নিখোঁজ শিশু সুমাইয়া,
নিখোঁজ শিশু সুমাইয়া, ২৪/০৪/২০১৭
তারিখের সুমাইয়াকে কি আর পাওয়া যাবে না? এমন শিরনামে প্রতিবেদন ছাপা হয় প্রথম আলোর
প্রথম পেজে। ২২ দিন পার হয়ে গেলেও মেলেনি কোন খোঁজ। সুমাইয়ার বাবা-মা’র ( জাকির
হসেন- মুনিয়া বেগম) কথা মতে পুলিশ, র্যাব কিংবা জনপ্রতিনিধিরা তেমন আমলে নেয়নি
বিষয়টি। ২ এপ্রিল বিকেলে কামরাঙ্গীরচেরর বড়গ্রামে বাসার সামনে থেকে নিখোঁজ হয় সুমাইয়া।
বাসার পাশের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কালো বোরকা পরা এক নারীর
হাত ধরে এগিয়ে জাচ্ছে। তবে ফুটেজে ঐ নারীর মুখ দেখা না গেলেও সুমাইয়ার বাবা-মা সহ
এলাকা বাসির সকলের ধারনা তিনি পূর্বের প্রতিবেশী নাম ‘অথৈ আক্তার বৃষ্টি’ বর্তমানে
মোবাইল নাম্বার বন্ধ। নাম, মোবাইল নাম্বার আর ভিডিও ফুটজ থাকা স্ততেও সুমাইয়া
ফেরেনি এখনো বাবা-মা’র কোলে। সুরাইয়ার বাবা-মা ধর্না ধরছেন গণকের কাছে। আর আমরা
জারা আছি সোশ্যাল মিডিয়াই তারা চেষ্টা করছি খবর টি শেয়ার করে ছরিয়ে দিতে, ফিরিয়ে
দিতে সুমাইয়াকে বাবা-মা’র কোলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন