধ নিয়ে। ‘বীর বাঙালী প্রতিবাদ কর ভাষার মান রক্ষা কর’ 


We have our identity Bengali, born in Bengal, so we Bengali, Bengali Bengali our mother tongue, so we, but not care Bengal to crush the Bengalis. Contain not care passionately. Though I sit nie katharaphulajhuri Bengali or just pure banlai can not speak or write. We learn English, coaching, and after prayabheta home. However, as it would be to learn how to learn. Thousands of grammar rules to memorize. We can learn Hindi language channel. Just belatai's inconsistent. Ancestral property greed
For example, there is too much but just the same feeling on our abastana Bangla. Bhasatarai our fault, and our fault he's one fault and it is not practiced. Bhasatake we do not practice, can not samayadei. At the present time we write the software badaulate ..............!
SMS, Facebook comments, and the Messenger cyamta, Bangla to look at the plight of these bajhayaya. I am writing today with mica. Bengali success if I use normally. And because the software does not work to use Avro.
Stop! The anekato. Ever wondered what the words stand calatethakale future generations. If they have a question, an answer will do. When he's not, we will have to leave banglish and talking in Bandi. We will learn the two vowel 'e', ​​'d' and the 'person' and 'wife', whose 'U', 'uebam' uo 'u-car use of their cars. Just use the same consonant. Here are the "n", 'o', 'Shaw', 's', 'Age', 's', 'rha', 'Dr', 'Z', 'p', 'e', ​​'color' 'second', 'e', ​​and with them chandrabindu behavior. Alternatively various types of head and has byabaharato biramacinhera. The nation, then we can say that the womb, the womb can make 195 of the bhasaandalana, we will be able to do in the womb of our bhasasahida and Bhasasainikadera. Can we have in place in the womb of war. "Bir Bangali protests save every value.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন