বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

What should I do now?কি করা উচিৎ এখন?

কি করা উচিৎ এখন?

লেখাপড়ার পাঠ প্রায় শেষ, দেশের সর্বচ্চো ডিগ্রী এখন আমার হাতে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুলোর মধ্যে একটি ‘বেগম রোকেয়া ইউনিভার্সিটি’ থেকে সদ্য হাতে পাওয়া ‘এম বি এ’ সার্টিফিকেট সহ মোট চারটি সার্টিফিকেট শিক্ষার ঝুলিতে। অভিজ্ঞাতা বলতে প্রায় ৮/১০বছর ধরে প্রাইভেট পড়ান, বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেওয়া আর গত  ৪ বছর ধরে বিভিন্ন কলেজে শিক্ষকতা। কম্পিউটারের উপর আছে ভালো ধারনা, সর্টকোর্স করা আছে সিভিল, মেকানিক্যাল ও পাইপ ফিটিংসের উপর। এর বাহিরে হাতের কাজ যা জানা আছে তা সার্টিফিকেট ছাড়া। লেখাপড়া আর আভিজ্ঞতার ঝুলিতে এই সম্বল। অতি আত্মবিশ্বাসের কারণে অনেক সাচ্ছন্দে হারিয়েছি কিছু মূল্যবান....... আর হারিয়েছি সময়।

এতকিছু থাকাসত্তেও মিলছেনা মনের মতো কোন কাজ। কি এমনটায় ভাবছেনতো? ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। আপনি যেদিন প্রথম স্কুলে গিয়েছিলেন সে দিনের কথা মনে আছে, আপনি কিন্তু ১ দিনে স্কুলে যাননি। স্কুলে যাওয়ার জন্য আগের ১টা বছর অনেক শ্রমদিতে হয়েছে আপনাকে। আর এটাতো চাকরীর বাজার।

সোজা কাজের কথায় আসুন। আপনার সামনে এখন যে রাস্তা খোলা আছে সে পথেয় চলতে শুরু করুন। আর যদি খলা না থাকে তাহলে আরও ভালো। যেকোন একটা কাজ সুরুকরে দেন। যেকোনো তবে সেটা সৎ ও হালাল হতে হবে। পাছে কে কি বলল শুনতে পারেন তবে মাথায় নেওয়া জাবেনা। মন দিয়ে কাজ করতে হবে আর গন্তব্যের রাস্তাটা তৈরি করতে হবে। আমেরিকার একজন পেপার বিক্রেতা যদি উড়োজাহাজ তৈরির কারখানার মালিক হতে পারেন, উস্থাপক থেকে ট্রাম্প প্রেসিডেন্ট হতে পার, মমতাজ এমপি হতে পারে, তাহলে আমি আপনি পারবনা কেন? আমাদের তো বিদ্যা আছে ভালো মন্দ বিচার করার খমতা আছে। তাহলে ভয় কথায়, লোকে কি বলবে। লোকের কাজ বলা তারা বলবেই। আপনি সফল হলেও বলবে না হলেও বলবে, তবে বলার ধরন হবে আলাদা। আমাদের দেশের নাসির কোম্পানির কথা ধুরুন। লোকটা কাজ শুরু করেছিলেন বিড়ি তৈরি করা থেকে আর আজ তিনি এক জন সফল ইন্ডাস্ট্রিয়াল। আপনি চায়ের দোকান দিয়ে শুরু করতে পারেন, তবে লক্ষ থাকতে হবে চা বাগানের মালিক হয়ার। আমাদের দেশ সহ পৃথিবীর অনেক সফল মানুষ, ০ থেকেয় পথ ছলা শুরু করেছিলেন। এর মধ্যে অনেকে বিদ্যা শুন্যও ছিলেন।

আপনি লিখাপরা শিখেছেন, জ্ঞানার্জনের জন্য। নিজেকে শিক্ষিত করার জন্য। জ্ঞানের আলয় বিকশিত হয়ার জন্য। নিজের পশুত্বকে দমিয়ে রেখে ভালো খারাপের বিচার করার জন্য। আপনি লিখাপরা শিখেছেন, সিস্টাচার শিখার জন্য। কর্মক্ষেত্রে সহজে চলার জন্য। এক কথায় আপনার জীবন কে সুন্দর করে সাজানর জন্য।


What should I do now? Around the end of the study, the highest degree of my hands now. The public university of a 'roquiah University recently received from M B A certificate of education holds four certificates. That experience around 8/10 years of private teaching, to take a variety of classes and coaching center for the last 4 years of college teaching. There are good ideas on the computer, sartakorsa are civil, mechanical and pipe fittings over. Without the certificate, which is known to work out of hand. The fund holds an education and experiences. Sacchande've lost a lot of confidence because of the ....... and lost some valuable time.
 Thakasatteo do not match any point in mind. What emanataya bhabachenato? Not think it is something unusual. The first day when you went to school, I remember the day, you did not go to school but 1 day. 1 to go to school for the past many years has been to sramadite. It is the job market.
 Come straight to work. Now that the roads are open before you start running the patheya. If you do not play better. Any given a job surukare. However, it will be an honest and lawful one. Who else can hear what's said to be the head jabena. With this in mind, and to work to create a destination street. A paper airplane factory owners in the US can be a seller, usthapaka president of the Trump may be, Mumtaz MP may be, then why can not I? Interoperability is good or bad to judge the knowledge we have. If the words of fear, they say. They say you'd never ask a man. You will succeed, but does not say, but to a different type. Nasir company dhuruna of our country. The man began to be made from cigarettes and today he is a successful industrial. You can start with the tea shop, the fate of the owner of the tea garden to be. Many successful people in the world, including our country, began to deceive 0 thekeya way. Many of the studies were empty.
 Likhapara you have learned, for knowledge. To educate yourself. Developed for the abode of knowledge fate. Keep yourself in check pasutbake to judge good or bad. Likhapara you learn, learn sistacara. Easy to keep the workplace. In a word, your life is beautiful for sajanara. Why wear us down .........!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন