বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

রাজনীতি। রাজনীতি এমন একটা জাইগা, যেখানে

রাজনীতি। রাজনীতি এমন একটা জাইগা, যেখানে আপনি থাকলেও আছেন আবার না থাকলেও আছেন, আপনার উপস্থিতি মুখ্য নয় আপনি বেচে আছেন তাহলেই চলবে   রাজনীতি এটা এমন একটা মঞ্চ, যেখানে পুর দেশ, দেশের মানুষ, দেশের সাংস্কৃতি, দেশের মাটি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এক কথায় পুর দেশটা এক পলকে দেখা যায়যাদের হাতে দেশের চবিকাঠি থাকে তারায় তো রাজনীতিবিদ। যাদের দেখে আজকের শিশুরা তৈরি হবে ভবিশ্ততে নেতৃত্ব দেওয়ার জন্য, তারায় তো রাজনীতিবিদতাহলে রাজনীতির মত এমন গুরুত্ব পূর্ণ আশনে কাদের থাকা উচিত ব্যক্তিগত ভাবে আমি মনেকরি স্কুল, কলেজ বা ভাসিটির প্রথম সারির ছাত্র/ছাত্রিদের রাজনিতিতে আসা উচিৎ। যারা ভালকে ভালো আর খারাপকে খারাপ বলতে পারে তাদের রাজনীতিতে আসা উচিত। যারা সত্যিকার অর্থে দেশ কে ভালবাসে তাদের রাজনীতিতে আসা উচিত, যারা  রাজনীতিকে- রাজনীতি মনেকরে চর্চা করে তাদের রাজনীতিতে আসা উচিত রাজনীতি মানে ক্ষমতার দাপট, স্বাধীনতার অপব্যাবহার আর অবৈধ পথে সম্পদের পাহাড় গড়ার মনমানশিকতা থেকে নিজেকে যারা রক্ষা করতে পারে, তাদের রাজনীতিতে আসা উচিত। আমাদের দেশের রাজনীতি মানে অর্থ উপার্জনের মেশিন। আমাদের দেশের রাজনীতি মানে ব্যবসা, যেখানে নমিনেশন নিতে হয়না কিনতে পাওয়া যায়। ৫,১০ অথবা  ২০কোটি দিয়ে কিনো আর পরে ৫০, ৬০, ১০০ কোটি ইনকাম করো। বেরিয়ে আসতে হবে এই ধরনের সভ্যতা থেকে। বর্জন করতে হবে এই ধরনের রাজনীতি থেকে। প্রয়জনে শিক্ষা নিতে হবে, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মাদ(সঃ) এর জীবনী থেকে, পুরো পৃথিবী এক সময় শাসন করেছেন মুসলমানরা—হযরত ওমর ফারুক (রাঃ) শিক্ষা নিতে হবে তাদের জীবনী থেকে, আয়ত্ব করতে হবে তাদের রাজনৈতিক কৌশল গুলো, যার কোন বিকল্প নেই। এখন হইত ভাবছেন আমি জামাত-শিবির করি, কারন ইসলামের কথা বল্লেইতো জামাত শিবির হয়ে যায়। না, আমি জামাত-শিবির বা লীগ বিএনপি কোনটাই করিনা। যে বা যার দারা কাজ হয়, আমি তার। এতখন যা যা বললাম এগুল করা খুব কঠিন এটাই ভাবছেন, একটু স্বদিচ্ছা করে এগিয়ে আসুন, অন্নদের কে উৎসাহিত করুন পারবেনআমরা হায়েনার মুখ থেকে স্বাধীনতা আনতে পেরেছি, আর এটা তো সামান্য।
অথবা আরেকটা কাজ করা যায়, পৃথিবীর অন্যান্ন দেশের মত আমাদের দেশেও চালু করা যায় যে “কোন সরকার ২রার এর বেশি ক্ষমতায় আসতে বা থাকতে পারবেনা পারবেনা”। তাহলে নতুনরা যেমন নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে, ঠিক তেমনি বর্তমানে প্রচলিত নোংরা রাজনীতি থেকে রেহায় পাবে আমাদের প্রিয় জন্মভূমি।


Politics. A jaiga politics, where you are, even though there are again, your presence is key if you will be alive. Politics is a stage, where the entire country, its people, its culture, its soil, independence, sovereignty, in a word, the entire country can be seen at a glance. Cabikathi the country is in the hands of the politicians whose stars. Today's children will be made to take the lead at the bhabistate, stars of the politicians. If you like politics asane who should be important. Personally, I think high school, college or bhasitira the first row of the student / chatridera politics should come. Valcke good and evil, who can say the worst should come to their politics. Those who truly love their country should come in politics, those who practice rajanitike believe that politics should come into politics. Politics means power, freedom from abuse and illegal ways of Money manamanasikata who can defend itself, should come to their politics. This means that our country's politics to make money machine. This means that the business of politics in our country, is not available to buy, where to take the nomination. Kino with 5.10 million, or 0, and then 50, 60, 100 crore as income. Will come out of this kind of civilization. You should avoid this kind of politics. Prayajane to education, our beloved prophet, the Prophet Muhammad (peace be upon him) from his biography, at one time the whole world has been ruled by Muslims-Hazrat Omar Farooq (R) to learn from their life, to grasp the political strategy, which there is no alternative. Now I would think that Jamaat-Shibir, Jamaat-Shibir balleito is because of Islam. No, I do not do none of the BNP, Jamaat-Shibir or league. Dara, whose job it is, or, I. These etakhana which I think is very hard, it did not proceed a little, let's encourage you to feed. We were able to bring freedom to the hyenas away, but it's a little.

Or else can be done, and other countries in the world that our country is going "to come to power in any government or can not stay more than two can not protect." If you get a chance to lead beginners as well as the usual dirty politics will rehaya from our beloved motherland.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন