Lightning bird lives about 70 years. As the 40 OKIs an important decision. At that time, three of his bodyThe main body weakens ...1. Paw (toenail) are long and soft ... Of almostBecomes impossible ...II. Tight lips at the front ... As a result, food or tear khuteAlmost stopped eating ...3. Wings are heavy .. And stuck to the chest due toFlights are limited ...As a result locate victims, catch and eat slowly difficult tinateiBecomes ... The three ways are open to him.1. SuicideII. Like vultures eat the dead bodies3. Punarasthapita to himself.And took refuge in a high mountain ... The lodge .. And startThe new effort.At first his lips, he struck the rock breaks. OfThe pain is not there anymore ... The same way the body breaksGrow new nails and lips and waited ...Gajale lips and nails, and feathers are all tore up his wings ..New feathers have to wait suffer .. 150 daysAfter all, he gets new anguish and wait .. That gets backThe rapidity long flight ..He has more than 30 years living in the same power and gloryA ..Desire, activity and weakens our imagination ... coming ... 40Ardhajibanei our enthusiasm, desire, strength decreases.We leave mentality that causes laziness, pastRemove and recover the life of the mind is burdened with numbnessThunder will be on the lips, like a paw and fin ...1 150 days, if not months, if we were to try againWe get a new enthusiasm, experience and endless energy ...Do not let yourself never to lose, and do not obey the rate !!
বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত থাকে। অথচ ৪০ আসতেই ওকে
একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। ওই সময় তার শরীরের তিনটি
প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে।।।
১. থাবা( পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়।।। শিকার করা প্রায়
অসম্ভব হয়ে পড়ে।।।
২. ঠোঁট টা সামনের দিকে মুড়ে যায়।।। ফলে খাবার খুটে বা ছিড়ে
খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।।।
৩. ডানা ভারী হয়ে যায়।। এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন
উড়ান সীমিত হয়ে যায়।।।
ফলস্বরুপ শিকার খোজা,ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে মুশকিল
হয়ে পড়ে।।। ওর কাছে তিনটে পথ খোলা থাকে।
১. আত্নহত্যা
২. শকুনের মত মৃতদেহ খাওয়া
৩. নিজকে পুনরস্থাপিত করা।
ও একটা উচু পাহাড়ে আশ্রয় নেয়।।। সেখানে বাসা বাঁধে।। আর শুরু
করে নতূন প্রচেষ্টা।
সে প্রথমে তার ঠোঁট টা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর
থেকে যন্ত্রণা আর হয় না।।। একইরকম ভাবে নখ গুলো ভেঙে ফেলে
আর অপেক্ষা করে নতূন নখ ও ঠোঁট গজানোর।।।
নখ ও ঠোঁট গজালে ও ওর ডানার সমস্ত পালক গুলো ছিড়ে ফেলে।।
কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতূন পালকের।। ১৫০ দিনের
যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতূন করে পায়।। পায় আবার সেই
লম্বা উড়ান আর ক্ষিপ্রতা।।
এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও গরিমা
নিয়ে।।
ইচ্ছা,সক্রিয়তা ও কল্পনা... আমাদের দুর্বল হয়ে পড়ে ৪০ আসতেই।।।
অর্ধজীবনেই আমাদের উৎসাহ, আকাঙ্খা, শক্তি কমে যায়।
আমাদেরও আলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ করে,অতীতের
ভারাক্রান্ত মন কে সরিয়ে ও জীবনের বিবশতা কে কাটিয়ে
ফেলতে হবে বাজের ঠোঁট,ডানা আর থাবার মত।।।
১৫০ দিন না হলেও ১মাসও যদি আমরা চেষ্টা করি তাহলে আবার
আমরা পাবো নতূন উদ্যম, অভিজ্ঞতা ও অন্তহীন শক্তি।।।
নিজেকে কখনোই হারাতে দেবেন না আর হার ও মানবেন না!!