বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর সবচেয়ে নিরাপদ (What 12ayabayesana murder?)

অ্যাবয়েষণ না কি খুন?
যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান কি বা কোথায়? আমি  জানি, পুরো পৃথিবীর সব মানুষ এক কথায় উত্তর দিবেন ‘মা’ মাত্তৃগর্ভে। হ্যা পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মা আর মায়ের গর্ভ । যেখানে মা তার অনাগত সন্তানকে রাখে অতি আদরে অতি যতনেমায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্থ । আর সন্তানের কাছে ‘মা’ সকল সুখের উৎস, পরম শান্তির স্থান, তার কোল জেন সকল জান্নাতের বাগান। মায়ের স্পর্শেই দূর হয় সকল ক্লান্তি । মা কে ডাকলে দূর হয় সকল কষ্ট । ‘মা’ মা পৃথিবীতে আল্লাহপাকের সবচেয়ে বড় নিয়ামত। এক দার্শনিক বলেছেন, ‘যার মা বেঁচে আছেন সে কখন গরিব না’। মা তো মা যার দুয়া আর চখের পানি দুটই আল্লাহর আরশে পৌছাতে সময় লাগেনা। মাকে নিয়ে কবিতা, গান, গল্প কোনকিছুরি কমতি নায়। “ ‘মা’ কথাটি ছট্ট অতি কিন্তু জেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই’’পৃথিবীতে মা হচ্ছে আরেক জান্নাতের নাম।
পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান, মাতৃগর্ভ থেকে যখন একটা জীবন কে মেরেফেলা হয়, আমরা একে ভদ্রভাষায় বলি অ্যাবয়েষণআমাদের দেশ সহ পৃথিবীর প্রায় সব দেশেই শব্দটি অতি পরিচিত। পুরো পৃথিবীর কাছে আমার প্রশ্ন,  অ্যাবয়েষণ কি শুধু মাত্র অ্যাবয়েষণ না কি খুন? আশাকরি শত ভাগ উত্তর পাবো অ্যাবয়েষণ ইজ দ্যা ছিনোনেম অফ মাডার, আমাদের নিজেদের আনন্দের শিকার হন অনাগত প্রাণ। যত পাপ অন্যায় অবিচার সব দোষ যেন অনাগত প্রাণটির। যার জন্য কেটে টুকরো টুকরো করে নেওয়া হয় তার প্রাণ। আমাদের আমোদের জন্য প্রতিদিন বলী হচ্ছে অসংখ্য অনাগত প্রাণ। কে নেবে এর দায়ভার। আমাদের কোন অধিকারে তাদের নিয়ে এমন খেলার। আমাদের অন্যায়, ভুল বা পাপাচারের সাজা তারা কেন পাবে যারা একটু একটু করে বেড়ে ওঠে অভ্যাশ্রমে, আর তার থেকে নির্মম সত্য এদের মারা হয়, সাধারন থেকে অনেক বেশি কষ্ট দিয়ে। আপনি জানেন কি , আপনার গর্ভে যে দিনেদিনে বড় হচ্ছে অ্যাবয়েষণের সময় তাকে কতটা কষ্ট সহ্য করতে হয়প্রত্যেকটা অঙ্গ তার দেহ থেকে কেটে আলাদা করে তার হৃদস্পন্দন থামিয়ে দেওয়া হয়। ভাবতেই গাঁ শিউরেওঠে। আপনি কি জানেন আপনার অনাগত শিশুটি আপনার সাথে কথা বলতে বলতে বেড়ে ওঠে। একটা অ্যাবয়েষণ মানে হৃদস্পন্দন থামিয়ে দেওয়া, একটা অ্যাবয়েষণ মানে দুটি চোখ যা কখনই দেখবেনা পৃথিবীর আলো, একটা অ্যাবয়েষণ মানে একটা সুন্দর হসির মৃত্যু যা আর কখন পৃথিবী জয় করতে পারবেনা, একটা অ্যাবয়েষণ মানে দুটি কমল হাত যা কখন কাউকে স্পর্শ করতে পারবে না।
তাহলে এ খুনের সাজা কি হওয়া উচিৎ। এ খুনের সাথে জরিতদের সাজা কি হওয়া উচিৎ। খুন তো খুন, সমাজের কতিপয় মুখোশ পরা ভদ্রলক যারা নিজেদের চরিত্র  বাঁচাতে খুন করেন আর অ্যাবয়েষণ বলে চালিয়ে দেন, অথবা এ ধরনের পথ অবলম্বন করেন তাদের ক্ষমা নাইএরা তো সমাজের কীট নিজেরা বাচার জন্য অন্যদের মারছে। যাদের সাহাজ্য নিয়ে অ্যাবয়েষণ করা হয় তারাও ক্ষমার অযোগ্য।
What 12ayabayesana murder?
If the question is, where is the safest place in the world? I know, the whole world, all the people will answer in one word 'mother' mattrgarbhe. Yes, the safest place on earth mother and the mother's womb. Where the mother and her unborn child puts too much yatane feet. Behestha child under the feet of the mother. The child's mother, the source of all happiness, absolute peace, space, Jane Cole all his Paradise Garden. Mother's touch is all fatigue away. Who is called the mother of all the pain away. 'Mother' Mother of God is the greatest blessing in the world. One philosopher said, "When the mother is alive, he is not poor. The mother and the mother whose prayers reach the Throne of God, time does not dutai water eyebrow. Mother poems, songs, stories konakichuri's not shortage. "My mother, too, but Jane's brother chatta word, rather than its name, is not that sweet tribhubane '. Paradise is the name of the mother of the world to another.
The safest place on earth, from the womb, when a life is a merephela, we call it ayabayesana bhadrabhasaya. Almost all countries of the world, including our country well-known term. My question to the whole world, what ayabayesana ayabayesana not just murder? I hope to get answers to hundreds of ayabayesana Is the chinonema madara, became a victim of our own future life of joy. The fault of all the injustice done to the unborn soul of sin. For which his life was cut. For our rejoicing is the sacrifice every day lives of the unborn. Who will take the responsibility. If any of us the right to play with them. Our sins, why do they will be punished for mistakes or sins. Abhyasrame who grow little by little, and they died from her brutal truth is, a lot more pain than normal. You know what, your belly getting bigger ayabayesanera agayeche him how to suffer. Every part of her body was cut apart her heart stopped. Siureothe imagine groan. Do you know what your talking to your unborn child grow up. This means that a ayabayesana be stopped heart, a pair of eyes that never ayabayesana will not see the light of the world, which means a ayabayesana hasira a beautiful death, when the world no longer be able to win, meaning a ayabayesana when the lily hands can not touch anyone.

So what should be the punishment for murder. What should be the punishment for murder jaritadera. Murder is murder, bhadralaka society, some wearing masks to protect those who kill their own character, and to continue to ayabayesana, or forgiveness of those who have adopted such a way. They are killing the pests themselves and others to survive. Helps those with whom ayabayesana is unforgivable.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন