Democrat



                  বিশ্ব ইজতেমা।
সে দিন হয়ত আর বেসি দূরে নেই, যে দিন আইন হবে ঘরে ঘরে বিশ্ব ইজতেমা পালন করবেন। দেশে দেশেই পালন করবেন হজ্ব, নাউজিবিল্লাহ। এখন টিভির পর্দায় এম পি, মন্ত্রীদের মুখে বলেন আর সরকারের চামচাদের মুখে বলেন একটি কথা প্রায় শুনি, আর টা হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে। হা এগিয়েছে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা বেরেছে। তবে এভাবে এগুতে থাকলে গোটা দেশটা একদিন বঙ্গপসাগরেই তলিয়ে যাবে

মনে করি, আমরা ২০৫০ সাল অতিক্রম করছি। হঠাৎ করেই সৌদির বাদশা এলান করলেন এখন থেকে যারযার দেশে হজ্ব পালন করবেন, কেনোনা হজ্বের সময় মক্কানগিরির অবস্থা খুবি খারাপ হয়ে যায়। আমরা হিমসিম খেয়ে যায় সকল কিছু টিক ঠাক সামলাতে পারিনা। পানি, খাদ্য,বস্ত্রের ও টয়লেটের সংক্ট সৃষ্টি হয়। রাস্তায় জ্যাম সৃষ্টি হয়। শহর ময়লা হয় এছারা বিভিন্নদেশ থেকে আগত হাজিগন হজ্ব শেষে ফেরত না যাওয়ায় সৃষ্টি হয় নানা রকম বিশৃংখলা। এরকম জানা অজানা নানা কারনের জন্য জানানো যাইতেছে যে, যে যেদেশের নাগরিক সে সেই দেশে হজ্ব পালন করবেন। নাউজুবিল্লাহ। তাহলে কেমন হবে বলেন তো।

হজ্ব মুসলিমদের ৫টি কালেমার ১টি। হজ্ব পৃথিবীতে মুসলিমদের মিলনমেলার ১টি মাধ্যমসারা দুনিয়ার মানুষ এখানে একত্রিত হয়। ‘আল্লাহুয়াকবর আল্লাহুয়াকবর লা ইলা হা ইল্লালাহু আল্লাহুয়াকবর আল্লাহুয়াকবর অয়া লিল্লাহিল হামদ’ শব্দে মুখরিত হয় মদিনার আকাশ বাতাশ ও প্রতিটি ধুলিকনা, আর শিহরিত হয় গোটা মুসলিম জাহান পৃথিবীর প্রায় সব দেশ থেকেয় মক্কায় আসেন লক্ষ লক্ষ মানুষ। হজ্ব করা বাঁ নবীর রউজা মোবারক করতে চান না এমন মুসলিম তো দুরের কথা এমন মানুষই হইত পৃথিবীতে পাওয়া দুষ্কর হয়ে যাবে।

এবার যাওয়া যাক প্রসঙ্গ কথায়। বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা হল পৃথিবীর ২য় বৃহত্তম মুসলিম মজলিস। যেখানে উপস্থিত হত ভারত, পাকিস্থান,মায়ান্মার, নেপাল, মালদ্বীপ, ভুটান, চীন, সৌদি, মালায়শিয়া, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্য দেশের মুসলমান গন উপস্তিত হতেন বিশ্ব ইজতেমায়। দেশবিদেশের বরন্য ইসলামি চিন্তাবিদেরা বক্তব্য রাখতেন। ঢাকার টঙ্গিতে তুরাগ নদীর পারে জমে উঠত মুসলিম বিশ্বের ২য় বৃহত্তম ইসলামিক মজলিস যা বিশ্ব ইজতেমা নামে বিশ্বে পরিচিত। গোটা পৃথিবীর মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানগনও বেশ হুমকির মুখে। কেনোনা কিছু দিন পর পর হুচুক ওঠে বাংলাদেশের সংসদ থেকে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” তুলে দেওয়ার, কিছু দিন পর পর হুচুক ওঠে বাংলাদেশের সংবিধান থেকে উঠীয়ে দেওয়ার কথা যে “ বাংলাদেশ একটি মুসলিম দেশ”প্রথম ধাপে বিশ্ব ইজতেমা ভেঙ্গে করা হল ২বারে, এর পর জেলায় জেলায় এর পর তো হতেই পারে বাড়িতে বাড়িতে পালন করবেন বিশ্ব ইজতেমা পালন। আর সৌদির সরকার বলবেন দেশে দেশেই পালন করবেন হজ্ব।

 World Muslim Congregation.
That day may not be far away, and reducing that of the World Muslim Congregation will continue to be home. The country will perform Hajj, naujibillaha. Now the TV screen MP, said the ministers of the government in the face of camacadera almost hear a word he said, I am going to lead the country. Ha Bay waters bereche progress. However, if you move the whole country will be under the bangapasagarei.

I think we're beyond the year 2050. Now all of a sudden he yarayara the Saudi King, Alan will perform hajj, the pilgrimage to Mecca during kenona makkanagirira situation is very bad. We were having a hard time eating all the measured error can not cope. Water, food, clothing and toilet sankta was created. The streets were jam. Alternatively bibhinnadesa dirt from the city to go back to the end of the Hajj is caused by a variety of hajigana chaos. Various known and unknown certify that it has, for whatever reason, that he is a citizen of the country will perform hajj yedesera. God forbid. He said it would be like.

Muslim pilgrims 1 5 word. Muslim pilgrims on earth, the platform 1. People around the world are gathered here. "La ila ha allahuyakabara allahuyakabara Illalahu allahuyakabara allahuyakabara Aiah lillahila Hamd 'is filled with the sound of Medina batasa sky and the dust, and the Muslim Jahan was thrilled. Millions of people all around the world came to Mecca thekeya country. Hajj Mubarak left rauja Prophet of Muslims who do not want to do that so far the people on earth would be difficult.

Now let's go to the context of the words. World Muslim Congregation, the world's second largest Muslim Majlis World Muslim Congregation. Which came from India, Pakistan, mayanmara, Nepal, Maldives, Bhutan, China, Saudi Arabia, Malaysia, Nigeria, the Muslim world, including various types of mass would have a suitable Islamic convention. Desabidesera baranya scholars would say. Turag river in Tongi, Dhaka, would grow the world's second largest Muslim Majlis of the Islamic world, which is also known as the World Muslim Congregation. The number of believers in the whole Muslim world is under threat. A few days after the country's parliament to kenona hucuka "Bismillahir Rahmanir Rahim" was over, a few days after the country's constitutional hucuka uthiye to be that "Bangladesh is a Muslim country." The first step is to break the World Muslim Congregation bar, the district will continue after the World Muslim Congregation it could be played at home. The Saudi government says the country will perform Hajj.




রাজনীতি। রাজনীতি এমন একটা জাইগা, যেখানে আপনি থাকলেও আছেন আবার না থাকলেও আছেন, আপনার উপস্থিতি মুখ্য নয় আপনি বেচে আছেন তাহলেই চলবে   রাজনীতি এটা এমন একটা মঞ্চ, যেখানে পুর দেশ, দেশের মানুষ, দেশের সাংস্কৃতি, দেশের মাটি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এক কথায় পুর দেশটা এক পলকে দেখা যায়যাদের হাতে দেশের চবিকাঠি থাকে তারায় তো রাজনীতিবিদ। যাদের দেখে আজকের শিশুরা তৈরি হবে ভবিশ্ততে নেতৃত্ব দেওয়ার জন্য, তারায় তো রাজনীতিবিদতাহলে রাজনীতির মত এমন গুরুত্ব পূর্ণ আশনে কাদের থাকা উচিত ব্যক্তিগত ভাবে আমি মনেকরি স্কুল, কলেজ বা ভাসিটির প্রথম সারির ছাত্র/ছাত্রিদের রাজনিতিতে আসা উচিৎ। যারা ভালকে ভালো আর খারাপকে খারাপ বলতে পারে তাদের রাজনীতিতে আসা উচিত। যারা সত্যিকার অর্থে দেশ কে ভালবাসে তাদের রাজনীতিতে আসা উচিত, যারা  রাজনীতিকে- রাজনীতি মনেকরে চর্চা করে তাদের রাজনীতিতে আসা উচিত রাজনীতি মানে ক্ষমতার দাপট, স্বাধীনতার অপব্যাবহার আর অবৈধ পথে সম্পদের পাহাড় গড়ার মনমানশিকতা থেকে নিজেকে যারা রক্ষা করতে পারে, তাদের রাজনীতিতে আসা উচিত। আমাদের দেশের রাজনীতি মানে অর্থ উপার্জনের মেশিন। আমাদের দেশের রাজনীতি মানে ব্যবসা, যেখানে নমিনেশন নিতে হয়না কিনতে পাওয়া যায়। ৫,১০ অথবা  ২০কোটি দিয়ে কিনো আর পরে ৫০, ৬০, ১০০ কোটি ইনকাম করো। বেরিয়ে আসতে হবে এই ধরনের সভ্যতা থেকে। বর্জন করতে হবে এই ধরনের রাজনীতি থেকে। প্রয়জনে শিক্ষা নিতে হবে, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মাদ(সঃ) এর জীবনী থেকে, পুরো পৃথিবী এক সময় শাসন করেছেন মুসলমানরা—হযরত ওমর ফারুক (রাঃ) শিক্ষা নিতে হবে তাদের জীবনী থেকে, আয়ত্ব করতে হবে তাদের রাজনৈতিক কৌশল গুলো, যার কোন বিকল্প নেই। এখন হইত ভাবছেন আমি জামাত-শিবির করি, কারন ইসলামের কথা বল্লেইতো জামাত শিবির হয়ে যায়। না, আমি জামাত-শিবির বা লীগ বিএনপি কোনটাই করিনা। যে বা যার দারা কাজ হয়, আমি তার। এতখন যা যা বললাম এগুল করা খুব কঠিন এটাই ভাবছেন, একটু স্বদিচ্ছা করে এগিয়ে আসুন, অন্নদের কে উৎসাহিত করুন পারবেনআমরা হায়েনার মুখ থেকে স্বাধীনতা আনতে পেরেছি, আর এটা তো সামান্য।

অথবা আরেকটা কাজ করা যায়, পৃথিবীর অন্যান্ন দেশের মত আমাদের দেশেও চালু করা যায় যে “কোন সরকার ২রার এর বেশি ক্ষমতায় আসতে বা থাকতে পারবেনা পারবেনা”। তাহলে নতুনরা যেমন নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে, ঠিক তেমনি বর্তমানে প্রচলিত নোংরা রাজনীতি থেকে রেহায় পাবে আমাদের প্রিয় জন্মভূমি।


Politics. A jaiga politics, where you are, even though there are again, your presence is key if you will be alive. Politics is a stage, where the entire country, its people, its culture, its soil, independence, sovereignty, in a word, the entire country can be seen at a glance. Cabikathi the country is in the hands of the politicians whose stars. Today's children will be made to take the lead at the bhabistate, stars of the politicians. If you like politics asane who should be important. Personally, I think high school, college or bhasitira the first row of the student / chatridera politics should come. Valcke good and evil, who can say the worst should come to their politics. Those who truly love their country should come in politics, those who practice rajanitike believe that politics should come into politics. Politics means power, freedom from abuse and illegal ways of Money manamanasikata who can defend itself, should come to their politics. This means that our country's politics to make money machine. This means that the business of politics in our country, is not available to buy, where to take the nomination. Kino with 5.10 million, or 0, and then 50, 60, 100 crore as income. Will come out of this kind of civilization. You should avoid this kind of politics. Prayajane to education, our beloved prophet, the Prophet Muhammad (peace be upon him) from his biography, at one time the whole world has been ruled by Muslims-Hazrat Omar Farooq (R) to learn from their life, to grasp the political strategy, which there is no alternative. Now I would think that Jamaat-Shibir, Jamaat-Shibir balleito is because of Islam. No, I do not do none of the BNP, Jamaat-Shibir or league. Dara, whose job it is, or, I. These etakhana which I think is very hard, it did not proceed a little, let's encourage you to feed. We were able to bring freedom to the hyenas away, but it's a little.

Or else can be done, and other countries in the world that our country is going "to come to power in any government or can not stay more than two can not protect." If you get a chance to lead beginners as well as the usual dirty politics will rehaya from our beloved motherland.
*****************




অবসর। অবসর এমন একটা শব্দ যা শুনলে কারো মন ঘুড়ির মত উড়তে থাকে নীল আকাশে, আর কারো মন ঢেকে যায় বিষাদের নীলে। আমার আজকের লিখার উদ্দেশ্য, কোন স্কুল বা কলেজ ছাত্রের ছুটির অবকাশ কিংবা শুক্র-শনি অফিস ছুটির আনন্দে ভাসা কোন চাকুরিজীবীকে নিয়ে নয়। আমরা ছোট বেলায় পড়ে আসছি, অবসরে আমরা কি করি। যার যা ইচ্ছে তখন লিখেছি। বাড়ির আঙ্গিনায় কারো ফুলের বাগান কারো সব্জির, কারো হাঁসমুরগি তো কারো কবুতর পালন এভাবেই লিখে গিয়েছি যে যার মত। আর একটু বড়হয়ে অবসর কথায়, সারাদিন খেলাধুলা, স্কুল আর কলেজ লিখাপড়া, প্রাইভেট, কোচিং সময় কথায় অবসরের। আরেকটু বড় হলে চাকুরি, বিয়ে, বউ-বাচ্চা, আরেকটু বড় হলে নাতি-পুতি, একাকার অবস্থা। কোথায় অবসর । ৩৬৫ দিন একটা লেয়ার মুরগী ডিম পারার পর খামারের মালিক তাকে বিক্রি করে দেয়। সে রকম সরকারও আমাদের একদিন ছেড়ে দেন। বয়স ৬০-৬২হলে সরকার এদের লেয়ার মুরগী  মনে করেন আর পাঠিয়ে দেন অবসরে। এ অবসর তাকে যেন কর্ম থেকে নয় অনেকটা জীবন থেকে দেওয়া হয়। এ অবসর তাকে আলাদা করে দেয় সমাজ, সংসার সব কিছু থেকে। দুদিন আগে যে কর্মব্যাস্তার মধ্যে দিন কাটাত তার দিন এখন আর কাটেনা।

এখন আমার প্রশ্ন, একজন সরকারি চাকুরিজীবী যদি ৬০-৬২ বছর পর অবসরে যায় বা পাঠনো হয়, তবে রাজনীতির ক্ষেত্রে নয় কেন? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্তর ইউনুসকে অবসর নিতে বাধ্য করা হয়, তবে রাজনীতির ক্ষেত্রে নয় কেন? আমারতো মনে হয় ৫০-এর পরে রাজনীতিবিদের অবসরে যাওয়া বা পাঠানো উচিৎ । কারণ চাটুকারিতা করতে করতে  এদের মাথায় আর কিচ্ছু থাকে নাকখন কি বলে নিজেরাও বঝেনা। তারপরো ক্ষমতা লভি এই সব নেতারা কি করে তাদের ক্ষমতায় টিকে থাকে বোধগম্য নয়। সরকার ও জনগন সকলরই উচিৎ এমন একটি বিষয়ের অবহেলা নাকরা। ছোট বেলাই একটা গল্প শুনেছিলাম এরকম, এক ছাত্রকে তার শিক্ষক যে প্রশ্নই ধরে উত্তরে ছাত্র কুমীরকে টেনে আনে। যেমন, ‘শিক্ষক বর্ষাকালের রচনা বলতে বলে, তখন ছাত্র বলে বর্ষাকাল বাংলাদেশের একটা ঋতু। এ সময় সবকিছু পানিতে ডুবে যায়,বর্ষাকালে পানিতে কুমির আসে, কুমিরের চার পা, বড় চোয়াল আছে, পেছনে একটা বড় লেজ, আর সেই লেজের উপরে কাটা কাটা কাটা কাটা কাটা’।  এর পর ধানের রচনা বলতে বলে,তখন ছাত্র বলে ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য, ধান বর্ষাকালে ভালো জন্মে, বর্ষাকালে পানিতে কুমির আসে, কুমিরের চার পা, বড় চোয়াল, পেছনে একটা বড় লেজ, আর সেই লেজের উপরে আছে কাটা কাটা কাটা কাটা কাটা। এরপর শিক্ষক বুদ্ধি করে গরুর রচনা বলতে বলে, তখন ছাত্র বলে গরু আমাদের গৃহপালিত পশু, গরু ঘাস খায়,বর্ষা কালে মাঠ ডুবেযায়, তখন পানিতে কুমির আসে,কুমিরের চার পা, বড় চোয়াল, পেছনে একটা বড় লেজ, আর সেই লেজের উপরে কাটা কাটা কাটা কাটা কাটা। আমাদের রাজনীতিবিদের হয়েছে সেই অবস্থা, এরা কথায় কথায় বিরোধী দলকে না টানলে যেন কৃর্মির অত্যাচার কমেনা। সরকারে সে যে দলই থাকুক না কেন। এই ছাত্রের মাথায় যেমন কুমির আর লেজের কাটা ছাড়া অন্য কিছু নেই টিক তেমনি----------!
Leisure. All that you have heard a sound like someone's mind Kite flying in the blue sky, and no one else was covered with blue depression. The purpose of my writing today, no school or college student holiday vacation or a weekend Fri-Sat luxuriate office is not a cakurijibike. During the fall, we'll be short, what we do retire. Anything that he wrote. Some vegetable garden in the courtyard of the house some flowers, some of which have been written down, thus keeping poultry like pigeon anybody. A little word barahaye leisure, sport all day, likhapara schools and colleges, private, coaching during his retirement speech. If you have a great job, marriage, wife and children, the grandchildren a little older, equal status. Where retirement. A chicken egg layer after 365 days of being sold to the owners. The government leaves us in the same day. 6062hale old layer chickens in the government, and to send them into retirement. Retirement is not a lot of action in life is given to him. He drafted the leisure society, the world of all things. Two days ago, spent the day in his day no longer do they spin; karmabyastara.


Now my question is, if a government employee or sent to retire after 6062 years, but in politics, why not? Daktara Yunus, founder of Grameen Bank was forced to retire, but in politics, why not? Amarato think 50 should be sent to the politicians or retired. They do not have anything else to do on the flattery. When the bajhena themselves. Yet the greedy are these leaders do not understand their power. The government and the people should sakalarai nakara neglect of a subject. I heard a story like this little off the rails, one student asked his teacher that the student kumirake dragged north. For example, in the rainy season, to say the composition, he was a student of the monsoon season in Bangladesh. At that time, everything was submerged, crocodile in the water during the rainy season comes, the four-foot crocodile, there is a big jaw, behind a big tail, and the tail cut cut cut cut cut above. Rice said that the composition of the student to the main grain of rice, rice grows well during the rainy season, the rainy season comes to water crocodile, crocodile, four legs, big jaw, behind a big tail, and the tail is cut cut cut cut cut above. The teacher says that understanding the composition of cow, the cow was a student of our cattle, cows eat grass, field dubeyaya rainy season, when the water comes to the crocodile, crocodile, four legs, big jaw, behind a big tail, and the tail cut cut cut above cut cut. Have our politicians in the state, they are not the words ring as opposition krrmira kamena torture. No matter which party is in power, he. The student on the head and the tail of a crocodile cut, as there is nothing else like tick ---------- !.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন