সুন্দরবন বনাম রামপাল। ফেসবুকে কিছু লাইন দেখলাম বলতে পারেন এগুলো দেখেই লেখার ইচ্ছাটা আরও বাড়ল, বাড়ল একারনে বললাম লিখার ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল। লাইনগুলো কি এখনি বলব, থাক একটু পরে বলি। ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম, আমার মনে হয় আপনেরাও পড়েছেন। এক বনের শিয়াল লোকালয়ে চুরি করতে এসে তার লেজ টা কাটা পরে। শিয়াল ভালকরে দেখে যে লেজ ছাড়া তাকে একদম বেমানান লাগছে, তাখন সে ভাবল কি করা যায়। সে অনেক চিন্তা করে একটা বুদ্ধি বের করল, আর বনে একটা সভা ডাকল। সভাতে বনের সব শিয়াল উপস্থিত হল এর পর লেজকাটা শিয়ালটি বলল দেখ আমি শহর থেকে কেটে এনেছি লেজ ছাড়া আমায় কত সুন্দর লাজছে, তোমরাও তমাদের লেজ কেটে ফেলো তাহলে আমার মত সুন্দর হয়ে যাবে। এখানে অন্য শিয়াল গুলো বুজতে পেরেছিল শিয়ালের মতলব। কিন্তু আমাদের প্রধান মন্ত্রী বঝেন না, তাই অন্য দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও তার আশপাশের ফটো এনে দেখান। যে দেশে একটা ইট ভাটার আশপাশে কোনগাছ দেখা যায়না আবাদি জমিতে ফসল ফলেনা, যার আশপাশে কোন পশু-পাখি দেখে যায়না, সেই দেশে সুন্দর বন নিরাপদে থাকবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে। “কয়লা হবে সুন্দরবন সেটাও নাকি উন্নয়ন”। উন্নয়ন-ই তো ৫০বছর পর সুন্দরবন যখন কয়লা হবে তাখন ঐ কয়লা দিয়ে আবার বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। হাঁ হাঁ হাঁ। তখন আর কয়লা আমদানি করতে হবেনা হাঁ হাঁ হাঁ।
বছরে প্রায় ৪৭ লাখ টন কয়লা ও চুনাপাথর আনা হবে সুন্দরবনে প্রবাহিত পশুর ও শিবসা নদী দিয়ে যা বিভিন্ন্য খাল দিয়ে, অন্তত ১৫০ কিলমিটার পাড়ি দিয়ে পৌঁছবে রামপালে। আর এই পথে রয়েছে ডলপিনের ২টি অভয়ারণ্য, বেঙ্গল টাইগারসহ বিপন্ন প্রজাতির বেশ কিছু প্রাণীর বিচরণ এলাকা। বন্য প্রাণী আইন অনুযায়ী এই পথে সকল প্রকার জাহাজ চলাচল নিষেধ ।আমরা অনেক নদীকে কবর দিতে দেখেছি, এখন বুড়িগঙ্গা কে দিচ্ছি, এর পরে পশুর ও শিবসা নদী আশা করা যাই। কিছু দিন আগে এখানে কয়লা, সিমেন্ট ও তেল সহ ৫/৬ টি জাহাজ ডুবেছে সেগুলোর ক্ষতি এখন অপূরণীয়। এর পরে কয়লা সহ ডুবলে কি করবেন? আপনার কি মনে হয় জাহাজ থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য সুন্দরবনে পরবে না? কয়লা ও বাতাসের ঘর্ষণে সুন্দরবন পুরবেনা? জাহাজের শব্দ, আলো, ধোঁয়া ও পানির কম্পনে জিববৈচিত্রের ক্ষতি হবেনা। প্রতিবেদনে বলা হ্য়,কয়লা পরিবহনের কাজে ব্যবহারিত এলাকার দুই পাশে ৩লক্ষ ২০হাজার ৫০০একর ভূমি রয়েছে, যার প্রায় ১২% চিংড়িঘের ও কৃষিজমি, ৩৬% বনভূমি, ৪৮% জলাভূমি ও বশতি রয়েছে।
এতোগেলো সুন্দরবনের ভিতর আর বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের খবর। এবার একটু বাহিরে আসুন। সুন্দরবনকে কেন্দ্র করে তার চারপাশে লেগেছে জমি কিনার মহোৎসব। প্রায় ১০হাজার একর জমি কিনেছে বিভিন্ন শিল্পোগস্টহি,ব্যাবসাপ্রতিষ্ঠন ও ব্যাক্তি মালিক। সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ ঘোষনা করা হলেও এই এলাকাতে ১৫০টি শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পকে অবস্থানগত ছাড়পত্র দিয়েছে এলাকাটিকে ইসিএ ঘোষণা করার আগে, যা বাতিল করার বিধান থাকলেও এখন পর্যন্ত হয়নি। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কোন এলাকাকে ইসিএ ঘোষণা করা হলে সেখানে কোন ধরনের শিল্পকারখানা থাকতে পারবেনা। ছাড়পত্র পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চাল ও করাতকল ৫০,১৯ টি, সিমেন্ট কারখানা ৯টি, ৬টি অটো মিল, খাদ্য ও লবন-পানি প্রক্রিয়াজাতকরন প্রতিষ্ঠান ১৩ ও ৪টি, ২টি জাহাজ নির্মাণ ও ৩৮ টি অন্যান্য প্রকল্প। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী বিদ্যুৎ প্রকল্প, জাহাজ নির্মাণ কারখানা ও ইট ভাটা এগুলো লাল ও কমলা ক্যাটাগরির শিল্পপ্রতিষ্ঠান যা মারাত্মকভাবে পরিবেশদূষণকারী। পরিবেশ বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলকে বলেন, ‘দেশের জন্য সুন্দরবনও দরকার আবার শিল্পও দরকার’ মদন আরও বলেন, সিদ্ধান্ত নেবে সরকার। এখন কথা হলো সিদ্ধান্ত যদি সরকার প্রধান কে নিতে হয় তাহলে তার কাজ কি? সবায়তো সব কিছু প্রধানমন্ত্রির ঘারে চাপিয়ে দিচ্ছেন। বেগম রোকেয়া বিশব্বিদ্যাল্যের স্যার আসান লিখেছিলেন ‘সুন্দর কেন আমরাতো একটা অসুন্দর বনও বানাতে পারবনা’। সত্তিইতো বিদ্যুৎ কেন্দ্র চাইলেইতো বানাতে পারছি কিন্তু সুন্দরবন সেটা কি পারবো কখনো?
এবার রাজনীতি, সুন্দরবনের আসপাশে যে সব শিল্পপ্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র পেয়েছে তার মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তার ভায়রা কাজী হাসান শরীফ , সাংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির ভাই তোহা ইসলাম সহ আরও অনেকে। অন্যদিকে বেগম জিয়া বলেন, সুন্দরবনের রামপাল নিয়ে তথ্যভিত্তিক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রীর গায়ে জ্বালা ধরেছে। বেগম জিয়া আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাস্ট্রবিরধী। এরাই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। আজ ক্ষমতায় থেকে জবাব দিতে হচ্ছেনা। কিন্তু ক্ষমতার বাইরে গেলে জনগণের কাছে জবাব দিতে হবে। তিনি আরও বলেন, সরকার নিজেদের দুর্নীতি, অত্যাচার ও অপকর্ম ঢাকতেই এখন ‘জঙ্গি জঙ্গি জঙ্গি’ খেলা শুরু করেছে। অথচ এসব জঙ্গিবাদী তৎপরতার কোনোটারই সঠিক তদন্ত হচ্ছে না। এখন পর্যন্ত কোনো জীবিত জঙ্গিকে ধরা হয়নি কেন? এটা সরকারের অপকর্ম ও অশুভ উদ্দেশ্যরই প্রতিফলন।
ফাজলামি, “রামপালের ধোঁয়াও কাজে লাগানো যাবে বল্লেন প্রধানমন্ত্রী” রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বেরোবে তার কার্বন ব্যবহার করে ফেইসাল মাস্ক তৈরি করা যাবে। সুন্দরবনের পরিবেশ দূষণের শঙ্কা থেকে প্রধানমন্ত্রী শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন এই বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। তাই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিলের যে দাবি করা হচ্ছে তা নাকচ করেছেন তিনি। তিনি বলেন, ২৭৫ মিটার উচ্চতা হবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চিমনির । এই চিমনি দিয়ে যে কার্বন-ডাই-অক্সাইড বের হবে তা বিদ্যুৎ কেন্দ্রের ১ দশমিক ৬ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রশিকতার ছলে তিনি বলেন মুখের সৌন্দর্য্য বাড়াতে এই কার্বন থেকে তৈরি ‘ফেইসাল মাস্ক’ বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়।
ফাজলামি, “রামপালের ধোঁয়াও কাজে লাগানো যাবে বল্লেন প্রধানমন্ত্রী” রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বেরোবে তার কার্বন ব্যবহার করে ফেইসাল মাস্ক তৈরি করা যাবে। সুন্দরবনের পরিবেশ দূষণের শঙ্কা থেকে প্রধানমন্ত্রী শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন এই বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। তাই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিলের যে দাবি করা হচ্ছে তা নাকচ করেছেন তিনি। তিনি বলেন, ২৭৫ মিটার উচ্চতা হবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চিমনির । এই চিমনি দিয়ে যে কার্বন-ডাই-অক্সাইড বের হবে তা বিদ্যুৎ কেন্দ্রের ১ দশমিক ৬ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রশিকতার ছলে তিনি বলেন মুখের সৌন্দর্য্য বাড়াতে এই কার্বন থেকে তৈরি ‘ফেইসাল মাস্ক’ বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়।
এবার ক্ষমতা, শনিবার বিকাল ৪টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। আমি তা তথ্য-প্রমাণ দিয়ে তা প্রমাণ করে দেব। তিনি আরও বলেন, বিএনপি শুরুতে অন্তরালে থেকে ইন্ধন যোগালেও পরে প্রকাশ্যে এ অপপ্রচারে যোগ দিয়েছে। বিএনপি নেত্রী এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এর মধ্যে ‘ষড়যন্ত্র লুকিয়ে আছে’ ‘বিশেষ করে বিএনপি নেত্রী যখন এ বিষয়ে কথা বলেন, তখন আমার মনে হলো- মায়ের চেয়ে মাসীর দরদ বেশি। প্রধানমন্ত্রী সরকার যে জনগণের সেবক, তা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি। সমালোচকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমার কিছু আসে যায় না। বেশি কথা বললে সব (বিদ্যুৎ প্রকল্প) বন্ধ করে দিলে আর বিদ্যুৎ পাবে না।’ আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘গাড়িবহর নিয়ে যে লংমার্চ, সমাবেশ করছে, তার ফুয়েল (অর্থ) কোথা থেকে পাচ্ছেন? কে যোগান দিচ্ছে; অর্থ-কড়ি কোথা থেকে পাচ্ছেন?’ তিনি দাবি করেন, সুন্দরবন থেকে নিরাপদ (১৪ কিলোমিটার) দূরত্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ফলে এতে সুন্দরবন ও এর আশপাশের এলাকায় পরিবেশগত কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
প্রতিবাদ, ‘রামপাল নিয়ে বেশী কিছু করলে সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিবো। দরকার হলে জনগণ হারিক্যান জ্বালিয়ে চলবেন!’ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এমন বক্তব্যে সামাজিক মাধ্যমে বেশ সরব আলোচনা হচ্ছে। http://www.taza-khobor.com/bd/ltte/73011-2016-08-28-22-51-47 লিংক থেকে পাওয়াঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের “শিক্ষক ড. আসিফ নজরুল বলেছেন, 'বিদ্যুৎ কি প্রধানমন্ত্রির নিজের টাকায় উৎপাদন করা হয়েছে?' বিদ্যুৎ কি উনার নিজের? তিনি বন্ধ করার হুমকি দেন কিভাবে? তিনি এসব বলতে পারেন না। তিনি তার ফেসবুকে লিখেছেন, PM: Not owner of everything! Tini kothay kothay bolen akhon jodi biddut bondho korey dei! Aschorjo! biddut ki unar nijer takay produce korahoyechy? Uni ki ei-biddut-er owner? Thhole uni kivabey bolen a,kotha? key unakey bujabey prime minister howya maney desh-er malik hoyey jaowa na!”
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক “ওমর ফারুক স্যার বলেছেন ‘বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমার জমি নিয়ে নিন, কিন্তু রামপাল নয়’”।
প্রধানমন্ত্রী বলেন সরকার জনগণের সেবক, আমি বলি সেবক মানে চাকর। সরকারতো জনগণের চাকর, চাকর হয়ে এই ধরনের কথা বলেন কি করে। জনগণ সকল ক্ষমতার উৎস প্রধানমন্ত্রী কি ভুলেগেছেন। ‘জনগণ হারিক্যান জ্বালিয়ে চলবেন নাকি চলার পথ দেখাবেন’’ সেটা জনগণের জানা আছে। ছোট বেলায় যখন বাবা-মা শাসনের জন্য মারধর করতেন তখন কিন্তু মাসী এসে বাঁচাতেন, তাদের বাঁধা দিতেন আর বোঝতেন। সে দিক থেকে কিছু কিছু সময় মায়ের চেয়ে মাসীর দরদ একটু বেশিই হয়। প্রধানমন্ত্রী বুঝতে হবে, সুন্দরবন বেচে বাংলার কোন মানুষ ফেইসাল করতে চায়না। প্রধানমন্ত্রী কি নিজেকে জনগণের অন্নদাতা মনে করেন। প্রধানমন্ত্রীর কাছেই আমার প্রশ্ন,‘গাড়িবহর নিয়ে যে লংমার্চ, সমাবেশ করছে, তার ফুয়েল (অর্থ) কোথা থেকে পাচ্ছেন? কে যোগান দিচ্ছে; অর্থ-কড়ি কোথা থেকে পাচ্ছেন?’ আসলেই তো এ অর্থ কোথাথেকে আসছে কে দিচ্ছে এ অর্থের যোগান। জনগণের অর্থ এভাবে নষ্ট করার অধিকার কারো নায়। পরিবেশ বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলকে বলেন, ‘দেশের জন্য সুন্দরবনও দরকার আবার শিল্পও দরকার’, দেশের জন্য শিল্প দরকার তার চেয়ে বেশি দরকার সুন্দরবন।
তোষামোদি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা দেশবাশি জানি এবং বিশ্বাস করি যে আপনি দেশকে অতিতের ন্যায় যোগ্য নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাবেন। আপনার নেতৃীতে দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশ এবং আগামীতে উন্নত আয়ের দেশ হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দারাবে ইনশাআল্লাহ্। আপনি যে ভাবে বঙ্গোপসাগরের সীমানা রক্ষা করেছেন সেভাবে সুন্দরবনও রক্ষা করবেন। আপনি অর্জন করেছেন চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ, আপনি বাংলাদেশকে করেছেন ডিজিটাল। আপনার এ হ্যান অর্জন এর সাফল্যের কথা শেষ হবার নয়। তাই দেশবাসীর হয়ে বলছি, আপনি আরেকবার ভেবে দেখুন।
Sundarbans vs. Rampal. I can say something on the lines of the text they wish to see further increased, increased mirror writing I wish it was before. What lines will now, if I say a little later. Childhood read a story, I think, has been apanera. Fox in a forest locality came to steal his tail after the cut. He is utterly incompatible with the fox without a tail that looks like bhalakare, takhana is what she thought. He had an idea that a lot of thought, and called a meeting in the forest. The meeting was attended by all the forest lejakata fox fox tail and said, I am cut off from the city, but how beautiful lajache me, you like me beautiful tamadera trail will be cut off. Here's another fox the fox was trying to understand. But our prime minister does not bajhena, so other coal-based power plants in the country and bring photos show her around. A brick kilns in the country that can be seen around the konagacha phalena arable crop land, around which we can not see any of the animals, the land will be safe coal-based power plant next to a beautiful forest. "Coal is also the development of the forest would be." So, 50 years after the development of the Sundarbans, the coal can be used to generate electricity will takhana again with the coal. Yeah yeah yeah. Yeah yeah yeah but I do not have to import coal.
Nearly 47 million tonnes of coal a year and a limestone forest will be flowing through the different animals and Shibsha River Canal, will reach at least 150 across kilamitara Rampal. And this is the way dalapinera two sanctuaries, Bengal taigarasaha several endangered species of animals roaming the area. In this way, all kinds of wild animals in accordance with the law forbids ships to the grave if we saw a lot of rivers, Buriganga is now giving the beast, and the river is expected to go Shibsha. Here are a few days ago, coal, cement and oil have already sunken ships, including the 5/6 of them are now irreplaceable. Powered by the coal, including what to do? What do you think the ship will not fall in the Sundarbans toxic chemicals? Coal and wind friction purabena Sundarbans? Ship noise, light, smoke and water damage jibabaicitrera not shaking. According to the report happens, both sides of the coal used in transporting 3 0 of 500 million acres of land, including agricultural land and cinrighera about 1%, 36%, forests, wetlands and basati is 48%.
Etogelo inside the forest surrounding the plant. It's a little outside. Like spree to buy land around the center of the Sundarbans. Silpogastahi of about 10 thousand acres of land purchased, byabasapratisthana owner and person. Sundarbans area of 10 kilometers around the "environmental critical areas" to be announced, but the area has been cleared positional area 150 industries and projects announced before the ECN, which is liable to be canceled, but not until now. According to the Environment Protection Act to declare any area of the ECN can not stay there any kind of industry. The institutions and the rice mill has clearance 50.19, cement 9, 6 Auto mills, food and salt-water processing firms, 13 and 4, two shipbuilding, and 38 other projects. According to the Environment Protection Act, power plants, factories and brick kilns shipbuilding industry categories, which are red and orange paribesadusanakari seriously. Anwar Hossain first alake Forest Environment, said: "We need industry to the country's needs for the Sundarbans," Madan said, the government will decide. Now, if the government decided to take the job if he did? Prime Minister has imposed all sabayato turn. Roquiah bisabbidyalyera Sir Asan wrote 'Beautiful Happened Why can not build an ugly banao. Sattiito able to build a power plant caileito but it can never Sundarbans?
The politics, the nearby forest industries in the Department of Environment has received clearance positional Awami League joint general secretary Mahbub-ul-Alam Hanif, his calls Kazi Hasan Sharif, brother of MP Shagufta Yasmin Emily Toha Islam and many others. On the other hand, she said, after the statement of the Prime Minister based on the burning of the forest has Rampal. Begum Zia said the Awami League government rastrabiradhi. They are working against the state. I can not give an answer today from power. But when out of power will have to answer to the public. He said the government corruption, oppression and crime dhakatei now militant Islamist militant had started the game. But the investigation is not being konotarai these militant activities. No militant caught alive, why not? It is a reflection of the government's misdeeds and evil uddesyarai.
Hell, "Rampal said smoke can be utilized in the" Rampal debut of smoke from coal power plant using carbon pheisala mask can be made. Sundarbans fears of environmental pollution from the prime minister told a news conference on Saturday, the plant will not cause any harm to the forest. So what is being claimed that the cancellation of the power plant construction has rejected. He said that Rampal power plant chimney height of 75 meters. That the carbon dioxide out of the chimney power plant, which will be limited to 1 percent to 6 kilometers. He said while joking enhance the beauty of the face is made from carbon 'pheisala mask "is currently the most popular.
The power house at 4pm on Saturday at a press conference held at the Prime Minister Rampal power project will not cause any harm to the forest. I'll prove it with evidence. He said the party from the beginning of the fuel behind this propaganda openly joined the yogaleo. The BNP leader said at a press conference. The 'hidden conspiracy', especially when talking about the BNP leader said, it seems to me that the mother more than the dreadful aunt. The prime minister of the government of the people, it is able to prove through our actions. Critics warned she said, "I do not care. More than talking about (the power plant), and the power can not be stopped. 'Protesters to the Prime Minister's motorcade in the long march, rally, its fuel (money) Where are you from? Who is providing; Where is wealth? "He demanded, safe from the Sundarbans (14 kilometers) distance Rampal coal-fired power plant is located. As a result of the use of technology in the Sundarbans Environmental and surrounding areas will not have any negative impact.
Protest, "about Rampal power plant shut down all the more clear. If you need to burn a hurricane, people will continue, "Sheikh Hasina's remarks at the press conference to discuss social media are quite vocal. http://www.taza-khobor.com/bd/ltte/73011-2016-08-28-22-51-47 link paoyah university, "teacher said. Asif Nazrul said, "is what Prime Minister has been producing his own money?" What is his own? He also threatened to stop? He can not say these things. He wrote, PM: Not owner of everything! Tini kothay kothay bolen akhon jodi biddut bondho korey dei! Aschorjo! biddut ki unar nijer takay produce korahoyechy? Uni ki ei-biddut-er owner? Thhole uni kivabey bolen a, kotha? key unakey bujabey prime minister howya maney desh-er malik hoyey jaowa na! "
Roquiah University, "said Omar Faruk, sir, 'Take my land for the power plant, but it is not Rampal'".
The Prime Minister said the government serve the people, I mean servant of the servants say. Sarakarato public servant, the servant says what this kind. Forget what the prime source of all power. "People hurricane paths, or will continue to burn, 'I know the people there. When the parents were beaten in childhood, but then aunt came to save the regime, they were tied, and understood. For some time, the aunt of the mother's feeling a bit more than that. The Prime Minister must realize that, no one pheisala Sunderbans in Bengal do not want to sell. Providence, people think the prime minister himself. My question to the Prime Minister, that the motorcade march, rally, its fuel (money) Where are you from? Who is providing; Where is wealth? "I mean really, who is coming Where the money supply. It's not a waste of public money to somebody. Anwar Hossain first alake Forest Environment, said: "We need industry to the country's needs for the Sundarbans, the country needs more than needed for the forest industry.
Flattery, Prime Minister Sheikh Hasina, desabasi we know and believe that you will go forward with the leadership of the country in the past. Netrite in the country today and in the future to improve low-income countries, middle-income countries as the world heads high Dara she said. You have to protect the borders of the Bay of Bengal as the way to protect the Sundarbans. You have achieved the Champion of the Earth, you have a digital Bangladesh. Han can not be achieved at the end of your successes. So tell the people of the country, you see it again.