বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

বিধবা বিবাহ, ২০১৬ সাল(widow marriage, since we do not)

বিধবা বিবাহ, ২০১৬ সাল আমরা  নিজেদের দাবি করি, সভ্য জাতী বলে। কিন্তু সভ্যতার বালায় খুঁজেপেতে এখনো অনেক কষ্ট হয়। রোজার ঈদে একটা নাটক দেখে লিখার ধারনাটা আসে। তার এই নাটকের গল্পে বিধবা দেখানো হয়। এক সময় সংসারের লোভ দেখিয়ে আবার ফেলে দেওয়া হয় অন্ধকারে। গল্পের শেষে দেখানো হয় আমরা পারিনি তোমরা পারবে। পরের প্রজন্ম এভাবেই বলবে আমরা পারিনি তোমরা পারবে। এভাবে কত দিন। সামান্য নাটক ছিনেমার গল্প আর গল্পের চরিত্রতেই যদি বদলাতে না পারি, যদি বিধবাদের আলোতে আনতে না পারি, তাহলে নিজেদের সভ্য জাতী না বলাটায় ভালো। আমরা এতটাই সভ্য হয়েছি যে  বিধবা বিবাহ এখনো সমাজের বাহিরে রাখতে হয়েছে, এতটাই সভ্য হয়েছি যে  বিধবাদের আলোই নিয়ে আসতে পারিনা, আমরা এতটাই সভ্য হয়েছি যে  বিধবাদের দিকে তাকানর দৃষ্টি থাকে অন্য রকম। অথচ আজ থেকে প্রায় ১৬০বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর কলকাতায় প্রথম বিধবা বিবাহ আয়োজিত হয় ১২, সুকিয়া স্ট্রিটে বিদ্যাসাগরর বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পাত্র ছিলেন প্রসিদ্ধ কথক রামধন তর্কবাগীশের কণিষ্ঠ পুত্র বিদ্যাসাগরের বন্ধু শ্রীশ্চন্দ্র বিদ্যারত্নবর্ধমান জেলার পলাশডাঙা গ্রামের অধিবাসী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের বিধবা কন্যা কালীমতী, ছিলেন পাত্রী। ১৮৫৯ সালের ২০ এপ্রিল মেট্রোপলিটান থিয়েটারে উমেশচন্দ্র মিত্র রচিত নাটক বিধবা বিবাহ  প্রথম অভিনীত হয়। ১৮৭০ সালের ১১ অগস্ট বাইশ বছর বয়সী পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে কৃষ্ণনগর নিবাসী শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের চতুর্দশবর্ষীয়া বিধবা কন্যা ভবসুন্দরীর বিবাহ সম্পন্ন হয়। ১৮৫৬ সালে সরকার বিধবা বিবাহ আইনসিদ্ধ ঘোষণা করেন। তবে শুধু আইন প্রণয়নেই ক্ষান্ত থাকেননি বিদ্যাসাগর। তাঁর উদ্যোগে একাধিক বিধবা বিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়। তাঁর পুত্রও এক ভাগ্যহীনা বিধবাকে বিবাহ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন ১৮৯১ সালের ২৯ জুলাই, বাংলা ১২৯৮ সনের ১৩ শ্রাবণ। বিদ্যাসাগর লড়েছেন বিধবাদের জন্য আর এখন বিধবা লরছে নিজেদের জন্য। পরিবর্তন আনতে পারিনি নিজেদের মধ্যে, বদলাতে পারিনি সমাজ ব্যাবস্থা দেখতে পারিনি চাঁদের আলো ভিন্য ভাবে। আমাদের মনমানোসিকতা পরে আছে এখনো ১৬/১৭দশকের মাঝে। তাহলে আর সভ্য হলাম কোথায়। আমাদের বেরিয়ে আসতে হবে নতুন আলোয়। সাজাতে হবে নতুন সমাজ। নতুন কোন প্রজন্মের অপেক্ষা না। আজ শুরু হোক এখান থেকেই.........।।

widow marriage, since we do not claim to 016, as a civilized nation. But civilization is balaya khumjepete still a lot of trouble. Then comes the idea of ​​writing a play to celebrate Ramadan. His widow is shown in the story of the play. At one time the lure of the world is thrown into darkness again. We can not show you at the end of the story. Thus, we could say that the next generation will be. So how long. The story is the story of a little drama movie caritratei if I do not change, if you do not bring the light of the widows, balataya better if not for their civilized nation. We have become so civilized that she had been kept out of the marriage yet, so civilized that the widow was unable to bring light, we have become so civilized that is the widow of the takanara different. But today, almost 160 years ago, Chandra Vidya Sagar, the widow marriages were held in Calcutta on 7 December 1856 1, sukiya Banerjee Rajkrishna Street Vidyasagar friend's house. Vidyasagar was a well-known friend of the narrator Ramdhan Tarkavagish kanistha sriscandra Vidyaratna. Palasadana village district, the daughter of a widow kalimati Burdhaman Brahmananda Mukherjee, was the bride. 0 Metropolitan Theatre in April 1859, written by Umesh Chandra Mitra plays the widow of the first marriage was performed. On 11 August 1870, twenty-two-year-old son, who lived in Krishnanagar with narayanacandrera caturdasabarsiya Sambhu Chandra Banerjee, married the widow's daughter was bhabasundarira. She married in 1856, the government declared legally binding. However, subsequent Vidyasagar pranayanei law. His initiative is more than one widow, the wedding ceremony. His son married the widow bhagyahina. Vidyasagar was late 1891, July 9, 1298 Bengali era auditory 13. Vidyasagar fought for the widow and the widow larache for themselves. I could not bring about change in themselves, could change the way society Different systems were unable to see the light of the moon. And yet our manamanosikata 16/17 decade between. Where then was civilized. Will come out in a new light. Will organize a new society. Do not wait for a new generation. Let us start from here today ...........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন