মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

সুন্দরবন বনাম রামপাল। Sundarbans vs. Rampal. I can say something

সুন্দরবন বনাম রামপাল ফেসবুকে কিছু লাইন দেখলাম বলতে পারেন এগুলো দেখেই লেখার ইচ্ছাটা আরও বাড়ল, বাড়ল একারনে বললাম লিখার ইচ্ছাটা  অনেক আগে থেকেই ছিল। লাইনগুলো কি এখনি বলব, থাক একটু পরে বলি। ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম, আমার মনে হয় আপনেরাও পড়েছেন। এক বনের শিয়াল লোকালয়ে চুরি করতে এসে তার লেজ টা কাটা পরে। শিয়াল ভালকরে দেখে যে লেজ ছাড়া তাকে একদম বেমানান লাগছে, তাখন সে ভাবল কি করা যায়। সে অনেক চিন্তা করে একটা বুদ্ধি বের করল, আর বনে একটা সভা ডাকল। সভাতে বনের সব শিয়াল উপস্থিত হল এর পর লেজকাটা শিয়ালটি বলল দেখ আমি শহর থেকে কেটে এনেছি লেজ ছাড়া আমায় কত সুন্দর লাজছে, তোমরাও তমাদের লেজ কেটে ফেলো তাহলে আমার মত সুন্দর হয়ে যাবে। এখানে অন্য শিয়াল গুলো বুজতে পেরেছিল শিয়ালের মতলব। কিন্তু  আমাদের প্রধান মন্ত্রী বঝেন না, তাই অন্য দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও তার আশপাশের ফটো এনে দেখান। যে দেশে একটা ইট ভাটার আশপাশে কোনগাছ দেখা যায়না আবাদি জমিতে ফসল ফলেনা, যার আশপাশে কোন পশু-পাখি দেখে যায়না, সেই দেশে সুন্দর বন নিরাপদে থাকবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে। “কয়লা হবে সুন্দরবন সেটাও নাকি উন্নয়ন” উন্নয়ন-ই তো ৫০বছর পর সুন্দরবন যখন কয়লা হবে তাখন ঐ কয়লা দিয়ে আবার বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। হাঁ হাঁ হাঁ। তখন আর কয়লা আমদানি করতে হবেনা হাঁ হাঁ হাঁ।

বছরে প্রায় ৪৭ লাখ টন কয়লা ও চুনাপাথর আনা হবে সুন্দরবনে প্রবাহিত পশুর ও শিবসা নদী দিয়ে যা বিভিন্ন্য খাল দিয়ে, অন্তত ১৫০ কিলমিটার পাড়ি দিয়ে পৌঁছবে রামপালে। আর এই পথে রয়েছে ডলপিনের ২টি অভয়ারণ্য, বেঙ্গল টাইগারসহ বিপন্ন প্রজাতির বেশ কিছু প্রাণীর বিচরণ এলাকা। বন্য প্রাণী আইন অনুযায়ী এই পথে সকল প্রকার জাহাজ চলাচল নিষেধ ।আমরা অনেক নদীকে কবর দিতে দেখেছি, এখন বুড়িগঙ্গা কে দিচ্ছি, এর পরে পশুর ও শিবসা নদী আশা করা যাই। কিছু দিন আগে এখানে কয়লা, সিমেন্ট ও তেল সহ ৫/৬ টি জাহাজ ডুবেছে সেগুলোর ক্ষতি এখন অপূরণীয়। এর পরে কয়লা সহ ডুবলে কি করবেন? আপনার কি মনে হয় জাহাজ থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য সুন্দরবনে পরবে না? কয়লা ও বাতাসের ঘর্ষণে সুন্দরবন পুরবেনা? জাহাজের শব্দ, আলো, ধোঁয়া ও পানির কম্পনে জিববৈচিত্রের ক্ষতি হবেনা। প্রতিবেদনে বলা হ্য়,কয়লা পরিবহনের কাজে ব্যবহারিত এলাকার দুই পাশে ৩লক্ষ ২০হাজার ৫০০একর ভূমি রয়েছে, যার প্রায় ১২% চিংড়িঘের ও কৃষিজমি, ৩৬% বনভূমি, ৪৮% জলাভূমি ও বশতি রয়েছে।

এতোগেলো সুন্দরবনের ভিতর আর বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের খবর। এবার একটু বাহিরে আসুন। সুন্দরবনকে কেন্দ্র করে তার চারপাশে লেগেছে জমি কিনার মহোৎসব প্রায় ১০হাজার একর জমি কিনেছে বিভিন্ন শিল্পোগস্টহি,ব্যাবসাপ্রতিষ্ঠন ও ব্যাক্তি মালিক সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ ঘোষনা করা হলেও এই এলাকাতে ১৫০টি শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পকে অবস্থানগত ছাড়পত্র দিয়েছে এলাকাটিকে ইসিএ ঘোষণা করার আগে, যা বাতিল করার বিধান থাকলেও এখন পর্যন্ত হয়নি। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কোন এলাকাকে  ইসিএ ঘোষণা করা হলে সেখানে কোন ধরনের শিল্পকারখানা থাকতে পারবেনা। ছাড়পত্র পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চাল ও করাতকল ৫০,১৯ টি, সিমেন্ট কারখানা ৯টি, ৬টি অটো মিল, খাদ্য ও লবন-পানি প্রক্রিয়াজাতকরন প্রতিষ্ঠান ১৩ ও ৪টি, ২টি জাহাজ নির্মাণ ও ৩৮ টি অন্যান্য প্রকল্প পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী বিদ্যুৎ প্রকল্প, জাহাজ নির্মাণ কারখানা ও ইট ভাটা এগুলো লাল ও কমলা ক্যাটাগরির শিল্পপ্রতিষ্ঠান যা মারাত্মকভাবে পরিবেশদূষণকারী। পরিবেশ বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলকে বলেন, ‘দেশের জন্য সুন্দরবনও দরকার আবার শিল্পও দরকার’  মদন আরও বলেন, সিদ্ধান্ত নেবে সরকার। এখন কথা হলো সিদ্ধান্ত যদি সরকার প্রধান কে নিতে হয় তাহলে তার কাজ কি? সবায়তো সব কিছু প্রধানমন্ত্রির ঘারে চাপিয়ে দিচ্ছেন। বেগম রোকেয়া বিশব্বিদ্যাল্যের স্যার আসান লিখেছিলেন ‘সুন্দর কেন আমরাতো একটা অসুন্দর বনও বানাতে পারবনা’  সত্তিইতো বিদ্যুৎ কেন্দ্র চাইলেইতো বানাতে পারছি কিন্তু সুন্দরবন সেটা কি পারবো কখনো?

এবার রাজনীতি, সুন্দরবনের আসপাশে যে সব শিল্পপ্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র পেয়েছে তার মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তার ভায়রা কাজী হাসান শরীফ , সাংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির ভাই তোহা ইসলাম সহ আরও অনেকে। অন্যদিকে বেগম জিয়া বলেন, সুন্দরবনের রামপাল নিয়ে তথ্যভিত্তিক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রীর গায়ে জ্বালা ধরেছে। বেগম জিয়া আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাস্ট্রবিরধী। এরাই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। আজ ক্ষমতায় থেকে  জবাব দিতে হচ্ছেনা। কিন্তু ক্ষমতার বাইরে গেলে জনগণের কাছে জবাব দিতে হবে। তিনি আরও বলেন, সরকার নিজেদের দুর্নীতিঅত্যাচার ও অপকর্ম ঢাকতেই এখন জঙ্গি জঙ্গি জঙ্গি’ খেলা শুরু করেছে। অথচ এসব জঙ্গিবাদী তৎপরতার কোনোটারই সঠিক তদন্ত হচ্ছে না। এখন পর্যন্ত কোনো জীবিত জঙ্গিকে ধরা হয়নি কেনএটা সরকারের অপকর্ম ও অশুভ উদ্দেশ্যরই প্রতিফলন।
 
ফাজলামি, রামপালের ধোঁয়াও কাজে লাগানো যাবে বল্লেন প্রধানমন্ত্রী” রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বেরোবে তার কার্বন ব্যবহার করে ফেইসাল মাস্ক তৈরি করা যাবে। সুন্দরবনের পরিবেশ দূষণের শঙ্কা থেকে প্রধানমন্ত্রী শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন এই বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। তাই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাতিলের যে দাবি করা হচ্ছে তা নাকচ করেছেন তিনি। তিনি বলেন২৭৫ মিটার উচ্চতা হবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চিমনির । এই চিমনি দিয়ে যে কার্বন-ডাই-অক্সাইড বের হবে তা বিদ্যুৎ কেন্দ্রের ১ দশমিক ৬ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রশিকতার ছলে তিনি বলেন মুখের সৌন্দর্য্য বাড়াতে এই কার্বন থেকে তৈরি ফেইসাল মাস্ক’ বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়

এবার ক্ষমতা, শনিবার বিকাল ৪টায় গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না আমি তা তথ্য-প্রমাণ দিয়ে তা প্রমাণ করে দেব। তিনি আরও বলেনবিএনপি শুরুতে অন্তরালে থেকে ইন্ধন যোগালেও পরে প্রকাশ্যে এ অপপ্রচারে যোগ দিয়েছে। বিএনপি নেত্রী এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এর মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে আছে ‘বিশেষ করে বিএনপি নেত্রী যখন এ বিষয়ে কথা বলেনতখন আমার মনে হলো- মায়ের চেয়ে মাসীর দরদ বেশি। প্রধানমন্ত্রী সরকার যে জনগণের সেবকতা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি। সমালোচকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেনআমার কিছু আসে যায় না। বেশি কথা বললে সব (বিদ্যুৎ প্রকল্প) বন্ধ করে দিলে আর বিদ্যুৎ পাবে না। আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেনগাড়িবহর নিয়ে যে লংমার্চসমাবেশ করছেতার ফুয়েল (অর্থ) কোথা থেকে পাচ্ছেনকে যোগান দিচ্ছেঅর্থ-কড়ি কোথা থেকে পাচ্ছেন?’ তিনি দাবি করেনসুন্দরবন থেকে নিরাপদ (১৪ কিলোমিটার) দূরত্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ফলে এতে সুন্দরবন ও এর আশপাশের এলাকায় পরিবেশগত কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
প্রতিবাদ,  ‘রামপাল নিয়ে বেশী কিছু করলে সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিবো। দরকার হলে জনগণ হারিক্যান জ্বালিয়ে চলবেন!’ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এমন বক্তব্যে সামাজিক মাধ্যমে বেশ সরব আলোচনা হচ্ছে। http://www.taza-khobor.com/bd/ltte/73011-2016-08-28-22-51-47 লিংক থেকে পাওয়াঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের “শিক্ষক ড. আসিফ নজরুল বলেছেন, 'বিদ্যুৎ কি প্রধানমন্ত্রির নিজের টাকায় উৎপাদন করা হয়েছে?' বিদ্যুৎ কি উনার নিজের? তিনি বন্ধ করার হুমকি দেন কিভাবে? তিনি এসব বলতে পারেন না। তিনি তার ফেসবুকে লিখেছেন, PM: Not owner of everything! Tini kothay kothay bolen akhon jodi biddut bondho korey dei! Aschorjo! biddut ki unar nijer takay produce korahoyechy? Uni ki ei-biddut-er owner? Thhole uni kivabey bolen a,kotha? key unakey bujabey prime minister howya maney desh-er malik hoyey jaowa na!”
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক “ওমর ফারুক স্যার বলেছেন ‘বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমার  জমি নিয়ে নিন, কিন্তু রামপাল নয়’”
প্রধানমন্ত্রী বলেন সরকার জনগণের সেবক, আমি বলি সেবক মানে চাকর। সরকারতো জনগণের চাকর, চাকর হয়ে এই ধরনের কথা বলেন কি করে জনগণ সকল ক্ষমতার উৎস প্রধানমন্ত্রী কি ভুলেগেছেন জনগণ হারিক্যান জ্বালিয়ে চলবেন নাকি চলার পথ দেখাবেন’’ সেটা জনগণের জানা আছে। ছোট বেলায় যখন বাবা-মা শাসনের জন্য মারধর করতেন তখন কিন্তু মাসী এসে বাঁচাতেন, তাদের বাঁধা দিতেন আর বোঝতেন। সে দিক থেকে কিছু কিছু সময় মায়ের চেয়ে মাসীর দরদ একটু বেশিই হয় প্রধানমন্ত্রী বুঝতে হবে, সুন্দরবন বেচে বাংলার কোন মানুষ ফেইসাল করতে চায়না। প্রধানমন্ত্রী কি নিজেকে জনগণের অন্নদাতা মনে করেন। প্রধানমন্ত্রীর কাছেই আমার প্রশ্ন,গাড়িবহর নিয়ে যে লংমার্চসমাবেশ করছেতার ফুয়েল (অর্থ) কোথা থেকে পাচ্ছেনকে যোগান দিচ্ছেঅর্থ-কড়ি কোথা থেকে পাচ্ছেন?’ আসলেই তো এ অর্থ কোথাথেকে আসছে কে দিচ্ছে এ অর্থের যোগান জনগণের অর্থ এভাবে নষ্ট করার অধিকার কারো নায়। পরিবেশ বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলকে বলেন, ‘দেশের জন্য সুন্দরবনও দরকার আবার শিল্পও দরকার’, দেশের জন্য শিল্প দরকার তার চেয়ে বেশি দরকার  সুন্দরবন।   

তোষামোদি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা দেশবাশি জানি এবং বিশ্বাস করি যে আপনি দেশকে অতিতের ন্যায় যোগ্য নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাবেন। আপনার নেতৃীতে দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশ এবং আগামীতে উন্নত আয়ের দেশ হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দারাবে ইনশাআল্লাহ্‌। আপনি যে ভাবে বঙ্গোপসাগরের সীমানা রক্ষা করেছেন সেভাবে সুন্দরবনও রক্ষা করবেন। আপনি অর্জন করেছেন চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ, আপনি বাংলাদেশকে করেছেন ডিজিটাল। আপনার এ হ্যান অর্জন এর সাফল্যের কথা শেষ হবার নয়। তাই দেশবাসীর হয়ে বলছি, আপনি আরেকবার ভেবে দেখুন। 

Sundarbans vs. Rampal. I can say something on the lines of the text they wish to see further increased, increased mirror writing I wish it was before. What lines will now, if I say a little later. Childhood read a story, I think, has been apanera. Fox in a forest locality came to steal his tail after the cut. He is utterly incompatible with the fox without a tail that looks like bhalakare, takhana is what she thought. He had an idea that a lot of thought, and called a meeting in the forest. The meeting was attended by all the forest lejakata fox fox tail and said, I am cut off from the city, but how beautiful lajache me, you like me beautiful tamadera trail will be cut off. Here's another fox the fox was trying to understand. But our prime minister does not bajhena, so other coal-based power plants in the country and bring photos show her around. A brick kilns in the country that can be seen around the konagacha phalena arable crop land, around which we can not see any of the animals, the land will be safe coal-based power plant next to a beautiful forest. "Coal is also the development of the forest would be." So, 50 years after the development of the Sundarbans, the coal can be used to generate electricity will takhana again with the coal. Yeah yeah yeah. Yeah yeah yeah but I do not have to import coal.

Nearly 47 million tonnes of coal a year and a limestone forest will be flowing through the different animals and Shibsha River Canal, will reach at least 150 across kilamitara Rampal. And this is the way dalapinera two sanctuaries, Bengal taigarasaha several endangered species of animals roaming the area. In this way, all kinds of wild animals in accordance with the law forbids ships to the grave if we saw a lot of rivers, Buriganga is now giving the beast, and the river is expected to go Shibsha. Here are a few days ago, coal, cement and oil have already sunken ships, including the 5/6 of them are now irreplaceable. Powered by the coal, including what to do? What do you think the ship will not fall in the Sundarbans toxic chemicals? Coal and wind friction purabena Sundarbans? Ship noise, light, smoke and water damage jibabaicitrera not shaking. According to the report happens, both sides of the coal used in transporting 3 0 of 500 million acres of land, including agricultural land and cinrighera about 1%36%, forests, wetlands and basati is 48%.

Etogelo inside the forest surrounding the plant. It's a little outside. Like spree to buy land around the center of the Sundarbans. Silpogastahi of about 10 thousand acres of land purchased, byabasapratisthana owner and person. Sundarbans area of ​​10 kilometers around the "environmental critical areas" to be announced, but the area has been cleared positional area 150 industries and projects announced before the ECN, which is liable to be canceled, but not until now. According to the Environment Protection Act to declare any area of ​​the ECN can not stay there any kind of industry. The institutions and the rice mill has clearance 50.19, cement 96 Auto mills, food and salt-water processing firms, 13 and 4, two shipbuilding, and 38 other projects. According to the Environment Protection Act, power plants, factories and brick kilns shipbuilding industry categories, which are red and orange paribesadusanakari seriously. Anwar Hossain first alake Forest Environment, said: "We need industry to the country's needs for the Sundarbans," Madan said, the government will decide. Now, if the government decided to take the job if he did? Prime Minister has imposed all sabayato turn. Roquiah bisabbidyalyera Sir Asan wrote 'Beautiful Happened Why can not build an ugly banao. Sattiito able to build a power plant caileito but it can never Sundarbans?

The politics, the nearby forest industries in the Department of Environment has received clearance positional Awami League joint general secretary Mahbub-ul-Alam Hanif, his calls Kazi Hasan Sharif, brother of MP Shagufta Yasmin Emily Toha Islam and many others. On the other hand, she said, after the statement of the Prime Minister based on the burning of the forest has Rampal. Begum Zia said the Awami League government rastrabiradhi. They are working against the state. I can not give an answer today from power. But when out of power will have to answer to the public. He said the government corruption, oppression and crime dhakatei now militant Islamist militant had started the game. But the investigation is not being konotarai these militant activities. No militant caught alive, why not? It is a reflection of the government's misdeeds and evil uddesyarai.

Hell, "Rampal said smoke can be utilized in the" Rampal debut of smoke from coal power plant using carbon pheisala mask can be made. Sundarbans fears of environmental pollution from the prime minister told a news conference on Saturday, the plant will not cause any harm to the forest. So what is being claimed that the cancellation of the power plant construction has rejected. He said that Rampal power plant chimney height of 75 meters. That the carbon dioxide out of the chimney power plant, which will be limited to 1 percent to 6 kilometers. He said while joking enhance the beauty of the face is made from carbon 'pheisala mask "is currently the most popular.

The power house at 4pm on Saturday at a press conference held at the Prime Minister Rampal power project will not cause any harm to the forest. I'll prove it with evidence. He said the party from the beginning of the fuel behind this propaganda openly joined the yogaleo. The BNP leader said at a press conference. The 'hidden conspiracy', especially when talking about the BNP leader said, it seems to me that the mother more than the dreadful aunt. The prime minister of the government of the people, it is able to prove through our actions. Critics warned she said, "I do not care. More than talking about (the power plant), and the power can not be stopped. 'Protesters to the Prime Minister's motorcade in the long march, rally, its fuel (money) Where are you from? Who is providing; Where is wealth? "He demanded, safe from the Sundarbans (14 kilometers) distance Rampal coal-fired power plant is located. As a result of the use of technology in the Sundarbans Environmental and surrounding areas will not have any negative impact.
Protest, "about Rampal power plant shut down all the more clear. If you need to burn a hurricane, people will continue, "Sheikh Hasina's remarks at the press conference to discuss social media are quite vocal. http://www.taza-khobor.com/bd/ltte/73011-2016-08-28-22-51-47 link paoyah university, "teacher said. Asif Nazrul said, "is what Prime Minister has been producing his own money?" What is his own? He also threatened to stop? He can not say these things. He wrote, PM: Not owner of everything! Tini kothay kothay bolen akhon jodi biddut bondho korey dei! Aschorjo! biddut ki unar nijer takay produce korahoyechy? Uni ki ei-biddut-er owner? Thhole uni kivabey bolen a, kotha? key unakey bujabey prime minister howya maney desh-er malik hoyey jaowa na! "
Roquiah University, "said Omar Faruk, sir, 'Take my land for the power plant, but it is not Rampal'".
The Prime Minister said the government serve the people, I mean servant of the servants say. Sarakarato public servant, the servant says what this kind. Forget what the prime source of all power. "People hurricane paths, or will continue to burn, 'I know the people there. When the parents were beaten in childhood, but then aunt came to save the regime, they were tied, and understood. For some time, the aunt of the mother's feeling a bit more than that. The Prime Minister must realize that, no one pheisala Sunderbans in Bengal do not want to sell. Providence, people think the prime minister himself. My question to the Prime Minister, that the motorcade march, rally, its fuel (money) Where are you from? Who is providing; Where is wealth? "I mean really, who is coming Where the money supply. It's not a waste of public money to somebody. Anwar Hossain first alake Forest Environment, said: "We need industry to the country's needs for the Sundarbans, the country needs more than needed for the forest industry.


Flattery, Prime Minister Sheikh Hasina, desabasi we know and believe that you will go forward with the leadership of the country in the past. Netrite in the country today and in the future to improve low-income countries, middle-income countries as the world heads high Dara she said. You have to protect the borders of the Bay of Bengal as the way to protect the Sundarbans. You have achieved the Champion of the Earth, you have a digital Bangladesh. Han can not be achieved at the end of your successes. So tell the people of the country, you see it again.

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

আমাদের পরিচয় আমরা বাঙালি, বাংলাতেই(We have our identity Bengali, born )

আমাদের পরিচয় আমরা বাঙালি, বাংলাতেই আমাদের জন্ম তাই আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা তাই আমরা বাঙালি, কিন্তু বাংলাকে ভালবেসে বাঙালি হতে পারিনাই। মনেপ্রাণে ধারন করতে পারিনাই। কথারফুলঝুরি নিএ বসে থাকলেও শুধু বাংলা বা শুদ্ধ বাংলাই বলতে বা লিখতেও পারিনা। আমরা ইংরেজি শিখি, কোচিং করে, বাসায় প্রায়ভেট পরে। যেমন করেই হোক শিখি শিখতে হবে। গ্রামার এর হাজারো  নিয়ম মুখস্ত করতে পারি। চ্যানেল দেখে হিন্দি ভাষা রপ্ত করতে পারি। শুধু নিজের বেলাতাই গড়মিল। পৈত্রিক সম্পত্তির উপর লোভ

থাকলেও যেমন খুব বেশি দরদ থাকেনা ঠিক তেমনটাই আমাদের অবস্তান বাংলাভাষার উপরে। আমাদের দোষ বলেন আর আমাদের ভাষাটারই দোষ বলেন, দোষ একটাই আর তা হল চর্চা না করাআমরা আমাদের ভাষাটাকে চর্চা করিনা, বলতে পারেন সময়দেই নাআর বর্তমান সময়ে সফটওয়্যারের বদউলতে আমরা যা লিখি..............!

মোবাইলে এসএমএস, ফেসবুকে কমেন্ট, আর ম্যাসেঞ্জার চ্যাঁট, বাংলাভাষার কি দুরবস্থা এগুলোর দিকে তাকালে বোঝাযায়। আমি নিজেই আজ লিখছি অভ্র দিয়ে। আমি বাংলা লিখলে সাধারনত বিজয় ব্যবহার করি। আর আজ অভ্র ব্যবহার করার কারন সফটওয়্যারটা কাজ করছেনা।

থামেন! অনেকতো হলো । কখনো কি ভেবে দেখেছেন এভাবে চলতেথাকলে অনাগত প্রজন্ম কথায় গিয়ে দাঁড়াবেতারা যদি কোনো প্রশ্ন করে, জবাব কি দিবেন। সময় আর নায়, আমাদের ছাড়তে হবে বাংলিশ আর বান্দি ভাষায় কথাবলা। আমাদের শিখতে হবে স্বরবর্ণে থাকা দুইটি করে ‘ ই’, ‘ঈ’ এবং এদের ‘ি’ ও ‘ী’, কার ‘উ’, ‘ঊ'এবং ‘ু’ও ‘ূ’-কার এদের কার এর ব্যবহার। ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণের ব্যবহারওএখানে আছে ‘জ’, ‘য’, ‘ন’, ‘ণ’, ‘শ’, ‘স’, ‘ষ’, ‘র’, ‘ঢ়’, ‘ড়’, ‘ৎ’, ‘ত’, ‘ঙ’, ‘ং’, ‘য়’, ‘ই’,আর এদের সাথে চন্দ্রবিন্দুর ব্যবহারটাও। এছারা বিভিন্ন ধরনের ফলা  আর বিরামচিংহের ব্যবহারতো আছেই। তাহলেই আমরা বাঙালি জাতী বলে গর্ভ করতে পারব, গর্ভ করতে পারব ১৯৫২সালের ভাষাআন্দলন নিয়ে, আমরা গর্ভ করতে পারব আমাদের ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের নিয়েগর্ভ করতে পারবো আমাদে মুক্তিযুদ্ধ নিয়ে। ‘বীর বাঙালী প্রতিবাদ কর ভাষার মান রক্ষা কর’ 


We have our identity Bengali, born in Bengal, so we Bengali, Bengali Bengali our mother tongue, so we, but not care Bengal to crush the Bengalis. Contain not care passionately. Though I sit nie katharaphulajhuri Bengali or just pure banlai can not speak or write. We learn English, coaching, and after prayabheta home. However, as it would be to learn how to learn. Thousands of grammar rules to memorize. We can learn Hindi language channel. Just belatai's inconsistent. Ancestral property greed
For example, there is too much but just the same feeling on our abastana Bangla. Bhasatarai our fault, and our fault he's one fault and it is not practiced. Bhasatake we do not practice, can not samayadei. At the present time we write the software badaulate ..............!
SMS, Facebook comments, and the Messenger cyamta, Bangla to look at the plight of these bajhayaya. I am writing today with mica. Bengali success if I use normally. And because the software does not work to use Avro.
Stop! The anekato. Ever wondered what the words stand calatethakale future generations. If they have a question, an answer will do. When he's not, we will have to leave banglish and talking in Bandi. We will learn the two vowel 'e', ​​'d' and the 'person' and 'wife', whose 'U', 'uebam' uo 'u-car use of their cars. Just use the same consonant. Here are the "n", 'o', 'Shaw', 's', 'Age', 's', 'rha', 'Dr', 'Z', 'p', 'e', ​​'color' 'second', 'e', ​​and with them chandrabindu behavior. Alternatively various types of head and has byabaharato biramacinhera. The nation, then we can say that the womb, the womb can make 195 of the bhasaandalana, we will be able to do in the womb of our bhasasahida and Bhasasainikadera. Can we have in place in the womb of war. "Bir Bangali protests save every value.

বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

রাজনীতি। রাজনীতি এমন একটা জাইগা, যেখানে

রাজনীতি। রাজনীতি এমন একটা জাইগা, যেখানে আপনি থাকলেও আছেন আবার না থাকলেও আছেন, আপনার উপস্থিতি মুখ্য নয় আপনি বেচে আছেন তাহলেই চলবে   রাজনীতি এটা এমন একটা মঞ্চ, যেখানে পুর দেশ, দেশের মানুষ, দেশের সাংস্কৃতি, দেশের মাটি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এক কথায় পুর দেশটা এক পলকে দেখা যায়যাদের হাতে দেশের চবিকাঠি থাকে তারায় তো রাজনীতিবিদ। যাদের দেখে আজকের শিশুরা তৈরি হবে ভবিশ্ততে নেতৃত্ব দেওয়ার জন্য, তারায় তো রাজনীতিবিদতাহলে রাজনীতির মত এমন গুরুত্ব পূর্ণ আশনে কাদের থাকা উচিত ব্যক্তিগত ভাবে আমি মনেকরি স্কুল, কলেজ বা ভাসিটির প্রথম সারির ছাত্র/ছাত্রিদের রাজনিতিতে আসা উচিৎ। যারা ভালকে ভালো আর খারাপকে খারাপ বলতে পারে তাদের রাজনীতিতে আসা উচিত। যারা সত্যিকার অর্থে দেশ কে ভালবাসে তাদের রাজনীতিতে আসা উচিত, যারা  রাজনীতিকে- রাজনীতি মনেকরে চর্চা করে তাদের রাজনীতিতে আসা উচিত রাজনীতি মানে ক্ষমতার দাপট, স্বাধীনতার অপব্যাবহার আর অবৈধ পথে সম্পদের পাহাড় গড়ার মনমানশিকতা থেকে নিজেকে যারা রক্ষা করতে পারে, তাদের রাজনীতিতে আসা উচিত। আমাদের দেশের রাজনীতি মানে অর্থ উপার্জনের মেশিন। আমাদের দেশের রাজনীতি মানে ব্যবসা, যেখানে নমিনেশন নিতে হয়না কিনতে পাওয়া যায়। ৫,১০ অথবা  ২০কোটি দিয়ে কিনো আর পরে ৫০, ৬০, ১০০ কোটি ইনকাম করো। বেরিয়ে আসতে হবে এই ধরনের সভ্যতা থেকে। বর্জন করতে হবে এই ধরনের রাজনীতি থেকে। প্রয়জনে শিক্ষা নিতে হবে, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মাদ(সঃ) এর জীবনী থেকে, পুরো পৃথিবী এক সময় শাসন করেছেন মুসলমানরা—হযরত ওমর ফারুক (রাঃ) শিক্ষা নিতে হবে তাদের জীবনী থেকে, আয়ত্ব করতে হবে তাদের রাজনৈতিক কৌশল গুলো, যার কোন বিকল্প নেই। এখন হইত ভাবছেন আমি জামাত-শিবির করি, কারন ইসলামের কথা বল্লেইতো জামাত শিবির হয়ে যায়। না, আমি জামাত-শিবির বা লীগ বিএনপি কোনটাই করিনা। যে বা যার দারা কাজ হয়, আমি তার। এতখন যা যা বললাম এগুল করা খুব কঠিন এটাই ভাবছেন, একটু স্বদিচ্ছা করে এগিয়ে আসুন, অন্নদের কে উৎসাহিত করুন পারবেনআমরা হায়েনার মুখ থেকে স্বাধীনতা আনতে পেরেছি, আর এটা তো সামান্য।
অথবা আরেকটা কাজ করা যায়, পৃথিবীর অন্যান্ন দেশের মত আমাদের দেশেও চালু করা যায় যে “কোন সরকার ২রার এর বেশি ক্ষমতায় আসতে বা থাকতে পারবেনা পারবেনা”। তাহলে নতুনরা যেমন নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে, ঠিক তেমনি বর্তমানে প্রচলিত নোংরা রাজনীতি থেকে রেহায় পাবে আমাদের প্রিয় জন্মভূমি।


Politics. A jaiga politics, where you are, even though there are again, your presence is key if you will be alive. Politics is a stage, where the entire country, its people, its culture, its soil, independence, sovereignty, in a word, the entire country can be seen at a glance. Cabikathi the country is in the hands of the politicians whose stars. Today's children will be made to take the lead at the bhabistate, stars of the politicians. If you like politics asane who should be important. Personally, I think high school, college or bhasitira the first row of the student / chatridera politics should come. Valcke good and evil, who can say the worst should come to their politics. Those who truly love their country should come in politics, those who practice rajanitike believe that politics should come into politics. Politics means power, freedom from abuse and illegal ways of Money manamanasikata who can defend itself, should come to their politics. This means that our country's politics to make money machine. This means that the business of politics in our country, is not available to buy, where to take the nomination. Kino with 5.10 million, or 0, and then 50, 60, 100 crore as income. Will come out of this kind of civilization. You should avoid this kind of politics. Prayajane to education, our beloved prophet, the Prophet Muhammad (peace be upon him) from his biography, at one time the whole world has been ruled by Muslims-Hazrat Omar Farooq (R) to learn from their life, to grasp the political strategy, which there is no alternative. Now I would think that Jamaat-Shibir, Jamaat-Shibir balleito is because of Islam. No, I do not do none of the BNP, Jamaat-Shibir or league. Dara, whose job it is, or, I. These etakhana which I think is very hard, it did not proceed a little, let's encourage you to feed. We were able to bring freedom to the hyenas away, but it's a little.

Or else can be done, and other countries in the world that our country is going "to come to power in any government or can not stay more than two can not protect." If you get a chance to lead beginners as well as the usual dirty politics will rehaya from our beloved motherland.

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

অবসর। অবসর এমন একটা শব্দ যা শুনলে

অবসর। অবসর এমন একটা শব্দ যা শুনলে কারো মন ঘুড়ির মত উড়তে থাকে নীল আকাশে, আর কারো মন ঢেকে যায় বিষাদের নীলে। আমার আজকের লিখার উদ্দেশ্য, কোন স্কুল বা কলেজ ছাত্রের ছুটির অবকাশ কিংবা শুক্র-শনি অফিস ছুটির আনন্দে ভাসা কোন চাকুরিজীবীকে নিয়ে নয়। আমরা ছোট বেলায় পড়ে আসছি, অবসরে আমরা কি করি। যার যা ইচ্ছে তখন লিখেছি। বাড়ির আঙ্গিনায় কারো ফুলের বাগান কারো সব্জির, কারো হাঁসমুরগি তো কারো কবুতর পালন এভাবেই লিখে গিয়েছি যে যার মত। আর একটু বড়হয়ে অবসর কথায়, সারাদিন খেলাধুলা, স্কুল আর কলেজ লিখাপড়া, প্রাইভেট, কোচিং সময় কথায় অবসরের। আরেকটু বড় হলে চাকুরি, বিয়ে, বউ-বাচ্চা, আরেকটু বড় হলে নাতি-পুতি, একাকার অবস্থা। কোথায় অবসর । ৩৬৫ দিন একটা লেয়ার মুরগী ডিম পারার পর খামারের মালিক তাকে বিক্রি করে দেয়। সে রকম সরকারও আমাদের একদিন ছেড়ে দেন। বয়স ৬০-৬২হলে সরকার এদের লেয়ার মুরগী  মনে করেন আর পাঠিয়ে দেন অবসরে। এ অবসর তাকে যেন কর্ম থেকে নয় অনেকটা জীবন থেকে দেওয়া হয়। এ অবসর তাকে আলাদা করে দেয় সমাজ, সংসার সব কিছু থেকে। দুদিন আগে যে কর্মব্যাস্তার মধ্যে দিন কাটাত তার দিন এখন আর কাটেনা।

এখন আমার প্রশ্ন, একজন সরকারি চাকুরিজীবী যদি ৬০-৬২ বছর পর অবসরে যায় বা পাঠনো হয়, তবে রাজনীতির ক্ষেত্রে নয় কেন? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্তর ইউনুসকে অবসর নিতে বাধ্য করা হয়, তবে রাজনীতির ক্ষেত্রে নয় কেন? আমারতো মনে হয় ৫০-এর পরে রাজনীতিবিদের অবসরে যাওয়া বা পাঠানো উচিৎ । কারণ চাটুকারিতা করতে করতে  এদের মাথায় আর কিচ্ছু থাকে না। কখন কি বলে নিজেরাও বঝেনা। তারপরো ক্ষমতা লভি এই সব নেতারা কি করে তাদের ক্ষমতায় টিকে থাকে বোধগম্য নয়। সরকার ও জনগন সকলরই উচিৎ এমন একটি বিষয়ের অবহেলা নাকরা। ছোট বেলাই একটা গল্প শুনেছিলাম এরকম, এক ছাত্রকে তার শিক্ষক যে প্রশ্নই ধরে উত্তরে ছাত্র কুমীরকে টেনে আনে। যেমন, ‘শিক্ষক বর্ষাকালের রচনা বলতে বলে, তখন ছাত্র বলে বর্ষাকাল বাংলাদেশের একটা ঋতু। এ সময় সবকিছু পানিতে ডুবে যায়,বর্ষাকালে পানিতে কুমির আসে, কুমিরের চার পা, বড় চোয়াল আছে, পেছনে একটা বড় লেজ, আর সেই লেজের উপরে কাটা কাটা কাটা কাটা কাটা’।  এর পর ধানের রচনা বলতে বলে,তখন ছাত্র বলে ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য, ধান বর্ষাকালে ভালো জন্মে, বর্ষাকালে পানিতে কুমির আসে, কুমিরের চার পা, বড় চোয়াল, পেছনে একটা বড় লেজ, আর সেই লেজের উপরে আছে কাটা কাটা কাটা কাটা কাটা। এরপর শিক্ষক বুদ্ধি করে গরুর রচনা বলতে বলে, তখন ছাত্র বলে গরু আমাদের গৃহপালিত পশু, গরু ঘাস খায়,বর্ষা কালে মাঠ ডুবেযায়, তখন পানিতে কুমির আসে,কুমিরের চার পা, বড় চোয়াল, পেছনে একটা বড় লেজ, আর সেই লেজের উপরে কাটা কাটা কাটা কাটা কাটা। আমাদের রাজনীতিবিদের হয়েছে সেই অবস্থা, এরা কথায় কথায় বিরোধী দলকে না টানলে যেন কৃর্মির অত্যাচার কমেনা। সরকারে সে যে দলই থাকুক না কেন। এই ছাত্রের মাথায় যেমন কুমির আর লেজের কাটা ছাড়া অন্য কিছু নেই টিক তেমনি----------!।

 Leisure. All that you have heard a sound like someone's mind Kite flying in the blue sky, and no one else was covered with blue depression. The purpose of my writing today, no school or college student holiday vacation or a weekend Fri-Sat luxuriate office is not a cakurijibike. During the fall, we'll be short, what we do retire. Anything that he wrote. Some vegetable garden in the courtyard of the house some flowers, some of which have been written down, thus keeping poultry like pigeon anybody. A little word barahaye leisure, sport all day, likhapara schools and colleges, private, coaching during his retirement speech. If you have a great job, marriage, wife and children, the grandchildren a little older, equal status. Where retirement. A chicken egg layer after 365 days of being sold to the owners. The government leaves us in the same day. 6062hale old layer chickens in the government, and to send them into retirement. Retirement is not a lot of action in life is given to him. He drafted the leisure society, the world of all things. Two days ago, spent the day in his day no longer do they spin; karmabyastara.

Now my question is, if a government employee or sent to retire after 6062 years, but in politics, why not? Daktara Yunus, founder of Grameen Bank was forced to retire, but in politics, why not? Amarato think 50 should be sent to the politicians or retired. They do not have anything else to do on the flattery. When the bajhena themselves. Yet the greedy are these leaders do not understand their power. The government and the people should sakalarai nakara neglect of a subject. I heard a story like this little off the rails, one student asked his teacher that the student kumirake dragged north. For example, in the rainy season, to say the composition, he was a student of the monsoon season in Bangladesh. At that time, everything was submerged, crocodile in the water during the rainy season comes, the four-foot crocodile, there is a big jaw, behind a big tail, and the tail cut cut cut cut cut above. Rice said that the composition of the student to the main grain of rice, rice grows well during the rainy season, the rainy season comes to water crocodile, crocodile, four legs, big jaw, behind a big tail, and the tail is cut cut cut cut cut above. The teacher says that understanding the composition of cow, the cow was a student of our cattle, cows eat grass, field dubeyaya rainy season, when the water comes to the crocodile, crocodile, four legs, big jaw, behind a big tail, and the tail cut cut cut above cut cut. Have our politicians in the state, they are not the words ring as opposition krrmira kamena torture. No matter which party is in power, he. The student on the head and the tail of a crocodile cut, as there is nothing else like tick ---------- !.

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

‘বীর বাঙালী প্রতিবাদ কর স্বাধীনতা রক্ষা কর’

‘বীর বাঙালী অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর’ অথবা ‘জয় বাঙলা বাঙলার জয়’ এরকম হাজারো স্লোগান বাঙ্গালির রক্তে জালিয়েছে আগুন, দিয়েছে অনুপ্রেরণা, যা শুনে এখনো আমরা শিহরিত হই। আমাদের রক্তেও জেগেওঠে দেশ প্রেম। আজও দিনের শুরুটা হয় ‘আমার সোনার বাঙলা আমি তোমায় ভালবাশি’, আজও শপথ বাক্য পাঠ করে দিন শুরু হচ্ছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠনে। আমি বা আমরা সবায় জানি আমরাও দেশকে ভালবাশি, আমাদের মাঝেও আছে দেশপ্রেম, আমরাও গাইতেপারি দেশত্তবধক গান,আমরাও শির উচু করে স্লোগান দিতে পারি। 
আমাদের কিশের অভাব, আমরা সেই বাঙালী, বীরের জাতী আমরা। একজন দেশ প্রেমিক হিসেবে বলছি, স্বাধীন দেশের নাগরিক হিসেবে বলছি। আমরা কি আমাদের বীরত্ব বজায় রাখতে পেরেছি, স্বাধীনতার মান রাখতে পেরেছি। পারিনি।  প্রায় ১৬কোটি মানুষের নিবাস আমাদের স্বর্গ ভূমিতে। প্রায় ৩০লাখ শহীদের রক্তে আঁকা, ২লাখ মা-বোনের সম্ভ্রমে সাজান আমাদের জন্মভূমি। কেবল  মাত্র ১৬ হাজার লোকের জন্য এতকিছু । এই কয়েটা লোকের জন্যই কি এতকিছু। আজো হাজার হাজার ‘রাজন’ শিশু নিরজাতনের শিকারহচ্ছে, প্রাণ হারাচ্ছে,আজো কত ‘তনু’ তার সম্ভ্রম হারাচ্ছে, এখনো কত ভাই লাশ হয়ে বাড়ি ফিরছে, কত শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, ছাত্রের হাতে প্রাণ হারাচ্ছে, প্রতীক্ষনে কলঙ্কিত হচ্ছে আমার মাতৃভূমি। আমাদের কিসের অভাব- তাইতো, আমরা হারিয়েছি আমাদের একতা, মূল্যবোধ, হারিয়েছি নিজেকে চেনার ক্ষমতা। আর যা পেয়েছি তা কোন কাজের না। পুরটায় ক্ষতি ‘লোভ’ কখনো ক্ষমতার লোভ, কখন অর্থের, আর এই লোভের কারনে পাহাড় হচ্ছে সমতল, সমতল হচ্ছে  দখল, নদী হচ্ছে ভরাট, বন হচ্ছে উজাড়, এ যেন দখলের উৎসব। আর এর সাথে যোগ হয়েছে শিশু আর নাড়ীদেহ লোভি মানুষ রুপে জানোয়ার। কিছু স্বার্থপর মানুষ যারা নিজের স্বার্থের জন্য এসব করে থাকে।
একটু পেছনে যাওয়া যাক ১৭৫৬সালের দিকে, তখন বাঙলা স্বাধীন। নবাব আলীবর্দি খা। পুরো বাঙলা যার কথায় উঠে আর বসে। সব ঠিকঠাক চলছিল, যে ভাবে তিনি চাচ্ছিলেন। কিন্তু নবাব আলীবর্দি খার মৃত্যুর সাথে সাথেই যেন ডুবে যায় স্বাধীন বাঙ্গালার সূর্য। বিশ্বাস ঘাতকতা করে ক্ষমতা লভি মীরজাফর, মীর কাসেম, রায়দুরলভ, জগতশেট, ফুপু ঘসেটি বেগম সহ আরও অনেকেই। সাজান যুদ্ধ পলাশীতেও বিজয়ের দ্বারপ্রান্তে থেকেও পরাজীত হয় বাংলার শেষ নবাব ‘নবাব শিরাজ-উদ্দ-দউলা’ স্বাধীন বাংলায় শুরু হয় পরাধিনাতার সূর্য গোনা। 
এরপর কেটে গেছে অনেকগুলো বছর। ১৯৪৭ধর্মের দোহায় দিয়ে ইংরেজরা আমাদের বিভক্ত দেয়। ১৯৫২ ভাষা আর মাতৃভাষার অধিকার নিয়ে শুরু হয়, নতুন বাংলার স্বপ্ন দেখা। শুরু হয় ঐক্যের, জাতীকে স্বাধীনতার সূর্য এনে দিতে। অনেক চড়ায়-উথরায় পেরিয়ে ১৯৭১ সালের ৭ই মার্চ স্বাধীন বাংলার নকশা একে দিলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রায় ৯মাস মুক্তি যুদ্ধের ফসল আমাদের এই বাংলাদেশ। ১৯৫২-১৯৭১ এখানে কারমনে কোন লোভ ছিলনা। ক্ষমতা বলেন আর অরথের বলেন। লোভ কোথাও ঠায় পাইনি। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলা ফিরে পায় তার হারান স্বাধীনতা। শুরু হল নতুন করে ক্ষমতা লোভিদের উৎসব। ভূমি দস্যু, জলদস্যু,বনদস্যু এমন কি যুদ্ধবিদ্ধস্ত দেশ হিসেবে আসা ত্রাণগুলো চলে জেত ত্রাণদস্যুর হাতে। ১৯৭৫ শুরু হল নতুন অধ্যায়, কিছু ক্ষমতালভি পথভ্রষ্ট  মানুষ রুপি হায়েনার হাতে ক্ষমতার জন্যই সবপরিবারে প্রাণ হারালেন স্বাধীন বাংলার জন্মদাতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। পুর বিশ্ব নির্বাক এমন ঘটনায়। দেশের হাল ধরলেন ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ তাকেও প্রাণ হারাতে হয় পথভ্রষ্ট কিছু হায়েনার হাতে। এর পর পালটে যায় রাজনীতির চিত্র। এখন ২০১৬ মাজখানে এত গুলো বছর আর কোন বরমাপের নেতা এভাবে মরেনি। এর মানে এই নয় যে ক্ষমতার লোভ নায়। রাজনীতিবিদরা জগনকে মনে করে পুতুল, আমাদেরকে তারা নাচিয়ে নিয়ে বেরায়। এজন্য এখন তারা মরেনা, প্রাণ যায় আমাদের। আগে ভোট আসলে জনগনের একটু কদর বাড়ত এখন আর নেই। আমাদের দুই নেত্রী স্বাধীনতার ঘোষণা নিয়ে এখন চুল ছেঁড়াছিঁড়ি করেন। একজন বলেন আমার বাবা আরেক জন বলেন আমার স্বামী, এর পর আসবে একজন বলবে আমার নানা আরেকজন বলবে আমার বাবা। এভাবে আর কত ? দেশতো আমরাই স্বাধীন করেছি।   
এখনো কি ঐক্কের সময় আসেনি, আর কবে? গতকাল নারি ও শিশু পাচার হয়েছে , আজ ব্যাংক থেকে টাকা, আগামীকাল যে দেশ চুরি হবেনা সেটা কে বলতে পারেন। গতকাল ডুকেছে মরণ নেশা ইয়াবা, আজ অস্ত্র-গোলাবারুদ, আগামীকাল কি আসবে কে জানে। আমাদের নিজেদের মধ্যে কেন এত কাঁদা ছোঁড়াছুড়ি, কেন এত হানাহানি। কেন অন্যকে সুযোগ করে দিবেন, নিজেদের মাঝে আসার। আমাদের দেশের দুই নেত্রি, ইনাদের কাজ একে অন্যের ঘাড়ে দোষ দেওয়া, কখনই নিজের দোষ স্বীকার করেননা। আমাদের দেশের এই দুই নেত্রীর অভস্থা এরকম যে এক জন আগুন ধরিয়ে দেয় আরেক জন সেখানে পেট্রোল ডেলে দেন। তখন সান্তনা দেওয়ার জন্য এক শ্রেণীর লোক বলেন, ঘড় পোরা গেছে তো কি হয়েছে তোমার ছাওয়াল দমকলতো দেখিছে। আর যার ঘড় পোরা যায় তারা নিজেদের সান্তনা দেন এভাবে, হামার ছাওয়াল দেখিল আর তোমার ছয়ালে খাইল আলু পোড়া। সারা বিশ্বে প্রতিদিন জঙ্গি, আইএস ও আত্নঘাতি হামলায় শত শত লোক  মারাযাচ্ছে। পৃথিবীর অন্য কোন দেশ তাদের বিরোধী দলের দিকে আঙ্গুল তলেনি। বরং একসাতে হয়ে মকাবিলা করেছে সেই পরাশক্তির। আর আমাদের দেশে এর চিত্র পুরটায় উল্টো । সবদোষ জামাত-বিএনপি। আবার জামাত-বিএনপি ক্ষমতায় আসলে সব দোষ আওয়ামীলীগের, আর এদের মাঝখানে থেকে ময়দা হয়েছে নির্বোধ জাতিয় পার্টী।
স্বাধীনতার ৪৪বছর পরেও স্বাধীনতা আজ পানসে, কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতা কোথায়। ‘শাগর-রুনি’ ফিরবেন না আর কোন লোকালয়ে, বাবুল আক্তার তার বউকে আর ফিরে পাবেন না। আর কত ‘ব্লগার’ রাজীব হারিয়ে যাবে দিনের আলয় কেতা যানে। কোথায় আমাদের স্বাধীনতা, কোথায়? ছোট বেলায় পরেছিলাম স্বাধীনতা অরজনের চেয়ে রক্ষা করা কঠিন। তখন হইত অতটা বুঝিনি, আজ যতটা বুঝছি। এখন আমাদের পালা, নতুন একটা যুদ্ধ করার সময় এসেছে। কোন রক্তপাত বা বৃষ্টিপাত না, শুধু মানবপাত। এযুদ্ধের বৈশিষ্ট হোল স্বাধীনতা ও সার্বভৌমের মান রক্ষা করা। নুতন একটা স্লোগানে জাগিয়ে তোলায় হবে আমাদের মূলমন্ত্র।
 ‘বীর বাঙালী প্রতিবাদ কর স্বাধীনতা রক্ষা কর’

রবিবার, ৭ আগস্ট, ২০১৬

Friend. Nathakaleo been no blood relationship


বন্ধু।  বন্ধুর সাথে রক্তের কোন সম্পর্ক নাথাকলেও আত্মার একটা সম্পর্ক হয়েই যায়।
বন্ধুত্ত এমন একটা সম্পর্ক যেখানে ছোটবড় কোন পার্থক্য থাকেনা, ছেলে-মেয়ের বাঁধা থাকেনা, ধনি-গরিবের ব্যবধান থাকেনা । এককথাই সব সমান । বন্ধু মানেনা জাত-বিজাত । বন্ধুত্ত হয় মানুষের সাথে মানুষের, মানুষের সাথে বন্য পশু-পাখি জলের মাছ, প্রায় সকল প্রাণীর সাথেই মানুষের বন্ধুত্ত আছে । প্রিচিন কালে পায়ড়ার সাহায্য গোপন চিঠি আদান প্রদান করাহত । বন্ধুরা এরকমই হয় । বন্ধুত্তের মধ্যে কোন দেয়াল থাকেনা, উঁচুনিচু পরিচয় থাকেনা। বন্ধুর কাছে বন্ধুর পরিচয় বন্ধু ব্যাস বন্ধু।
 বন্ধু শব্দটাই কেমন জানি, যার ডাকশুনে ঘরছাড়া যায় যেকোন সময়। যারজন্য জান কোরবান। সেখানে কোন স্বার্থ থাকেনা, থাকে একটা অদৃশ্য টান, মায়ারবাধন। যে বন্ধুর জন্য যুদ্ধ করি, সেই বন্ধুর সাথে আবার বিস্বাসঘাতকতা করি। আমরা এমনি বিচিত্র মানবজাতি। এইতো কিছুদিন আগের কথা , ২০০৯ সালে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো ইন্ডিয়ান মুভি ‘থ্রী ইডিয়েটস’ যেখানে বন্ধুর জন্য বন্ধুর ভালবাসা, বন্ধুর প্রতি বন্ধুর দায়িত্ব ও কর্তব্য তুলে ধরা হয় এক কথায় বন্ধুর জন্য সব। এই মুভিতেই তুলে ধরা হয়েছ, বন্ধুর ব্যার্থ্রতায় যেমন মন খারাপ হয় একই সাথে দেখিয়েছে বন্ধু নিজের চেয়ে ভালকরলে মন আরও বেশি খারাপ হয়। আসলে বন্ধুর সংঙ্গাটায় বুঝি এমন । ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন ছবি দেখেননায় এমন মানুষ পৃথিবীতে খুজে মুশকিল। কথায় আছে ‘টম আর জেরির’ মত বন্ধু হলেনাকি শত্রু লাগেনা।
একজন বন্ধুই পারে বন্ধুকে বুঝতে। সঠিক পথ দ্যাখাতে। বন্ধুর জন্য নিজেকে উৎসর্গ  করতে। এইতো কিছুদিন আগের কথা ১লা জুলাই ২০১৬তারিখে, আমাদের বাংলাদেশে রাজধানি ঢাকার আবাশিক এলাকা গুলশানে ‘হোটেল আরটিজানে’ জঙ্গিহামলায় প্রাস হারালেন ২৪জন। এর মধ্যে এজ জন পালানর সুযোগ পেয়েও পালায়নি,কারন সে বন্ধুদের ছেড়ে যাবেনাতাই তাকেও প্রাণ দিতে হয়েছে। আবার একজন মাত্র বন্ধুই পারে আপনাকে, আমাকে নরকের উৎকৃষ্ট বা নিকৃষ্ট স্থানে নিয়ে যেতে। একজন মাত্র বন্ধুই পারে আপনার সারাজীবনের ঘুম কেড়ে নিতে। তাই বন্ধু নির্বাচনে আমাদের হতে হবে আরও সচেতন ও যত্নশীল। বন্ধু সেতো বন্ধু, তাকে বিশ্বাস করেন কিন্তু অন্ধবিশ্বাস না। পৃথিবীতে আমন অনেক শত্রু আছে, যারা আগে পরম বন্ধু ছিল। আবার এর ব্যতিক্রম ও আছে।



Friend. Nathakaleo been no blood relationship with a friend is one soul.Friendship is a relationship where there is no difference between the smallest to the greatest, children are not tied, rich-poor gap there. Ekakathai all the same. Friend gives up the foreign-born. Friendship is a human, with human beings and wild animals water fish, almost all animals have friendship with the people. Pricina secret letters exchanged during the karahata payarara. Friends like it. In friendship there is no wall, there is rugged identity. The diameter of the identity of the friend of a friend's friend's friend.
 
You know how word friend, at any time, which can be displaced dakasune. Korban yarajanya know. There is no interest there, there is an invisible pull, mayarabadhana. Let us fight for a friend, the friend said bisbasaghatakata again. We are human beings so diverse. Just a few days ago, 009 were caused quite a stir in the Indian movie "Three idiyetasa 'where the love of friends for a friend, a friend to the friend's duties and responsibilities are highlighted. In a word, for all his friends. These are highlighted mubhitei, byarthrataya friends are upset at the same time as a friend of his showed up more than bhalakarale is bad. Sanngataya friend who actually understand. 'Tom and Jerry' cartoon picture dekhenanaya difficult to find such people in the world. In essence, 'Tom and Jerry' halenaki enemy does not like the friend.A friend in need is a friend can understand. Dyakhate the right way. To sacrifice himself for his friends. Just a few days ago, on July 1, 016, in the capital's Gulshan area in Dhaka abasika 'hotel aratijane "prasa jangihamalaya lost 4 people. Palanara the edge of a chance palayani, because she can not leave her. So, life has to offer. Again, that is a friend to a single, superior or inferior place for me to go to hell. A friend just may take you up forever. Therefore, we must be more aware and caring friend elections. He will friend of a friend, he believes, but not blind faith. There are a lot of enemies in the land of Aman, who was the friend. Again, there are exceptions.