মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

অবসর। অবসর এমন একটা শব্দ যা শুনলে

অবসর। অবসর এমন একটা শব্দ যা শুনলে কারো মন ঘুড়ির মত উড়তে থাকে নীল আকাশে, আর কারো মন ঢেকে যায় বিষাদের নীলে। আমার আজকের লিখার উদ্দেশ্য, কোন স্কুল বা কলেজ ছাত্রের ছুটির অবকাশ কিংবা শুক্র-শনি অফিস ছুটির আনন্দে ভাসা কোন চাকুরিজীবীকে নিয়ে নয়। আমরা ছোট বেলায় পড়ে আসছি, অবসরে আমরা কি করি। যার যা ইচ্ছে তখন লিখেছি। বাড়ির আঙ্গিনায় কারো ফুলের বাগান কারো সব্জির, কারো হাঁসমুরগি তো কারো কবুতর পালন এভাবেই লিখে গিয়েছি যে যার মত। আর একটু বড়হয়ে অবসর কথায়, সারাদিন খেলাধুলা, স্কুল আর কলেজ লিখাপড়া, প্রাইভেট, কোচিং সময় কথায় অবসরের। আরেকটু বড় হলে চাকুরি, বিয়ে, বউ-বাচ্চা, আরেকটু বড় হলে নাতি-পুতি, একাকার অবস্থা। কোথায় অবসর । ৩৬৫ দিন একটা লেয়ার মুরগী ডিম পারার পর খামারের মালিক তাকে বিক্রি করে দেয়। সে রকম সরকারও আমাদের একদিন ছেড়ে দেন। বয়স ৬০-৬২হলে সরকার এদের লেয়ার মুরগী  মনে করেন আর পাঠিয়ে দেন অবসরে। এ অবসর তাকে যেন কর্ম থেকে নয় অনেকটা জীবন থেকে দেওয়া হয়। এ অবসর তাকে আলাদা করে দেয় সমাজ, সংসার সব কিছু থেকে। দুদিন আগে যে কর্মব্যাস্তার মধ্যে দিন কাটাত তার দিন এখন আর কাটেনা।

এখন আমার প্রশ্ন, একজন সরকারি চাকুরিজীবী যদি ৬০-৬২ বছর পর অবসরে যায় বা পাঠনো হয়, তবে রাজনীতির ক্ষেত্রে নয় কেন? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্তর ইউনুসকে অবসর নিতে বাধ্য করা হয়, তবে রাজনীতির ক্ষেত্রে নয় কেন? আমারতো মনে হয় ৫০-এর পরে রাজনীতিবিদের অবসরে যাওয়া বা পাঠানো উচিৎ । কারণ চাটুকারিতা করতে করতে  এদের মাথায় আর কিচ্ছু থাকে না। কখন কি বলে নিজেরাও বঝেনা। তারপরো ক্ষমতা লভি এই সব নেতারা কি করে তাদের ক্ষমতায় টিকে থাকে বোধগম্য নয়। সরকার ও জনগন সকলরই উচিৎ এমন একটি বিষয়ের অবহেলা নাকরা। ছোট বেলাই একটা গল্প শুনেছিলাম এরকম, এক ছাত্রকে তার শিক্ষক যে প্রশ্নই ধরে উত্তরে ছাত্র কুমীরকে টেনে আনে। যেমন, ‘শিক্ষক বর্ষাকালের রচনা বলতে বলে, তখন ছাত্র বলে বর্ষাকাল বাংলাদেশের একটা ঋতু। এ সময় সবকিছু পানিতে ডুবে যায়,বর্ষাকালে পানিতে কুমির আসে, কুমিরের চার পা, বড় চোয়াল আছে, পেছনে একটা বড় লেজ, আর সেই লেজের উপরে কাটা কাটা কাটা কাটা কাটা’।  এর পর ধানের রচনা বলতে বলে,তখন ছাত্র বলে ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য, ধান বর্ষাকালে ভালো জন্মে, বর্ষাকালে পানিতে কুমির আসে, কুমিরের চার পা, বড় চোয়াল, পেছনে একটা বড় লেজ, আর সেই লেজের উপরে আছে কাটা কাটা কাটা কাটা কাটা। এরপর শিক্ষক বুদ্ধি করে গরুর রচনা বলতে বলে, তখন ছাত্র বলে গরু আমাদের গৃহপালিত পশু, গরু ঘাস খায়,বর্ষা কালে মাঠ ডুবেযায়, তখন পানিতে কুমির আসে,কুমিরের চার পা, বড় চোয়াল, পেছনে একটা বড় লেজ, আর সেই লেজের উপরে কাটা কাটা কাটা কাটা কাটা। আমাদের রাজনীতিবিদের হয়েছে সেই অবস্থা, এরা কথায় কথায় বিরোধী দলকে না টানলে যেন কৃর্মির অত্যাচার কমেনা। সরকারে সে যে দলই থাকুক না কেন। এই ছাত্রের মাথায় যেমন কুমির আর লেজের কাটা ছাড়া অন্য কিছু নেই টিক তেমনি----------!।

 Leisure. All that you have heard a sound like someone's mind Kite flying in the blue sky, and no one else was covered with blue depression. The purpose of my writing today, no school or college student holiday vacation or a weekend Fri-Sat luxuriate office is not a cakurijibike. During the fall, we'll be short, what we do retire. Anything that he wrote. Some vegetable garden in the courtyard of the house some flowers, some of which have been written down, thus keeping poultry like pigeon anybody. A little word barahaye leisure, sport all day, likhapara schools and colleges, private, coaching during his retirement speech. If you have a great job, marriage, wife and children, the grandchildren a little older, equal status. Where retirement. A chicken egg layer after 365 days of being sold to the owners. The government leaves us in the same day. 6062hale old layer chickens in the government, and to send them into retirement. Retirement is not a lot of action in life is given to him. He drafted the leisure society, the world of all things. Two days ago, spent the day in his day no longer do they spin; karmabyastara.

Now my question is, if a government employee or sent to retire after 6062 years, but in politics, why not? Daktara Yunus, founder of Grameen Bank was forced to retire, but in politics, why not? Amarato think 50 should be sent to the politicians or retired. They do not have anything else to do on the flattery. When the bajhena themselves. Yet the greedy are these leaders do not understand their power. The government and the people should sakalarai nakara neglect of a subject. I heard a story like this little off the rails, one student asked his teacher that the student kumirake dragged north. For example, in the rainy season, to say the composition, he was a student of the monsoon season in Bangladesh. At that time, everything was submerged, crocodile in the water during the rainy season comes, the four-foot crocodile, there is a big jaw, behind a big tail, and the tail cut cut cut cut cut above. Rice said that the composition of the student to the main grain of rice, rice grows well during the rainy season, the rainy season comes to water crocodile, crocodile, four legs, big jaw, behind a big tail, and the tail is cut cut cut cut cut above. The teacher says that understanding the composition of cow, the cow was a student of our cattle, cows eat grass, field dubeyaya rainy season, when the water comes to the crocodile, crocodile, four legs, big jaw, behind a big tail, and the tail cut cut cut above cut cut. Have our politicians in the state, they are not the words ring as opposition krrmira kamena torture. No matter which party is in power, he. The student on the head and the tail of a crocodile cut, as there is nothing else like tick ---------- !.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন