প্রতিটা স্থাপনা যদি হয় এক একটি দর্শনীয় স্থান তাহলে কেমন হয়?
দালান গুলো শুধু দালান কেন? ভবন গুলো কেনইবা শুধু ভবন। একটা সেতু,
সেতুর মধ্যেই সীমাবদ্ধ, ফ্লাইওভার, ফুটওভার কিংবা ফুটপাত যাই হোক না কেন সবগুলোর
ব্যাবহার যেন ফুটপাতের মতোই। দেখার কিছু নেই, নেই আকর্ষণ করার মতো কোন শক্তি
স্থাপনার গুলোর।
ধরা যাক একটা বিদ্যালয়ের কথা। বিদ্যালয়ের ভবন বা দালানটি ভবন বা
দালানের মধ্যে সীমাবদ্ধ। এর অবকাঠামো আর নির্মাণ শৈলী একটু ভিন্ন রকম করে করা যেতে
পারে। এর ফলে স্কুল অনীহা ছাত্র-ছাত্রীরাও আর স্কুল ফাকি দিতে চাইবেনা। সরকারী-বেসরকারি
স্থাপনা বা স্কুল কলেজ মসজিদ মাদরাসা সহ যে কোনো ভবন গুলো যদি নির্মাণ শৈলী একটু
ভিন্ন রকম করে দর্শনীয় একটি স্থানের মতো করে তৈরি করা হয় তাহলে কেমন হয়?
কর্মস্থানে গিয়ে কাজের মাঝেই ক্লান্তি দূর করা যাবে স্থাপনার সৌন্দর্য দেখে।
আমাদের দেশে প্রতিবছরই ছোট বড় কালভার্ট, সেতু, ফ্লাইওভার আর ফুটওভার কাজ
হচ্ছেই যা দেখে ফুটপাতের মতই মনে হয়। নান্দনিকতার কোনো ছোঁয়া পাওয়া যাইনা এ ধরনের শিল্পকর্মে।
অথচ নির্মাণ কৌশল একটু বদলিয়ে আর একটু দৃষ্টি নন্দন করে তৈরি করলেই হয়ে যেতে পারে প্রতিটা
স্থাপনা এক একটি দর্শনীয় স্থান। প্রতিটি লেক হতে পারে এক একটি নায়াগ্রার জলপ্রপাত। রেলওয়ে ষ্টেশন হতে পারে এক
একটি কার্জনহল। প্রতিটা স্থাপনা
এক একটি দর্শনীয় স্থানহিসাবে নির্মাণ করা যাই তাহলে আমাদের দেশের মানুষগুলোকে
নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য দেশের বাহিরে যেতে হবেনা বরং আমাদের দেশ পর্যটন শিল্পে
আরও অনেক উন্নতি করতে পারবে, তৈরি হবে নতুন নতুন বাজার আর সেই সাথে উন্নতি হবে
দেশে অর্থনীতি। বর্তমান পৃথিবীর সম্পদ জ্ঞান আর এই জ্ঞান কেবল
মাত্র মানুষ তৈরি করতে পারে, আহরণ করতে পারে এবং প্রয়োগ করতে পারে। আমাদের মনে
রাখতে হবে বর্তমান পৃথিবীর সম্পদ কৃষি নয় মানুষ নিজেই। তাই আজ থেকেই নির্মাণ হোক প্রতিটা
স্থাপনা এক একটি দর্শনীয় স্থান হিসাবে।
If each one of the structures is a spectacular place, then what?Why is the only building in the corridor? Why just building the buildings. A bridge, the bridge is limited, flyovers, pavements phutaobhara or whatever you use all the same sidewalk. Nothing to see there is no power of attraction of the deployment.Let's talk a school. School buildings or building or buildings within the restricted building. The style of construction of the infrastructure can be a little different. As a result of the reluctance of schools to give students and the school fuckin not want. Fatigue at work within the work can be done at the beauty of the deployment.Every
year in our country, big or small, culverts, bridges, flyovers, and it
seems like the pavement see phutaobhara counting work. Yaina found a touch of aesthetics of art. The technique is a little bit more eye catching change may be made by simply deploying each one is a spectacular place. Each one could be a Niagara Falls Lake. Maybe one of the central railway station is a karjanahala. Current knowledge of the earth's resources and knowledge to create the only people that can draw and could apply. We must remember that the people of the earth's resources is agriculture itself. So today, whether the construction of each plant as a spectacular place.