মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

একা, বিশ্বাস করলে করেন আর না (Alone, if believed, and still)

একা, বিশ্বাস করলে করেন আর না করলেও করেন, আমরা কিন্তু সবাই একা। আকদম-ই একা। আমরা সবাই একটা প্রবাদের সাথে পরিচিত আর তা হল আসছি একা যাবো একা। প্রবাদটা সত্য আবার এ একথাও সত্য যে, আমি প্রবাদটা সম্পূর্ণ বিশ্বাস করিনা । ভাবছেন তাতে কার কি যায় আসে। হ্যা যায় আসে কিন্তু অনুভব করতে পারবেন না । আচ্ছা আমি একটু আমার মত করে বলি, যেমনঃ অনেকে একের অধিক সন্তান জন্ম দেন ২টা ৩টা...৭টাও দিয়েছেন আমার প্রথম কথা তারা কি একা আসলেন না একা আসেন নায়। আচ্ছা এসব বাদদেন। আমি যেটা মনে করি, মানুষ কেন কোন প্রাণী একা পৃথিবীতে আসতে পারেনা । পৃথিবীতে আসার জন্য একটা মাধ্যম লাগে আর সেটা হলো বাবা-মা, তার মানে সেতো একা আসলনা, সে তার মা-বাবার হাত ধরেই আসল।

তবে যা-ই বলেন না কেন, আমরা কিন্তু একাআমরা একা একা থাকলেও একা, আবার সবায় মিলে থাকলেও একা। মূল কথা হল আমরা সত্যিই একা। বিশ্ব কব্‌ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কথায় বলেগেছেন ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে’ আর নচিকেতা বলেছেন ‘একলা চলতে হয়’। মানুষ সামাজিক জীব তাই সমাজ বদ্ধ হয়ে বাসকরতে হয় প্রতিদিন ঘুমের দেশে যেমন একা যাই/যান আবার একা ফিরে আসি/আসেন ঠিক তেমনি আমরা একা। এ একাকিত্ত আমরা বুজতে পারিনা কারন সারাদিনের ব্যাস্ততা আমাদের সঙ্গী হয়ে ওঠে,আমার এক বন্ধু, নাম ‘ওবায়দুল ইসলাম’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। তার কথা মত মানুষ কখনই একা না, মানুষ যখন একা থাকে তখন একাকীত্ব তার সঙ্গী হয়ে ওঠে। আমি বলি না, কারন মানুষ একাকীত্বে সঙ্গী করতে চায়লে বর্তমানে বসে অতীত বা ভবিসবত কে আকড়ে ধরত নাযেগুলর কোন মানে হয়না একটা স্মৃতি আর একটা স্বপ্ন এগুলো সঙ্গি হলে সঙ্গি আর না হলে আমরা সবায় এক সাথে একা। এক পৃথিবী এক জীবন এক সৃষ্টিকর্তা। একা মানুষ যার বৃত্তে যে একা।

Alone, if believed, and still do not, but we are all alone. Akadama alone. We are all familiar with the proverb, and it would have been alone alone. It is true that saying is true, again, I do not believe in the saying. Who do you think it does. Yes you can but you can not feel. Well, like I say, I, like many of the more than two 3 ... 7 Tao gave birth to my first, they had not come alone's not coming alone. Well, these badadena. I think that's why people can not come to any animal alone in the world. That means it takes the Earth to come to the parents, it means that He will asalana alone, his parents came over hand.
 
 
But whatever you say, we are alone. While we are alone, alone, alone again, even though the sabaya. The main thing is that we really alone. World kab poet Guru Rabindranath Tagore balegechena his words: "If you hear someone comes to be run under the lonely" and Nachiketa said, "is to be lonely." People are social animals, so basakarate society becomes stagnant, let alone every day as the sleep / go back alone again / come just as we are alone. Alones because we can not understand the movement of the day becomes our partner ,. A friend of mine, named "Obaidul Islam has an MBA from the University of roquiah. People like him never do alone, when people are alone when loneliness becomes his companion. I do not say, because people do with loneliness, sitting cayale past or present, who bhabisabata akare not held. Yegulara a memory and a dream does not mean anything. They partner with the company again if we sabaya alone. The life of the creator of the world. Single man alone in the circle.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন