রবিবার, ৭ আগস্ট, ২০১৬

Friend. Nathakaleo been no blood relationship


বন্ধু।  বন্ধুর সাথে রক্তের কোন সম্পর্ক নাথাকলেও আত্মার একটা সম্পর্ক হয়েই যায়।
বন্ধুত্ত এমন একটা সম্পর্ক যেখানে ছোটবড় কোন পার্থক্য থাকেনা, ছেলে-মেয়ের বাঁধা থাকেনা, ধনি-গরিবের ব্যবধান থাকেনা । এককথাই সব সমান । বন্ধু মানেনা জাত-বিজাত । বন্ধুত্ত হয় মানুষের সাথে মানুষের, মানুষের সাথে বন্য পশু-পাখি জলের মাছ, প্রায় সকল প্রাণীর সাথেই মানুষের বন্ধুত্ত আছে । প্রিচিন কালে পায়ড়ার সাহায্য গোপন চিঠি আদান প্রদান করাহত । বন্ধুরা এরকমই হয় । বন্ধুত্তের মধ্যে কোন দেয়াল থাকেনা, উঁচুনিচু পরিচয় থাকেনা। বন্ধুর কাছে বন্ধুর পরিচয় বন্ধু ব্যাস বন্ধু।
 বন্ধু শব্দটাই কেমন জানি, যার ডাকশুনে ঘরছাড়া যায় যেকোন সময়। যারজন্য জান কোরবান। সেখানে কোন স্বার্থ থাকেনা, থাকে একটা অদৃশ্য টান, মায়ারবাধন। যে বন্ধুর জন্য যুদ্ধ করি, সেই বন্ধুর সাথে আবার বিস্বাসঘাতকতা করি। আমরা এমনি বিচিত্র মানবজাতি। এইতো কিছুদিন আগের কথা , ২০০৯ সালে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো ইন্ডিয়ান মুভি ‘থ্রী ইডিয়েটস’ যেখানে বন্ধুর জন্য বন্ধুর ভালবাসা, বন্ধুর প্রতি বন্ধুর দায়িত্ব ও কর্তব্য তুলে ধরা হয় এক কথায় বন্ধুর জন্য সব। এই মুভিতেই তুলে ধরা হয়েছ, বন্ধুর ব্যার্থ্রতায় যেমন মন খারাপ হয় একই সাথে দেখিয়েছে বন্ধু নিজের চেয়ে ভালকরলে মন আরও বেশি খারাপ হয়। আসলে বন্ধুর সংঙ্গাটায় বুঝি এমন । ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন ছবি দেখেননায় এমন মানুষ পৃথিবীতে খুজে মুশকিল। কথায় আছে ‘টম আর জেরির’ মত বন্ধু হলেনাকি শত্রু লাগেনা।
একজন বন্ধুই পারে বন্ধুকে বুঝতে। সঠিক পথ দ্যাখাতে। বন্ধুর জন্য নিজেকে উৎসর্গ  করতে। এইতো কিছুদিন আগের কথা ১লা জুলাই ২০১৬তারিখে, আমাদের বাংলাদেশে রাজধানি ঢাকার আবাশিক এলাকা গুলশানে ‘হোটেল আরটিজানে’ জঙ্গিহামলায় প্রাস হারালেন ২৪জন। এর মধ্যে এজ জন পালানর সুযোগ পেয়েও পালায়নি,কারন সে বন্ধুদের ছেড়ে যাবেনাতাই তাকেও প্রাণ দিতে হয়েছে। আবার একজন মাত্র বন্ধুই পারে আপনাকে, আমাকে নরকের উৎকৃষ্ট বা নিকৃষ্ট স্থানে নিয়ে যেতে। একজন মাত্র বন্ধুই পারে আপনার সারাজীবনের ঘুম কেড়ে নিতে। তাই বন্ধু নির্বাচনে আমাদের হতে হবে আরও সচেতন ও যত্নশীল। বন্ধু সেতো বন্ধু, তাকে বিশ্বাস করেন কিন্তু অন্ধবিশ্বাস না। পৃথিবীতে আমন অনেক শত্রু আছে, যারা আগে পরম বন্ধু ছিল। আবার এর ব্যতিক্রম ও আছে।



Friend. Nathakaleo been no blood relationship with a friend is one soul.Friendship is a relationship where there is no difference between the smallest to the greatest, children are not tied, rich-poor gap there. Ekakathai all the same. Friend gives up the foreign-born. Friendship is a human, with human beings and wild animals water fish, almost all animals have friendship with the people. Pricina secret letters exchanged during the karahata payarara. Friends like it. In friendship there is no wall, there is rugged identity. The diameter of the identity of the friend of a friend's friend's friend.
 
You know how word friend, at any time, which can be displaced dakasune. Korban yarajanya know. There is no interest there, there is an invisible pull, mayarabadhana. Let us fight for a friend, the friend said bisbasaghatakata again. We are human beings so diverse. Just a few days ago, 009 were caused quite a stir in the Indian movie "Three idiyetasa 'where the love of friends for a friend, a friend to the friend's duties and responsibilities are highlighted. In a word, for all his friends. These are highlighted mubhitei, byarthrataya friends are upset at the same time as a friend of his showed up more than bhalakarale is bad. Sanngataya friend who actually understand. 'Tom and Jerry' cartoon picture dekhenanaya difficult to find such people in the world. In essence, 'Tom and Jerry' halenaki enemy does not like the friend.A friend in need is a friend can understand. Dyakhate the right way. To sacrifice himself for his friends. Just a few days ago, on July 1, 016, in the capital's Gulshan area in Dhaka abasika 'hotel aratijane "prasa jangihamalaya lost 4 people. Palanara the edge of a chance palayani, because she can not leave her. So, life has to offer. Again, that is a friend to a single, superior or inferior place for me to go to hell. A friend just may take you up forever. Therefore, we must be more aware and caring friend elections. He will friend of a friend, he believes, but not blind faith. There are a lot of enemies in the land of Aman, who was the friend. Again, there are exceptions.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন