শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

অক্ষর




অক্ষর

অক্ষররা এখনো হাঁটি হাঁটি পা পা করে
মাটির কাছে আসার জন্য হামাগুড়ি দেয় এখনো।
অক্ষররা এখনো পাশাপাশি বসতে শিখেনি
এলোমেলো ভাবেই নতুন শব্দ তৈরি করে, নিজেদের মত।

অক্ষররা এখনো উড়তে শিখেনি তবে ডানা ঝাঁপটে বেড়ায়
একোল থেকে ওকোল জানা অজানা কত তারামনবিবির ছায়।
অক্ষররা এখনো আলপনা আঁকতে শিখেনি,
অক্ষররা এখনো স্বাধীনতার স্বাদ নিতে শিখেনি
তবে স্বাধীন ভাবে আলপনা নিয়ে খেলতে শিখেছে।

সে দিন আর বেসি দূরে নয়, যে দিন
অক্ষররা বর্ণের সাথে লুকোচুরি খেলবে,
তাদের পাশাপাশি বসিয়ে রক্তিম পতাকা উড়াবে
সে দিন ডানা দিয়ে আগলে রাখবে এই মানচিত্র,
আঁকবে স্বাদহীন স্বাধীনতার আলপনা ।
হাতের মুঠোয় আনবে লাল সূর্যটাকে

******************************

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

Relationship equation, একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পত্তি

Relationship equation==============
Once was a launch accident. A couple found a lifeboat launch. But there is more than one husband threw not be able to understand. The man jumped up and caught himself with his wife behind. Sinking launch a single word to her husband, standing in a loud voice said.
Teachers say at least stopped, looked around and asked the students to understand the response, "What do you think? What you said! "
- "You're a hooker, I was not blind!" Replied the majority of the students.
Teachers noticed a boy had been silent the whole time, when asked his opinion, he said, "Sir, I believe, she said, take care of our baby, Take care of him."
Teacher was surprised and asked, "Have you heard this story before, have not you!"
The boy shook his head and replied, "My mother died of illness purbamuhurte told him the same thing."
Teachers agreed, you are right.
Lancata went down, and he returned home to take care of her daughter did.The man died a few years later their daughter's diary found. There he was discovered, before lancayatraya mother were diagnosed chronic, extreme moment of his father, so the only way to survive is to take advantage of.
His father wrote in the diary, "I want you to go down to the sea, was under, but just the thought of her daughter to leave you alone forever beneath the sea."
The end of the story, shut up classes.
Teachers know, students have been able to catch up with the lesson of the story. Good and bad, a lot of complexity behind everything in the world which has not always understood.-----------------------------------------------I saw only the top floor should never be verified, noting another very foolish to judge strictly.
Who always wants to give the food bill, it does not mean that the overflow of money, because he's worth a look larger than friendship.
Those who left work early, that means he is not a fool, he actually is irresponsible.
Excuse me before or after a dispute over who would argue, is that he was wrong, but evaluating the people around him.
He wants to help you, that you do not expect anything, but as a true friend.
That means it is not often that one text that has nothing to do, really love you with my heart.
One day we will be isolated from each other, but our behavior and the human heart will bhalobasagulo. Someone will remember, "This is a man with whom he spent some time in my life the best." (Collected)


সম্পর্কের সমীকরন
==============
একবার একটা লঞ্চ দূর্ঘটনায় পড়লো। লঞ্চের এক দম্পত্তি একটা লাইফবোট পেল। কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে পিছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়লো। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র বাক্য চিৎকার করে বলেছিলো।
শিক্ষক এটুকু বলে থামলেন, চারদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন, “তোমাদের কি মনে হয়? কি বলেছিলো মহিলা!”
-“তুমি একটা ইতর, আমি কি অন্ধই না ছিলাম!” অধিকাংশ ছাত্রই এ ধরনের জবাব দিলো।
শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ, তার মতামত জানতে চাইলে সে বললো, “স্যার, আমার বিশ্বাস, মহিলাটি বলেছিল, আমাদের বাচ্চাটার যত্ন নিও, ওকে দেখে রেখ।”
বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন, “তুমি এই গল্প আগে শুনেছ, তাই না!”
ছেলেটি মাথা নেড়ে জবাব দিলো, “ আমার মাও অসুখে মারা যাওয়ার পূর্বমূহূর্তে বাবাকে একথাই বলেছিলো।”
শিক্ষক একমত হলেন, তুমিই ঠিক।
লঞ্চটা ডুবে গেলো এবং বাড়ি ফিরে লোকটা একাকী মেয়েকে যত্ন করে বড় করলো।
লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরী পেল। সেখানে সে আবিষ্কার করলো, লঞ্চযাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিলো, চরম মূহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছে।
ডায়েরীতে তার বাবা লিখেছে, “আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগর তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো।”
গল্প শেষ হলো, ক্লাস একদম চুপ।
শিক্ষক বুঝলেন, ছাত্রেরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে। ভালো এবং মন্দ, পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না।
-----------------------------------------------
আমাদের কখনোই শুধুমাত্র উপরের তল দেখেই যাচাই করা উচিত না, অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা বেশ বোকামি।
যারা খাবারের বিলটা সবসময়ই নিজে দিতে চায়, তার মানে এই নয় যে তার টাকা উপচে পড়ছে, এর কারন সে টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে।
যারা আগে ভাগেই কাজ করে ফেলে, এর মানে সে বোকা না, আসলে তার দায়িত্বজ্ঞান রয়েছে।
যারা ঝগড়া বা বাকবিতন্ডার পরে আগে মাফ চেয়ে নেয়, সেই ভুল ছিলো এমনটা নয়, বরঞ্চ সে চারপাশের মানুষকে মূল্যায়ন করে।
তোমাকে যে সাহায্য করতে চায় সে তোমার কাছে কোন কিছু আশা করে না, বরং একজন প্রকৃত বন্ধু মনে করে।
কেউ আপনাকে প্রায়ই টেক্সট করে তার মানে এটা নয় যে তার কোন কাজ নেই, আসলে আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে।
একদিন আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, কিন্তু আমাদের আচরণ ও ভালোবাসাগুলো মানুষের হৃদয়ে থেকে যাবে। কেউ না কেউ স্মরণ করবে, “ এ হচ্ছে সেই মানুষ যার সাথে আমার জীবনের শ্রেষ্ঠ কিছু সময় কাটিয়েছি।” (সংগৃহীত)

Lightning bird lives about 70 ,বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত

 Lightning bird lives about 70 years. As the 40 OKIs an important decision. At that time, three of his bodyThe main body weakens ...1. Paw (toenail) are long and soft ... Of almostBecomes impossible ...II. Tight lips at the front ... As a result, food or tear khuteAlmost stopped eating ...3. Wings are heavy .. And stuck to the chest due toFlights are limited ...As a result locate victims, catch and eat slowly difficult tinateiBecomes ... The three ways are open to him.1. SuicideII. Like vultures eat the dead bodies3. Punarasthapita to himself.And took refuge in a high mountain ... The lodge .. And startThe new effort.At first his lips, he struck the rock breaks. OfThe pain is not there anymore ... The same way the body breaksGrow new nails and lips and waited ...Gajale lips and nails, and feathers are all tore up his wings ..New feathers have to wait suffer .. 150 daysAfter all, he gets new anguish and wait .. That gets backThe rapidity long flight ..He has more than 30 years living in the same power and gloryA ..Desire, activity and weakens our imagination ... coming ... 40Ardhajibanei our enthusiasm, desire, strength decreases.We leave mentality that causes laziness, pastRemove and recover the life of the mind is burdened with numbnessThunder will be on the lips, like a paw and fin ...1 150 days, if not months, if we were to try againWe get a new enthusiasm, experience and endless energy ...Do not let yourself never to lose, and do not obey the rate !!

বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত থাকে। অথচ ৪০ আসতেই ওকে
একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। ওই সময় তার শরীরের তিনটি
প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে।।।
১. থাবা( পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়।।। শিকার করা প্রায়
অসম্ভব হয়ে পড়ে।।।
২. ঠোঁট টা সামনের দিকে মুড়ে যায়।।। ফলে খাবার খুটে বা ছিড়ে
খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।।।
৩. ডানা ভারী হয়ে যায়।। এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন
উড়ান সীমিত হয়ে যায়।।।
ফলস্বরুপ শিকার খোজা,ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে মুশকিল
হয়ে পড়ে।।। ওর কাছে তিনটে পথ খোলা থাকে।
১. আত্নহত্যা
২. শকুনের মত মৃতদেহ খাওয়া
৩. নিজকে পুনরস্থাপিত করা।
ও একটা উচু পাহাড়ে আশ্রয় নেয়।।। সেখানে বাসা বাঁধে।। আর শুরু
করে নতূন প্রচেষ্টা।
সে প্রথমে তার ঠোঁট টা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর
থেকে যন্ত্রণা আর হয় না।।। একইরকম ভাবে নখ গুলো ভেঙে ফেলে
আর অপেক্ষা করে নতূন নখ ও ঠোঁট গজানোর।।।
নখ ও ঠোঁট গজালে ও ওর ডানার সমস্ত পালক গুলো ছিড়ে ফেলে।।
কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতূন পালকের।। ১৫০ দিনের
যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতূন করে পায়।। পায় আবার সেই
লম্বা উড়ান আর ক্ষিপ্রতা।।
এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও গরিমা
নিয়ে।।
ইচ্ছা,সক্রিয়তা ও কল্পনা... আমাদের দুর্বল হয়ে পড়ে ৪০ আসতেই।।।
অর্ধজীবনেই আমাদের উৎসাহ, আকাঙ্খা, শক্তি কমে যায়।
আমাদেরও আলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ করে,অতীতের
ভারাক্রান্ত মন কে সরিয়ে ও জীবনের বিবশতা কে কাটিয়ে
ফেলতে হবে বাজের ঠোঁট,ডানা আর থাবার মত।।।
১৫০ দিন না হলেও ১মাসও যদি আমরা চেষ্টা করি তাহলে আবার
আমরা পাবো নতূন উদ্যম, অভিজ্ঞতা ও অন্তহীন শক্তি।।।
নিজেকে কখনোই হারাতে দেবেন না আর হার ও মানবেন না!!

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

What should I do now?কি করা উচিৎ এখন?

কি করা উচিৎ এখন?

লেখাপড়ার পাঠ প্রায় শেষ, দেশের সর্বচ্চো ডিগ্রী এখন আমার হাতে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুলোর মধ্যে একটি ‘বেগম রোকেয়া ইউনিভার্সিটি’ থেকে সদ্য হাতে পাওয়া ‘এম বি এ’ সার্টিফিকেট সহ মোট চারটি সার্টিফিকেট শিক্ষার ঝুলিতে। অভিজ্ঞাতা বলতে প্রায় ৮/১০বছর ধরে প্রাইভেট পড়ান, বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নেওয়া আর গত  ৪ বছর ধরে বিভিন্ন কলেজে শিক্ষকতা। কম্পিউটারের উপর আছে ভালো ধারনা, সর্টকোর্স করা আছে সিভিল, মেকানিক্যাল ও পাইপ ফিটিংসের উপর। এর বাহিরে হাতের কাজ যা জানা আছে তা সার্টিফিকেট ছাড়া। লেখাপড়া আর আভিজ্ঞতার ঝুলিতে এই সম্বল। অতি আত্মবিশ্বাসের কারণে অনেক সাচ্ছন্দে হারিয়েছি কিছু মূল্যবান....... আর হারিয়েছি সময়।

এতকিছু থাকাসত্তেও মিলছেনা মনের মতো কোন কাজ। কি এমনটায় ভাবছেনতো? ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। আপনি যেদিন প্রথম স্কুলে গিয়েছিলেন সে দিনের কথা মনে আছে, আপনি কিন্তু ১ দিনে স্কুলে যাননি। স্কুলে যাওয়ার জন্য আগের ১টা বছর অনেক শ্রমদিতে হয়েছে আপনাকে। আর এটাতো চাকরীর বাজার।

সোজা কাজের কথায় আসুন। আপনার সামনে এখন যে রাস্তা খোলা আছে সে পথেয় চলতে শুরু করুন। আর যদি খলা না থাকে তাহলে আরও ভালো। যেকোন একটা কাজ সুরুকরে দেন। যেকোনো তবে সেটা সৎ ও হালাল হতে হবে। পাছে কে কি বলল শুনতে পারেন তবে মাথায় নেওয়া জাবেনা। মন দিয়ে কাজ করতে হবে আর গন্তব্যের রাস্তাটা তৈরি করতে হবে। আমেরিকার একজন পেপার বিক্রেতা যদি উড়োজাহাজ তৈরির কারখানার মালিক হতে পারেন, উস্থাপক থেকে ট্রাম্প প্রেসিডেন্ট হতে পার, মমতাজ এমপি হতে পারে, তাহলে আমি আপনি পারবনা কেন? আমাদের তো বিদ্যা আছে ভালো মন্দ বিচার করার খমতা আছে। তাহলে ভয় কথায়, লোকে কি বলবে। লোকের কাজ বলা তারা বলবেই। আপনি সফল হলেও বলবে না হলেও বলবে, তবে বলার ধরন হবে আলাদা। আমাদের দেশের নাসির কোম্পানির কথা ধুরুন। লোকটা কাজ শুরু করেছিলেন বিড়ি তৈরি করা থেকে আর আজ তিনি এক জন সফল ইন্ডাস্ট্রিয়াল। আপনি চায়ের দোকান দিয়ে শুরু করতে পারেন, তবে লক্ষ থাকতে হবে চা বাগানের মালিক হয়ার। আমাদের দেশ সহ পৃথিবীর অনেক সফল মানুষ, ০ থেকেয় পথ ছলা শুরু করেছিলেন। এর মধ্যে অনেকে বিদ্যা শুন্যও ছিলেন।

আপনি লিখাপরা শিখেছেন, জ্ঞানার্জনের জন্য। নিজেকে শিক্ষিত করার জন্য। জ্ঞানের আলয় বিকশিত হয়ার জন্য। নিজের পশুত্বকে দমিয়ে রেখে ভালো খারাপের বিচার করার জন্য। আপনি লিখাপরা শিখেছেন, সিস্টাচার শিখার জন্য। কর্মক্ষেত্রে সহজে চলার জন্য। এক কথায় আপনার জীবন কে সুন্দর করে সাজানর জন্য।


What should I do now? Around the end of the study, the highest degree of my hands now. The public university of a 'roquiah University recently received from M B A certificate of education holds four certificates. That experience around 8/10 years of private teaching, to take a variety of classes and coaching center for the last 4 years of college teaching. There are good ideas on the computer, sartakorsa are civil, mechanical and pipe fittings over. Without the certificate, which is known to work out of hand. The fund holds an education and experiences. Sacchande've lost a lot of confidence because of the ....... and lost some valuable time.
 Thakasatteo do not match any point in mind. What emanataya bhabachenato? Not think it is something unusual. The first day when you went to school, I remember the day, you did not go to school but 1 day. 1 to go to school for the past many years has been to sramadite. It is the job market.
 Come straight to work. Now that the roads are open before you start running the patheya. If you do not play better. Any given a job surukare. However, it will be an honest and lawful one. Who else can hear what's said to be the head jabena. With this in mind, and to work to create a destination street. A paper airplane factory owners in the US can be a seller, usthapaka president of the Trump may be, Mumtaz MP may be, then why can not I? Interoperability is good or bad to judge the knowledge we have. If the words of fear, they say. They say you'd never ask a man. You will succeed, but does not say, but to a different type. Nasir company dhuruna of our country. The man began to be made from cigarettes and today he is a successful industrial. You can start with the tea shop, the fate of the owner of the tea garden to be. Many successful people in the world, including our country, began to deceive 0 thekeya way. Many of the studies were empty.
 Likhapara you have learned, for knowledge. To educate yourself. Developed for the abode of knowledge fate. Keep yourself in check pasutbake to judge good or bad. Likhapara you learn, learn sistacara. Easy to keep the workplace. In a word, your life is beautiful for sajanara. Why wear us down .........!


বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

That day may not be far away, and"যে দিন আইন হবে ঘরে ঘরে বিশ্ব ইজতেমা পালন করবেন"



বিশ্ব ইজতেমা।
সে দিন হয়ত আর বেসি দূরে নেই, যে দিন আইন হবে ঘরে ঘরে বিশ্ব ইজতেমা পালন করবেন। দেশে দেশেই পালন করবেন হজ্ব, নাউজিবিল্লাহ। এখন টিভির পর্দায় এম পি, মন্ত্রীদের মুখে বলেন আর সরকারের চামচাদের মুখে বলেন একটি কথা প্রায় শুনি, আর টা হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে। হা এগিয়েছে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা বেরেছে। তবে এভাবে এগুতে থাকলে গোটা দেশটা একদিন বঙ্গপসাগরেই তলিয়ে যাবে

মনে করি, আমরা ২০৫০ সাল অতিক্রম করছি। হঠাৎ করেই সৌদির বাদশা এলান করলেন এখন থেকে যারযার দেশে হজ্ব পালন করবেন, কেনোনা হজ্বের সময় মক্কানগিরির অবস্থা খুবি খারাপ হয়ে যায়। আমরা হিমসিম খেয়ে যায় সকল কিছু টিক ঠাক সামলাতে পারিনা। পানি, খাদ্য,বস্ত্রের ও টয়লেটের সংক্ট সৃষ্টি হয়। রাস্তায় জ্যাম সৃষ্টি হয়। শহর ময়লা হয় এছারা বিভিন্নদেশ থেকে আগত হাজিগন হজ্ব শেষে ফেরত না যাওয়ায় সৃষ্টি হয় নানা রকম বিশৃংখলা। এরকম জানা অজানা নানা কারনের জন্য জানানো যাইতেছে যে, যে যেদেশের নাগরিক সে সেই দেশে হজ্ব পালন করবেন। নাউজুবিল্লাহ। তাহলে কেমন হবে বলেন তো।

হজ্ব মুসলিমদের ৫টি কালেমার ১টি। হজ্ব পৃথিবীতে মুসলিমদের মিলনমেলার ১টি মাধ্যমসারা দুনিয়ার মানুষ এখানে একত্রিত হয়। ‘আল্লাহুয়াকবর আল্লাহুয়াকবর লা ইলা হা ইল্লালাহু আল্লাহুয়াকবর আল্লাহুয়াকবর অয়া লিল্লাহিল হামদ’ শব্দে মুখরিত হয় মদিনার আকাশ বাতাশ ও প্রতিটি ধুলিকনা, আর শিহরিত হয় গোটা মুসলিম জাহান পৃথিবীর প্রায় সব দেশ থেকেয় মক্কায় আসেন লক্ষ লক্ষ মানুষ। হজ্ব করা বাঁ নবীর রউজা মোবারক করতে চান না এমন মুসলিম তো দুরের কথা এমন মানুষই হইত পৃথিবীতে পাওয়া দুষ্কর হয়ে যাবে।

এবার যাওয়া যাক প্রসঙ্গ কথায়। বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা হল পৃথিবীর ২য় বৃহত্তম মুসলিম মজলিস। যেখানে উপস্থিত হত ভারত, পাকিস্থান,মায়ান্মার, নেপাল, মালদ্বীপ, ভুটান, চীন, সৌদি, মালায়শিয়া, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্য দেশের মুসলমান গন উপস্তিত হতেন বিশ্ব ইজতেমায়। দেশবিদেশের বরন্য ইসলামি চিন্তাবিদেরা বক্তব্য রাখতেন। ঢাকার টঙ্গিতে তুরাগ নদীর পারে জমে উঠত মুসলিম বিশ্বের ২য় বৃহত্তম ইসলামিক মজলিস যা বিশ্ব ইজতেমা নামে বিশ্বে পরিচিত। গোটা পৃথিবীর মুসলমানের মতো বাংলাদেশের মুসলমানগনও বেশ হুমকির মুখে। কেনোনা কিছু দিন পর পর হুচুক ওঠে বাংলাদেশের সংসদ থেকে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” তুলে দেওয়ার, কিছু দিন পর পর হুচুক ওঠে বাংলাদেশের সংবিধান থেকে উঠীয়ে দেওয়ার কথা যে “ বাংলাদেশ একটি মুসলিম দেশ”প্রথম ধাপে বিশ্ব ইজতেমা ভেঙ্গে করা হল ২বারে, এর পর জেলায় জেলায় এর পর তো হতেই পারে বাড়িতে বাড়িতে পালন করবেন বিশ্ব ইজতেমা পালন। আর সৌদির সরকার বলবেন দেশে দেশেই পালন করবেন হজ্ব।

 World Muslim Congregation.
That day may not be far away, and reducing that of the World Muslim Congregation will continue to be home. The country will perform Hajj, naujibillaha. Now the TV screen MP, said the ministers of the government in the face of camacadera almost hear a word he said, I am going to lead the country. Ha Bay waters bereche progress. However, if you move the whole country will be under the bangapasagarei.

I think we're beyond the year 2050. Now all of a sudden he yarayara the Saudi King, Alan will perform hajj, the pilgrimage to Mecca during kenona makkanagirira situation is very bad. We were having a hard time eating all the measured error can not cope. Water, food, clothing and toilet sankta was created. The streets were jam. Alternatively bibhinnadesa dirt from the city to go back to the end of the Hajj is caused by a variety of hajigana chaos. Various known and unknown certify that it has, for whatever reason, that he is a citizen of the country will perform hajj yedesera. God forbid. He said it would be like.

Muslim pilgrims 1 5 word. Muslim pilgrims on earth, the platform 1. People around the world are gathered here. "La ila ha allahuyakabara allahuyakabara Illalahu allahuyakabara allahuyakabara Aiah lillahila Hamd 'is filled with the sound of Medina batasa sky and the dust, and the Muslim Jahan was thrilled. Millions of people all around the world came to Mecca thekeya country. Hajj Mubarak left rauja Prophet of Muslims who do not want to do that so far the people on earth would be difficult.

Now let's go to the context of the words. World Muslim Congregation, the world's second largest Muslim Majlis World Muslim Congregation. Which came from India, Pakistan, mayanmara, Nepal, Maldives, Bhutan, China, Saudi Arabia, Malaysia, Nigeria, the Muslim world, including various types of mass would have a suitable Islamic convention. Desabidesera baranya scholars would say. Turag river in Tongi, Dhaka, would grow the world's second largest Muslim Majlis of the Islamic world, which is also known as the World Muslim Congregation. The number of believers in the whole Muslim world is under threat. A few days after the country's parliament to kenona hucuka "Bismillahir Rahmanir Rahim" was over, a few days after the country's constitutional hucuka uthiye to be that "Bangladesh is a Muslim country." The first step is to break the World Muslim Congregation bar, the district will continue after the World Muslim Congregation it could be played at home. The Saudi government says the country will perform Hajj.

সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

মেয়েরা বাড়ীতেও নিরাপদ নয়



মেয়েরা বাড়ীতেও নিরাপদ নয়
বাবা-মা ই হলেন ছেলেমেয়েদের সবচেয়ে বড় বন্ধু  আর এই বাবামা যখন তাদের সন্তানের বন্ধু হতে পারে না, তখনি ঘটে যত বিপত্তি। যদি ছেলেমেয়েরা তাদের বাবা-মায়ের সাথে সবকিছু ভাগাভাগি করতে না পারে অথবা বাবা-মা তাদের সন্তানদের বিশ্বাস না করে কিংবা একজন কে বেশি আর অন্যজন কে কম ভালবাসা বা বিশ্বাস করা হয়। এরকম আরও অনেক কারনেই ঘরেবাহিরে প্রায় সব খানেই প্রতিনিয়ত ঘটছে ইভটিজিং বা যৌন হয়রানির মতো জঘন্যতম অপরাধ।

আমার চেনা একজন মেয়ের জিবনের গল্প অনেক ছোট করেই বলছি, মেয়েটা বাড়ির ছোট মেয়ে বাবা-মা আর বড়বোনের সংসার তাদের। বড় বনের কথায় যেন বাড়িতে সব। কোন কথার ভালমন্দের বিচার নেই এখানে ছোট মেয়েটা বঞ্চিত। সে পরিবারে অতটা মুল্য পায়না যতটা তার বড় বোনকে দেওয়া হয়। পড়িবারের কৃত্রিম বা প্রাকৃতিক যেকোনো ঝড়ই হোক না কেন সেটার খেসারত তাকেই দিতে হয়। কারন বড়রা বড়। বড়বোন বলেই খালাস তাই মায়ের সাথে সব কাজে তাকেই নামতে হয়। আর কাজ করতে গেলে একটু ভুল হতে পারে, হতে পারে দেরি। শুনতে হয় আরও কিছু কথা। বড়রা সবসময় ছটদের দিয়ে অনেক কাজ করিয়ে নেই এট যেমন সত্য তারা মনে করে এদের কোন কাজ নাই এটাও সত্যকিন্তু তাদেরকে তাদের মত থাকতে দেওয়া হয়না কখনই। তারা হয়ত কখন ভেবে দেখেনা একটা পরিবারে যদি ছয়জন মানুষ থাকেন, আর প্রত্যেকে ৫ টা করে হুকুম করেন তাহলে কাজের স্নগখ্যা দাঁড়ায় প্রায় ৩০টা, এর পরে সে নিজে। এখন একটা বাচ্ছা হয়েছে। বাচ্ছার ময়লা পরিষ্কার করার দায়িত্ব ও যেন তার।

বড় বোনের বিয়ে হল, নিজেদের কোন ছেলে না থাকায় জামায়ের কদর তো বুজতেই পারছেনজামায় এখন সব, মা-বাবা আর বোনের কাছে সে যেন অমুল্য ধন। অন্ধ বিশ্বাস করেন সবায় তাকে। আর এই বিশ্বাস কাল হয়ে দারিয়েছে ঐ বাড়ির ছোট মেয়ের জীবনেকি করবে এখন সে, কথায় যাবে। কার সাথে শেয়ার করবে তার কষ্টের কথা। বাবা মা বোন, কেউতো মুল্য দিবেনা তার কতার। কাকে বোঝাবে তার দুলাভাই তাকে রক্ষিতা করে পেতে চায়, সুযোগ পেলেই শুনিয়ে দেয় নানা রকম অশ্লীল কথা, আর চেষ্টা করে গায়ে হাত দেওয়ার দুলাভাইয়ের ৩বেলায় খাওয়ানো, সকালে বিছানা পরিস্কার, কাথা বালিস গোছান আবার রাতে বিছানা পরিস্কার, কাথা বালিস মশারী কয়েল সবকিছু ঠিক করে তার বিশ্রামআর এই সুযোগ গুলো নেয় তার দুলাভাই এ রকম আরও অনেক কারনে ঘড়ের ভিতরে সবার সামনে সবসয় যৌনহয়রানির স্বীকার হচ্ছে মেয়েটি।  জানিনা এ যুদ্ধে মেয়েটি কতদিন টিকে থাকবে।   

মেয়েটির কান্না শোনার মতো কেউ নেই। বাবাকে  মেয়েটি বেশ কয়েকবার বলেছিল ২-৪ দিনের জন্য বেরাতে যাওয়ার কথা, বাবা তার কোন কথায় গুরুতব দেয় নায়এক দিন মেয়েটি বাড়িতে কিছু না বলে চলে যায়। আশ্রয় নেয় বাসা থেকে অনেক দূরে মামার বাসায়। মেয়েটি কেন বাসা থেকে বেরিয়ে এলো, কেনই বা মামা বাড়িতে এলো এ নিয়ে কারো মাথা ব্যাথা নাই। মেয়েমানুষ  তো সব দোষ তার। ছরিয়ে পরলো নানা রকম গুজবআল্লাহ্‌ পাকের ও খেলা। মেয়েটিকে তার মামার বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য, মেয়েটির বাবা-মা তার দুলা ভাইকেই পাঠালেনমামা বাড়ির লকেরা ইনডিরেক্টলি বুঝানোর চেষ্ঠা করেও কোন কাজ হয়নি। মামা বাড়ির সকলের এবং মেয়েটির অনিচ্ছাস্ততেও দুলা ভাইয়ের সাথে পাঠাতে হয় মেয়েটিকে। মেয়েটির আর্তনাত আজ হইত কারো হৃদয় স্পর্শ করেনি। তার গুমরিয়ে কান্নার শব্দ আজ কারো কানে পউছেনি। বাচার জন্য তার যে আকুতি সে চোখের ভাষা কেউ বুঝার চেষ্টা করেনি।

সম্প্রতি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “ বড় আব্বুদের কাছে  নিরাপদে নায়” প্রায় এরকমই একটি শিরোনামে উঠে আসে ৫বছর বয়সী একটি মেয়ে শিশু রক্ষাপায়নি তার বড় আব্বুদের কাছ থেকে। সারা রাত তার উপরে শুধু যৌন-অত্তাচার-ই করে খান্ত হন নি শরীরের বিভিন্ন জাগায় সিগারেটের ছ্যাকাও দিয়েছেন। যা দেখে কর্তব্যরত ডাক্তারাও শিউরে উঠছেন প্রতিনিয়ত। সোহাগি জাহান তনু, নিতু মণ্ডল, সুরাইয়া আক্তার রিসা, খাদিজাদের তালিকায় যেকোনো সময় পরে যেতে পারে তার নাম। এটা হইত আমার বা আমাদের কারো কাম্ম্য নয়। তার না বলা ভাসাগুলো বুঝতে হবে। তার কান্নার শব্দ গুলো শুনতে হবে। তাকে তার মতো করে বেরেউঠতে দিতে হবে। তাকে সময় দিতে হবে। তা না হলে এর জন্য দায়ি আমি, আপনি, পরিবার গোটা সমাজ।