বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

That day may not be far away, and"যে দিন আইন হবে ঘরে ঘরে বিশ্ব ইজতেমা পালন করবেন"



বিশ্ব ইজতেমা।
সে দিন হয়ত আর বেসি দূরে নেই, যে দিন আইন হবে ঘরে ঘরে বিশ্ব ইজতেমা পালন করবেন। দেশে দেশেই পালন করবেন হজ্ব, নাউজিবিল্লাহ। এখন টিভির পর্দায় এম পি, মন্ত্রীদের মুখে বলেন আর সরকারের চামচাদের মুখে বলেন একটি কথা প্রায় শুনি, আর টা হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে। হা এগিয়েছে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা বেরেছে। তবে এভাবে এগুতে থাকলে গোটা দেশটা একদিন বঙ্গপসাগরেই তলিয়ে যাবে

মনে করি, আমরা ২০৫০ সাল অতিক্রম করছি। হঠাৎ করেই সৌদির বাদশা এলান করলেন এখন থেকে যারযার দেশে হজ্ব পালন করবেন, কেনোনা হজ্বের সময় মক্কানগিরির অবস্থা খুবি খারাপ হয়ে যায়। আমরা হিমসিম খেয়ে যায় সকল কিছু টিক ঠাক সামলাতে পারিনা। পানি, খাদ্য,বস্ত্রের ও টয়লেটের সংক্ট সৃষ্টি হয়। রাস্তায় জ্যাম সৃষ্টি হয়। শহর ময়লা হয় এছারা বিভিন্নদেশ থেকে আগত হাজিগন হজ্ব শেষে ফেরত না যাওয়ায় সৃষ্টি হয় নানা রকম বিশৃংখলা। এরকম জানা অজানা নানা কারনের জন্য জানানো যাইতেছে যে, যে যেদেশের নাগরিক সে সেই দেশে হজ্ব পালন করবেন। নাউজুবিল্লাহ। তাহলে কেমন হবে বলেন তো।

হজ্ব মুসলিমদের ৫টি কালেমার ১টি। হজ্ব পৃথিবীতে মুসলিমদের মিলনমেলার ১টি মাধ্যমসারা দুনিয়ার মানুষ এখানে একত্রিত হয়। ‘আল্লাহুয়াকবর আল্লাহুয়াকবর লা ইলা হা ইল্লালাহু আল্লাহুয়াকবর আল্লাহুয়াকবর অয়া লিল্লাহিল হামদ’ শব্দে মুখরিত হয় মদিনার আকাশ বাতাশ ও প্রতিটি ধুলিকনা, আর শিহরিত হয় গোটা মুসলিম জাহান পৃথিবীর প্রায় সব দেশ থেকেয় মক্কায় আসেন লক্ষ লক্ষ মানুষ। হজ্ব করা বাঁ নবীর রউজা মোবারক করতে চান না এমন মুসলিম তো দুরের কথা এমন মানুষই হইত পৃথিবীতে পাওয়া দুষ্কর হয়ে যাবে।

এবার যাওয়া যাক প্রসঙ্গ কথায়। বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা হল পৃথিবীর ২য় বৃহত্তম মুসলিম মজলিস। যেখানে উপস্থিত হত ভারত, পাকিস্থান,মায়ান্মার, নেপাল, মালদ্বীপ, ভুটান, চীন, সৌদি, মালায়শিয়া, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্য দেশের মুসলমান গন উপস্তিত হতেন বিশ্ব ইজতেমায়। দেশবিদেশের বরন্য ইসলামি চিন্তাবিদেরা বক্তব্য রাখতেন। ঢাকার টঙ্গিতে তুরাগ নদীর পারে জমে উঠত মুসলিম বিশ্বের ২য় বৃহত্তম ইসলামিক মজলিস যা বিশ্ব ইজতেমা নামে বিশ্বে পরিচিত। গোটা পৃথিবীর মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানগনও বেশ হুমকির মুখে। কেনোনা কিছু দিন পর পর হুচুক ওঠে বাংলাদেশের সংসদ থেকে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” তুলে দেওয়ার, কিছু দিন পর পর হুচুক ওঠে বাংলাদেশের সংবিধান থেকে উঠীয়ে দেওয়ার কথা যে “ বাংলাদেশ একটি মুসলিম দেশ”প্রথম ধাপে বিশ্ব ইজতেমা ভেঙ্গে করা হল ২বারে, এর পর জেলায় জেলায় এর পর তো হতেই পারে বাড়িতে বাড়িতে পালন করবেন বিশ্ব ইজতেমা পালন। আর সৌদির সরকার বলবেন দেশে দেশেই পালন করবেন হজ্ব।

 World Muslim Congregation.
That day may not be far away, and reducing that of the World Muslim Congregation will continue to be home. The country will perform Hajj, naujibillaha. Now the TV screen MP, said the ministers of the government in the face of camacadera almost hear a word he said, I am going to lead the country. Ha Bay waters bereche progress. However, if you move the whole country will be under the bangapasagarei.

I think we're beyond the year 2050. Now all of a sudden he yarayara the Saudi King, Alan will perform hajj, the pilgrimage to Mecca during kenona makkanagirira situation is very bad. We were having a hard time eating all the measured error can not cope. Water, food, clothing and toilet sankta was created. The streets were jam. Alternatively bibhinnadesa dirt from the city to go back to the end of the Hajj is caused by a variety of hajigana chaos. Various known and unknown certify that it has, for whatever reason, that he is a citizen of the country will perform hajj yedesera. God forbid. He said it would be like.

Muslim pilgrims 1 5 word. Muslim pilgrims on earth, the platform 1. People around the world are gathered here. "La ila ha allahuyakabara allahuyakabara Illalahu allahuyakabara allahuyakabara Aiah lillahila Hamd 'is filled with the sound of Medina batasa sky and the dust, and the Muslim Jahan was thrilled. Millions of people all around the world came to Mecca thekeya country. Hajj Mubarak left rauja Prophet of Muslims who do not want to do that so far the people on earth would be difficult.

Now let's go to the context of the words. World Muslim Congregation, the world's second largest Muslim Majlis World Muslim Congregation. Which came from India, Pakistan, mayanmara, Nepal, Maldives, Bhutan, China, Saudi Arabia, Malaysia, Nigeria, the Muslim world, including various types of mass would have a suitable Islamic convention. Desabidesera baranya scholars would say. Turag river in Tongi, Dhaka, would grow the world's second largest Muslim Majlis of the Islamic world, which is also known as the World Muslim Congregation. The number of believers in the whole Muslim world is under threat. A few days after the country's parliament to kenona hucuka "Bismillahir Rahmanir Rahim" was over, a few days after the country's constitutional hucuka uthiye to be that "Bangladesh is a Muslim country." The first step is to break the World Muslim Congregation bar, the district will continue after the World Muslim Congregation it could be played at home. The Saudi government says the country will perform Hajj.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন