আমি অতি উচ্চমানের অভিনয় শিল্পী, কিন্তু
আজও অভিনেতা হতে পারি নি। তবে এ নিয়ে আমার কোন
আকক্ষেপ নেই- নেই কোন আপসোস। কারোন আর কেউ না জানুক আমিতো জানি, আমি কত বড় মাপের
অভিনয় শিল্পী। যারা আমায় খুব ভালো কোরে চিনেন তারা হয়তো পুরো লিখাটায় পড়বেন। আর
যারা চিনেন তারা ভাব্বেন ছেলেটার মাথাটা পুরটায় গেছে। আর আমি বলব, শুধু আমি নয়
আমরা সবায় অনেক ভালো অভিনয় করি। অভিনয় শিল্পিরাতো একটা সময় একটা বিশেষ চরিত্রে
অভিনয় করে, আর আমি অনেক গুলো চরিত্রের সমন্বয়ে প্রতিটা মুহূর্ত অভিনয় কোরে যাচ্ছি।
কখন বাবা-মার ছেলে হয়ে আবার কখনো
সন্তানের বাবার অভিনয় করছি, কখন গুরুর কাছে ছাত্র- আবার কখন নিজেই গুরুর
অভিনয় করছি। এরকম প্রতিটা মুহূর্তেই আমার চরিত্র বদলে যায়, বদলে যায় চরিত্রের
আকার, রং-ঢং, আচাড়-ব্যাবহার, রীতিনীতি সব। আবার অনেক সময় একসাথে অভিনয় করতে হয়
অনেক গুলো চরিত্রে। কারো কাছে বাবা,চাচা,খালু,ফুপা,মামা,শশুর,স্বামী,দুলাভাই,এমন
কি শালার চরিত্রেও অভিনয় করতে হয়। কারো সাথে বন্ধুর অভিনয়, কারো সাথে আবার শত্রুর।
কখন চেনা মানুষকে নতুন কোরে চেনা আবার কখন অপরিচিত মানুষকে আলিঙ্গনে জরিয়ে নেওয়া।
আমি কতটা বৈচিত্র্য, তার চেয়েও আরও অনেক বইচিত্রময় আমার অভিনিত প্রতিটি চরিত্র। সম্পর্কের এহেন বেড়াজালের সব গুলো চরিত্রে আমাকে
বা আমার মতো আপনাকে অভিনয় করতে হচ্ছে প্রতিটা মুহূর্তে। একটা কগজের টাকার নোটের এক
পার্শ্ব থেকে অপর পার্শ্বের যে দুরুত্ত তার থেকেও কম সময়ের আমাদের বদলে নিতে হয়
অভিনয়টা।
এভাবেই পদে পদে আমার অভিনয় বদলে জাচ্ছে
বিভিন্ন্য চরিত্রের কারনে। যেখানে কাট বা একশনের কনো জায়গা নাই। জন্ম থেকে মৃত্যু
পর্যন্ত আমার এ অভিনয় বিরতিহীন ভাবে চলবে। দেখার আমন্ত্রণ থাকলো। এবার বলেন আমি
কার থেকে অভিনয়ে কম?
I played a very high quality artists, but could still be an actor. However, there is no akaksepa I rue. Caron do not know anyone else I know, how many great actors. Corey who know me very well, they may read the whole likhataya. And those who know they are purataya bhabbena the boy's head. And I say, I just do not think we played much better sabaya. Silpirato played a special role at a time, and each time I have played a lot of the characters are shown. When the parents of the child's father, and sometimes you're acting, sometimes the teacher student to teacher when you're acting. Every moment that changed my character, you can change the character size, color and style, acara-use, all customs. Again, a lot of time to play together a lot of the character. Anyone father, uncle, uncle, uncle, uncle, in-laws, husband, in law, is to play the asshole. Anyone played with friends, enemies with anyone again. Such as the relationship between the vicious cycle all over me or you, like me, every moment is acting. From one side to the other side of a kagajera dollar note that is to take place in less than durutta acting.
Thus, rather than acting jacche me at every step of the different characters. There are places where the cuts or Action criteria. Will be played non-stop on my way from birth to death. Was invited to watch. I said that is less than the acting?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন