শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

অক্ষর




অক্ষর

অক্ষররা এখনো হাঁটি হাঁটি পা পা করে
মাটির কাছে আসার জন্য হামাগুড়ি দেয় এখনো।
অক্ষররা এখনো পাশাপাশি বসতে শিখেনি
এলোমেলো ভাবেই নতুন শব্দ তৈরি করে, নিজেদের মত।

অক্ষররা এখনো উড়তে শিখেনি তবে ডানা ঝাঁপটে বেড়ায়
একোল থেকে ওকোল জানা অজানা কত তারামনবিবির ছায়।
অক্ষররা এখনো আলপনা আঁকতে শিখেনি,
অক্ষররা এখনো স্বাধীনতার স্বাদ নিতে শিখেনি
তবে স্বাধীন ভাবে আলপনা নিয়ে খেলতে শিখেছে।

সে দিন আর বেসি দূরে নয়, যে দিন
অক্ষররা বর্ণের সাথে লুকোচুরি খেলবে,
তাদের পাশাপাশি বসিয়ে রক্তিম পতাকা উড়াবে
সে দিন ডানা দিয়ে আগলে রাখবে এই মানচিত্র,
আঁকবে স্বাদহীন স্বাধীনতার আলপনা ।
হাতের মুঠোয় আনবে লাল সূর্যটাকে

******************************

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

Relationship equation, একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পত্তি

Relationship equation==============
Once was a launch accident. A couple found a lifeboat launch. But there is more than one husband threw not be able to understand. The man jumped up and caught himself with his wife behind. Sinking launch a single word to her husband, standing in a loud voice said.
Teachers say at least stopped, looked around and asked the students to understand the response, "What do you think? What you said! "
- "You're a hooker, I was not blind!" Replied the majority of the students.
Teachers noticed a boy had been silent the whole time, when asked his opinion, he said, "Sir, I believe, she said, take care of our baby, Take care of him."
Teacher was surprised and asked, "Have you heard this story before, have not you!"
The boy shook his head and replied, "My mother died of illness purbamuhurte told him the same thing."
Teachers agreed, you are right.
Lancata went down, and he returned home to take care of her daughter did.The man died a few years later their daughter's diary found. There he was discovered, before lancayatraya mother were diagnosed chronic, extreme moment of his father, so the only way to survive is to take advantage of.
His father wrote in the diary, "I want you to go down to the sea, was under, but just the thought of her daughter to leave you alone forever beneath the sea."
The end of the story, shut up classes.
Teachers know, students have been able to catch up with the lesson of the story. Good and bad, a lot of complexity behind everything in the world which has not always understood.-----------------------------------------------I saw only the top floor should never be verified, noting another very foolish to judge strictly.
Who always wants to give the food bill, it does not mean that the overflow of money, because he's worth a look larger than friendship.
Those who left work early, that means he is not a fool, he actually is irresponsible.
Excuse me before or after a dispute over who would argue, is that he was wrong, but evaluating the people around him.
He wants to help you, that you do not expect anything, but as a true friend.
That means it is not often that one text that has nothing to do, really love you with my heart.
One day we will be isolated from each other, but our behavior and the human heart will bhalobasagulo. Someone will remember, "This is a man with whom he spent some time in my life the best." (Collected)


সম্পর্কের সমীকরন
==============
একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পত্তি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়লো। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিলো।
শিক্ষক এটুকু বলে থামলেন, চারদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন, “তোমাদের কি মনে হয়? কি বলেছিলো মহিলা!”
-“তুমি একটা ইতর, আমি কি অন্ধই না ছিলাম!” অধিকাংশ ছাত্রই এ ধরনের জবাব দিলো।
শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ, তার মতামত জানতে চাইলে সে বললো, “স্যার, আমার বিশ্বাস, মহিলাটি বলেছিল, আমাদের বাচ্চাটার যত্ন নিও, ওকে দেখে রেখ।”
বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন, “তুমি এই গল্প আগে শুনেছ, তাই না!”
ছেলেটি মাথা নেড়ে জবাব দিলো, “ আমার মাও অসুখে মারা যাওয়ার পূর্বমূহূর্তে বাবাকে একথাই বলেছিলো।”
শিক্ষক একমত হলেন, তুমিই ঠিক।
লঞ্চটা ডুবে গেলো এবং বাড়ি ফিরে লোকটা একাকী মেয়েকে যত্ন করে বড় করলো।
লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরী পেল। সেখানে সে আবিষ্কার করলো, লঞ্চযাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিলো, চরম মূহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছে।
ডায়েরীতে তার বাবা লিখেছে, “আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগর তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো।”
গল্প শেষ হলো, ক্লাস একদম চুপ।
শিক্ষক বুঝলেন, ছাত্রেরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে। ভালো এবং মন্দ, পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না।
-----------------------------------------------
আমাদের কখনোই শুধুমাত্র উপরের তল দেখেই যাচাই করা উচিত না, অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা বেশ বোকামি।
যারা খাবারের বিলটা সবসময়ই নিজে দিতে চায়, তার মানে এই নয় যে তার টাকা উপচে পড়ছে, এর কারন সে টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে।
যারা আগে ভাগেই কাজ করে ফেলে, এর মানে সে বোকা না, আসলে তার দায়িত্বজ্ঞান রয়েছে।
যারা ঝগড়া বা বাকবিতন্ডার পরে আগে মাফ চেয়ে নেয়, সেই ভুল ছিলো এমনটা নয়, বরঞ্চ সে চারপাশের মানুষকে মূল্যায়ন করে।
তোমাকে যে সাহায্য করতে চায় সে তোমার কাছে কোন কিছু আশা করে না, বরং একজন প্রকৃত বন্ধু মনে করে।
কেউ আপনাকে প্রায়ই টেক্সট করে তার মানে এটা নয় যে তার কোন কাজ নেই, আসলে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে।
একদিন আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, কিন্তু আমাদের আচরণ ও ভালোবাসাগুলো মানুষের হৃদয়ে থেকে যাবে। কেউ না কেউ স্মরণ করবে, “ এ হচ্ছে সেই মানুষ যার সাথে আমার জীবনের শ্রেষ্ঠ কিছু সময় কাটিয়েছি।” (সংগৃহীত)

Lightning bird lives about 70 ,বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত

 Lightning bird lives about 70 years. As the 40 OKIs an important decision. At that time, three of his bodyThe main body weakens ...1. Paw (toenail) are long and soft ... Of almostBecomes impossible ...II. Tight lips at the front ... As a result, food or tear khuteAlmost stopped eating ...3. Wings are heavy .. And stuck to the chest due toFlights are limited ...As a result locate victims, catch and eat slowly difficult tinateiBecomes ... The three ways are open to him.1. SuicideII. Like vultures eat the dead bodies3. Punarasthapita to himself.And took refuge in a high mountain ... The lodge .. And startThe new effort.At first his lips, he struck the rock breaks. OfThe pain is not there anymore ... The same way the body breaksGrow new nails and lips and waited ...Gajale lips and nails, and feathers are all tore up his wings ..New feathers have to wait suffer .. 150 daysAfter all, he gets new anguish and wait .. That gets backThe rapidity long flight ..He has more than 30 years living in the same power and gloryA ..Desire, activity and weakens our imagination ... coming ... 40Ardhajibanei our enthusiasm, desire, strength decreases.We leave mentality that causes laziness, pastRemove and recover the life of the mind is burdened with numbnessThunder will be on the lips, like a paw and fin ...1 150 days, if not months, if we were to try againWe get a new enthusiasm, experience and endless energy ...Do not let yourself never to lose, and do not obey the rate !!

বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত থাকে। অথচ ৪০ আসতেই ওকে
একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। ওই সময় তার শরীরের তিনটি
প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে।।।
১. থাবা( পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়।।। শিকার করা প্রায়
অসম্ভব হয়ে পড়ে।।।
২. ঠোঁট টা সামনের দিকে মুড়ে যায়।।। ফলে খাবার খুটে বা ছিড়ে
খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।।।
৩. ডানা ভারী হয়ে যায়।। এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন
উড়ান সীমিত হয়ে যায়।।।
ফলস্বরুপ শিকার খোজা,ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে মুশকিল
হয়ে পড়ে।।। ওর কাছে তিনটে পথ খোলা থাকে।
১. আত্নহত্যা
২. শকুনের মত মৃতদেহ খাওয়া
৩. নিজকে পুনরস্থাপিত করা।
ও একটা উচু পাহাড়ে আশ্রয় নেয়।।। সেখানে বাসা বাঁধে।। আর শুরু
করে নতূন প্রচেষ্টা।
সে প্রথমে তার ঠোঁট টা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর
থেকে যন্ত্রণা আর হয় না।।। একইরকম ভাবে নখ গুলো ভেঙে ফেলে
আর অপেক্ষা করে নতূন নখ ও ঠোঁট গজানোর।।।
নখ ও ঠোঁট গজালে ও ওর ডানার সমস্ত পালক গুলো ছিড়ে ফেলে।।
কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতূন পালকের।। ১৫০ দিনের
যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতূন করে পায়।। পায় আবার সেই
লম্বা উড়ান আর ক্ষিপ্রতা।।
এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও গরিমা
নিয়ে।।
ইচ্ছা,সক্রিয়তা ও কল্পনা... আমাদের দুর্বল হয়ে পড়ে ৪০ আসতেই।।।
অর্ধজীবনেই আমাদের উৎসাহ, আকাঙ্খা, শক্তি কমে যায়।
আমাদেরও আলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ করে,অতীতের
ভারাক্রান্ত মন কে সরিয়ে ও জীবনের বিবশতা কে কাটিয়ে
ফেলতে হবে বাজের ঠোঁট,ডানা আর থাবার মত।।।
১৫০ দিন না হলেও ১মাসও যদি আমরা চেষ্টা করি তাহলে আবার
আমরা পাবো নতূন উদ্যম, অভিজ্ঞতা ও অন্তহীন শক্তি।।।
নিজেকে কখনোই হারাতে দেবেন না আর হার ও মানবেন না!!