মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

Love. Please tell me the meaning

Love. Please tell me the meaning of love, and the definition of which will be defined as much in love with him. Karota karasathe not match. If you love me, say what you want? I replied, "I love you love you, Where is the sought-found". There should be a love that will be loved just bhalabeseya cabenana reward. Because I think everything can be in exchange for reward, but never love. There is something else here, a stretch of purataya love affair.


Recently often see in magazines or on Facebook uttyaktera-college student events, the murders, it is not love, do not mess it lucchamira sabasesa step. And murder is unforgivable murder. Compute the hands of a few people today put to shame the whole nation. And this is why some people suffer from nirapattahinataya my own janera in all of us. Sometimes sajjya are unable to commit suicide, attempted suicide and is the soul alive. Bajhate uttyaktakaridera will not have to pretend you know anurupa way.

Like I have to like it, have the ability to choose, there is freedom of movement. There is another. He was like you, you are the man I want to be the price. Tarato likes and dislikes are, they will think you are. People did not like you, your preferences, and you churalena acid, wins the love that. He loves you, he did not want to stab him. Put an end to a Jibana, a family and a lot of dreams are. What you should be punished, regardless of the execution, and the execution of one of the times when I will die. (Later)

 ভালবাসা। ভালোবাসা এর মানে বলুন আর সংজ্ঞা বলুন যার যেমন ভালোবাসা তার কাছে তেমন সংজ্ঞায়িত হবে। কারোটা কারসাথে মিলবে না। যদি আমায় বলেন ভালবেসে তুমি কি চাও? উত্তরে বলব “ভালবাসি তাই ভালবাসি, এর মধ্যে চাওয়া-পাওয়া আসে কোথাথেকে”। ভালবাসার মানেটাও হওয়া উচিৎ এমন, যাকে ভালবাসলেন শুধু ভালবেসেয় যাবেন প্রতিদান চাবেননা। কারন আমার মনেহয় প্রতিদানর বিনিময়ে সবকিছু হতে পারে, কিন্তু ভালোবাসা কখনই না। ভালোবাসা পুরটায় মনের ব্যাপার এখানে অন্য কিছুর ঠায় নাই।

ইদানিং প্রায়ই পত্রিকা বা ফেসবুকের পাতায় দেখতে পাচ্ছি স্কুল-কলেজ ছাত্রী উত্ত্যাক্তের ঘটনা, হচ্ছে খুন, এটা ভালোবাসা না, নোংরামিও না লুচ্ছামির সবশেস ধাপ এটা। আর খুন তো খুন ক্ষমার অযোগ্য। হাতে গনা কয়েক জনের জন্য পুরো জাতী আজ লজ্জিত। আর এই কয়েক জনের জন্যই নিরাপত্তাহিনতায় ভুগছে আমার আপনার আমাদের সবার আপন জনেরা। অনেক সময় সজ্জ্য করতে না পেরে করছে আত্মহত্যা, আর প্রাণে বেচে গেলে হচ্ছে আত্মহত্যা চেষ্টা। উত্ত্যাক্তকারিদের বঝাতে হবে, না বুঝলে সাজা দিতে হবে আনুরুপ ভাবে।

আমার যেমন ভাললাগার মতো আছে, পছন্দ করার ক্ষমতা আছে, চলাফেরার স্বাধীনতা আছে। ঠিক অন্যের আছে। আপনার যাকে পছন্দ হয়েছে, সেই মানুষটির পছন্দের মুল্য তো আপনাকেই দিতে হবে। তারতো পছন্দ-অপছন্দ আছে, সেটা আপনাকেই ভাবতে হবে। আপনার পছন্দে মানুষ আপনাকে পছন্দ করেনি, আর আপনি ছুরলেন অ্যাসিড, ধিক্কার জানায় এমন ভালবাসাকে। আপনি যাকে ভালবাসেন, সে আপনাকে চায়নি করলেন ছুরিকাঘাত। শেষ করে দিলেন একটা জীবণ, একটা পরিবার আর অনেক গুলো স্বপ্ন। কি সাজা হওয়া উচিৎ আপনার, আর যাই হোক ফাঁসি না , ফাঁসি হলে তো এক বার মরেই যাবেন। (পরবর্তীতে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন