অক্ষর
অক্ষররা এখনো হাঁটি হাঁটি পা পা করে
মাটির কাছে আসার জন্য হামাগুড়ি দেয় এখনো।
অক্ষররা এখনো পাশাপাশি বসতে শিখেনি
এলোমেলো ভাবেই নতুন শব্দ তৈরি করে,
নিজেদের মত।
অক্ষররা এখনো উড়তে শিখেনি তবে ডানা ঝাঁপটে
বেড়ায়
একোল থেকে ওকোল জানা অজানা কত তারামনবিবির
ছায়।
অক্ষররা এখনো আলপনা আঁকতে শিখেনি,
অক্ষররা এখনো স্বাধীনতার স্বাদ নিতে
শিখেনি
তবে স্বাধীন ভাবে আলপনা নিয়ে খেলতে
শিখেছে।
সে দিন আর বেসি দূরে নয়, যে দিন
অক্ষররা বর্ণের সাথে লুকোচুরি খেলবে,
তাদের পাশাপাশি বসিয়ে রক্তিম পতাকা উড়াবে।
সে দিন ডানা দিয়ে আগলে রাখবে এই মানচিত্র,
আঁকবে স্বাদহীন স্বাধীনতার আলপনা ।
হাতের মুঠোয় আনবে লাল সূর্যটাকে ।
******************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন