কুরবানী, জীলহজ মাসের ১০তারিখে মুসলিম পরিবারে যোগ
হয় আরেকটি আনন্দ। আর তা হল ঈদুল আযহা। আমাদের দেশে এই দিনটি আরেকটি নামেও পরিচিত
আর সেটি হল কুরবানির ঈদ। আমরা কুরবানি মানে মনে করি যে গরু-ছাগল জবেহ করা। কিন্তু
প্রকৃতপক্ষে কুরবানির আভিধানিক অর্থ হল ত্যাগ। আর তাইতো এই দিনটি আমাদের স্মরণ
করিয়ে দেয় হযরত ইব্রাহিম(আঃ) ও তার পুত্র হযরত ইসমাইল (আঃ) এর সেই মহান ত্যাগের
কথা। আল্লাহর হুকুমে একদিন হযরত ইব্রাহিম(আঃ) তার সবচেয়ে প্রিয় পুত্রকে কুরবানি করতে
গিয়েছিলেন। মায়ায় পোরে ইসমাইল (আঃ) গলায় তরবারি চালাতে না পারলে আল্লাহ্র হুকুম
পালন বা তাকে রাজি-খুশি করতে পারবেনা ভেবে নিজের চোখ বেধে নিলেন। এরপর যখনি তিনি
তার পুত্রের গলায় তরবারি ধরলেন তখন আল্লাহ্র রহমতে ইসমাইল (আঃ) পরিবর্তে সেখানে
একটা দুম্বা কুরবানি হয়ে গেলো এবং তিনি চোখ খুলে দেখলেন তার পুত্র পাশে দারিয়ে ও
তিনি একটি দুম্বা জবেহ করেছেন। তখন থেকেই আল্লাহ্র প্রতি ভালবাসা দেখানোর জন্য আল্লাহকে
রাজি-খুশি করার জন্য প্রত্যেক বছর এই দিনটিতে সারা মুসলিম উম্মাহ যে যার সাধ্য মতো
হালাল পশু কুরবানি করে থাকেন।
আল্লাহকে রাজি-খুশি করার জন্য আল্লাহ্র
হুকুম পালন ও আল্লাহ্র আদেশ মানার জন্য, হযরত ইব্রাহিম(আঃ) তার পুত্র ইসমাইল(আঃ)
কে কোরবানি করার জন্য তৈরী হন। ইসমাইল(আঃ) নিজের গলায় তরবারি রেখে পিতাকে
আল্লাহ্র হুকুম পালনে সাহায্য করেন। এখানে লক্ষনিয় বিষয় হল আল্লাহকে রাজি-খুশি ও
তার হুকুম পালন বা আল্লাহ্র আদেশ মানার জন্য, হযরত ইব্রাহিম(আঃ)তার পুত্রকে
কোরবানি করার জন্য তৈরী হন। আর পিতাকে রাজি-খুশি ও আল্লাহ্র হুকুম পালনে সাহায্য
করতে নিজেই কোরবানির জন্য তৈরী হন হযরত ইসমাইল(আঃ)। কুরবানির অর্থ শুধুই পশু
কুরবানি নয় বরং আমাদের লোভ-লালষা কে কুরবানী করা, মানুষে মানুষের বিভেদ ধনী-গরীবের
ব্যাবধান কে কুরবানী করা, মানুষের যাবতীয় অহংকার কে কুরবানি করা। সমাজের অন্যায়
গুলকে কুরবানী করা। এক কথায় মানুষের মাঝে
যে পশুত্তের বসৎ সেটাকে কুরবানি করা।
সামর্থ্য অনুযায়ী কুরবানী দিতে হবে, ছাগল
হলে একা, একটা বা একাধিকা কুরবানী দিতে পারেন। গরু দিলেও তাই একা, একটা বা একাধিক
দিতে পারেন। গরু ভাগে দিলে সর্বচ সাত জন। সাত জনের ভাগ যদি না পুজে তাহলে যে কোন
হালাল নাম বা সবচেয়ে ভালো হয় রাসুল(সঃ) এর নাম দিতে পারেন। মনে রাখবেন যেটায় করেন
না কেন, কুরবানির সম্পূর্ণ গোস্ত আপনাকে সুষ্ট ভাবে তিন ভাগে ভাগ করতে হবে। যার
একটি অংসের মালিক আপনি, আরেকটি অংসের মালিক আত্নীয়-সব্জন ও পারা পতিবেশি, এবং
অবশিষ্ট অংসের মালিক ফকির-মিস্কিন। উল্লেখ থাকে যে পশুর চামড়া বিক্রের টাকা
সম্পূর্ণ দান করে দিতে হবে। আল্লাহ্ পাক আমদের সকলের নিয়্যাত ও কুরবানিকে কবুল
করুন। আমিন।
Sacrifice,
jilahaja adds another Muslim family joy on the 10th. It is the
Eid-ul-Azha. Another day in our country, and is also known as the feast of
sacrifice. I mean, we think that sacrifice is to sacrifice cattle. In fact, the
literal meaning of sacrifice is the sacrifice. This day reminds us why the
Prophet Ibrahim (AS) and his son Hazrat Ismail (AS) about the great sacrifice.
One day, God's Prophet Ibrahim (AS) to sacrifice his most beloved son had gone.
MAYA pore Ismail (peace be upon him) if you do not obey God's voice to carry
the sword or be able to use his eyes and there he was happy to agree. And as
soon as he took the sword of his son's neck, then by the grace of God and
Ismail (peace be upon him), instead there was a slaughter of fat, and he opened
his eyes, and he saw his son dariye side has a fat sacrifice. Since then, God
willing to show love for God-pleasing, which means that every year on this day
throughout the Muslim Ummah in the halal slaughter of animals.
To please
God-willing to obey God and to obey God's command, Prophet Ibrahim (AS) and his
son Ismail (peace be upon him), who was ready to sacrifice. Ismail (peace be
upon him) put a sword in his throat to help him carry out the commandments of
God. What is noteworthy here is happy and willing to obey God or to obey God's
command, Prophet Ibrahim (AS) was ready to sacrifice his son. And the
father-happy and willing to help carry out God's command to sacrifice itself
was made by Hazrat Ismail (peace be upon him). Money is not the only animal
sacrifice, but sacrifice our greed-lalasa make a sacrifice, human sacrifice of
the people who make the difference divisive rich or poor, people who sacrifice
all to be proud of. Gul society had to sacrifice. In a word, sacrifice among
the people that it is pasuttera basat.
According
to the ability to sacrifice, the goat alone, or more than one can sacrifice.
Cows, but so alone, or more than one can. When cows are seven sarbaca. If you
do not share any lawful puje seven people in the name of or like the Holy
Prophet (peace be upon him), you can name. Remember why you were not, you
sacrifice the meat should be divided into three susta way. Are you the owner of
a ansera, another ansera owner of kin and could sabjana patibesi, and the rest
of the fakir-miskina ansera owner. To specify that the money donated will be
selling animal skins. Please accept all our good intentions and the Holy
kurabanike. Amen.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন